Next Loksabha Election Result Survey : এখনই লোকসভা ভোট হলে কারা বসবে চালকের আসনে, কী বলছে সি-ভোটার,মুড অব দ্য নেশান,ইন্ডিয়া টুডের সমীক্ষা?
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : আগামী লোকসভা (Next Loksabha Election Result Survey) ভোটে কারা চালকের আসনে বসবে,তা নিয়ে তামাম ভারতবাসীর শেষ নেই আগ্রহের। কারণ এই মুহূর্তে সমস্যা ক্রমেই বেড়ে চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্ব, আকাশ ছুঁয়েছে খাদ্যপণ্যের দাম। বহু মানুষের দু মুঠো খাবারের সংস্থান জোগাড় করতে নাভিঃশ্বাস ওঠার মতো অবস্থা। অনেকেই রোজই কেন্দ্রের সরকারকে দুষছেন এমন অবস্থার জন্য। কিন্তু এই নাভিঃশ্বাস তোলার মতো অবস্থায় এই মুহূর্তে লোকসভা ভোট হলে কারা বাজিমাত করবে ? ইন্ডিয়া টুডে-সি ভোটার মুড অব দ্য নেশানের ( C Voter-Mood Of The Nation And India Today Survey) সমীক্ষা জানাচ্ছে আজই যদি লোকসভা ভোট হয়,তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-ই ফের চালকের আসনে বসবে (NDA Will Lead) । সমীক্ষায় যাঁদের যাঁদের সঙ্গে কথা বলা হয়েছে,তাঁদের অধিকাংশই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাজে সন্তুষ্ট বলে জানা গিয়েছে। ভোটে বিজেপির দখলে আসবে ২৮৪টি আসন। অন্যদিকে কংগ্রেস জিততে পারে ১৯১টি আসনে। লোকসভা ভোটে মোদীর জনপ্রিয়তা একটুও টোল খাবে না। সমীক্ষায় ৭২ শতাংশ মানুষই কেন্দ্রের বিজেপ...