Main Cause Of Andhra Rail Accident: ট্রেন চালানোর সময় ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন চালক, অন্ধ্রে ট্রেন দুর্ঘটনা নিয়ে আরও কি কি বললেন রেলমন্ত্রী
দি বেঙ্গলি নিউজরুম: চোদ্দজনের ঘটনাস্থলেই মৃত্যু। জখম পঞ্চাশেরও বেশি। ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনার বিভীষিকা উস্কে অন্ধ্রের বিজয়ানাগ্রামে ফের রেল দুর্ঘটনা। সেই দুর্ঘটনা নাকি ট্রেন চালকদের মোবাইল ফোনে ক্রিকেট ম্যাচ দেখার কারণেই হয়েছে। শনিবার এমনই দাবি করলেন রেলমন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওইদিন রাত সাতটা নাগাদ বিজয়ানাগ্রামে হাওড়া-চেন্নাই লাইনে রায়গড় প্যাসেঞ্জার ট্রেন পেছন থেকে ধাক্কা মারে বিশাখাপত্তনম পালাসা ট্রেনকে। চালকদের মোবাইলে ক্রিকেটম্যাচ দেখার জন্য দুর্ঘটনা বলে সাফাইয়ের পাশাপাশি যাতে ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটে, সেজন্য একেবারে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।
ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন কেন্দ্রের মন্ত্রী, তাঁর মুখ থেকেই এবার একটু জেনে নেওয়া যাক। মন্ত্রী বলেছেন অন্ধ্রে রেল দুর্ঘটনার পেছনে রয়েছে লোকো পাইলট ও কো পাইলট ট্রেন চালানোর সময় মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। তাঁদের দুজনের মনোযোগ ছিল খেলায়। আর সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। এখন এমন এক ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ট্রেন চালানোর সময় চালকদের মনোযোগ চলন্ত ট্রেনের দিকে ঠিকঠাক রয়েছে কিনা, তা অন্য কোনওদিকে রয়েছে, তা চিহ্নিত করা সম্ভব হবে। রেল প্রতিটি ট্রেন দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। বিশেষ নজর দেওয়া হবে নিরাপত্তায়। তবে রেলওয়ে সেফটি কমিশনারদের রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি। দুর্ঘটনার পরের দিন রেলের প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের চালক ও সহকারী চালকের কর্তব্যে গাফিলতিকেই ইঙ্গিত করেছে। দুটি খারাপ হয়ে থাকা অটো সিগনাল লঙ্ঘনের নিয়ম না মানায় দুর্ঘটনা বলে রেলের তদন্তে উঠে এসেছে।
.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন