Son Killed Mother : ছেলের মোবাইল থেকে অন্য কারোকে টেক্সট মেসেজ, কুঠার চালিয়ে মাকে খুন ছেলের!
দি বেঙ্গলি নিউজরুম: সতেরো বছরের ছেলের মোবাইলে অন্য কারোকে টেক্সট মেসেজ করছিলেন মা (Son Suspects Mothers Character)। তা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ছেলে। তারপরই মাকে কুঠার চালিয়ে খুন করে সে। ঘটনাটি মাস কয়েক আগে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই টাউনশিপে। পুলিশের জানায় ছেলে প্রথম থেকেই মায়ের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতো। এনিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রবিবার রাতে খাওয়ার সময় ছেলে দেখতে পায় মা তার মোবাইল থেকে কারোকে মেসেজ করেছেন। তা দেখেই মাথায় আগুন চড়ে যায় ছেলের। ঘরে থাকা কুঠার নিয়ে মাকে আঘাত করে। কুঠারের আঘাতে মেঝেয় লুটিয়ে পড়েন মা। রক্তে ভেসে যায় মেঝে। ঘটনার সময় ঘরে পরিবারের আর কেউ ছিলেন না। গুরুতর জখম ওই মহিলাকে ভিওয়ান্দিতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।