পোস্টগুলি

Son Killed Mother : ছেলের মোবাইল থেকে অন্য কারোকে টেক্সট মেসেজ, কুঠার চালিয়ে মাকে খুন ছেলের!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: সতেরো বছরের ছেলের মোবাইলে অন্য কারোকে টেক্সট মেসেজ করছিলেন মা (Son Suspects Mothers Character)। তা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে ছেলে। তারপরই মাকে কুঠার চালিয়ে খুন করে সে। ঘটনাটি মাস কয়েক আগে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই টাউনশিপে। পুলিশের জানায় ছেলে প্রথম থেকেই মায়ের চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতো। এনিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রবিবার রাতে খাওয়ার সময় ছেলে দেখতে পায় মা তার মোবাইল থেকে কারোকে মেসেজ করেছেন। তা দেখেই মাথায় আগুন চড়ে যায় ছেলের। ঘরে থাকা কুঠার নিয়ে মাকে আঘাত করে। কুঠারের আঘাতে মেঝেয় লুটিয়ে পড়েন মা। রক্তে ভেসে যায় মেঝে। ঘটনার সময় ঘরে পরিবারের আর কেউ ছিলেন না। গুরুতর জখম ওই মহিলাকে ভিওয়ান্দিতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত ছেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Ban on Medicines : ফাইজারের চারটি জীবনদায়ী ওষুধ বিক্রি নিষেধ, কী কী দোষ খুঁজে পাওয়া গেল?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: ভারতে চারটি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ (Ban On Anti-Biotic Medicines) বিক্রি বন্ধের পাশাপাশি বাজার থেকে তুলে নিল আমেরিকার ম্যানহাটানের ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার । এগুলি হল ম্যাগনেক্স, ম্যাগনেক্স ফোর্ট, ম্যাগনামাইসিন ইঞ্জেকশন ও জোসিন। কনট্রাক্ট ম্যানুফ্যাকচারিং সাইট ওষুধ নির্মাতা সংস্থাকে জানিয়েছে তারা কিছু গরমিল খুঁজে পেয়েছে। কিছুদিন আগে অ্যাপোলো হসপিটালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ড.সুধীর কুমার ফিজার সংস্থার একটি চিঠি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। তাতে বলা হয়েছে স্থানীয় প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাল স্টেরিটেক প্রাইভেট লিমিটেড ওই অ্যান্টিবায়োটিকগুলি সাময়িকভাবে বিক্রি,বিতরণ ও সরবরাহ বন্ধ করার অনুরোধ জানিয়েছে। কারণ ওই অ্যান্টিবায়োটিকগুলি নিয়ে প্রস্তুতকারীর তদন্ত এখনও হয়নি। ফাইজার ভারতের চিকিৎসকদের জীবনদায়ী অ্যান্টিবায়োটিকগুলি, বিশেষ করে আইসিইউয়ে চিকিৎসাধীন রোগীদের ওপর প্রয়োগ না করার অনুরোধ জানিয়েছে। স্টকিস্ট, ডিস্ট্রিবিউটর ও হাসপাতালগুলিকে লেখা চিঠিতে পরবর্তী চিঠি না দেওয়া পর্যন্ত ওই অ্যান্টিবায়োটিকগুলি বিক্রি, বিতরণ ও তাঁদের কাছে থাকলে তা না ...

Pleasure Squad : বছরে পঁচিশটি তরতাজা, সেক্সি মহিলা চাই. কিম জং উনের প্লেজার স্কোয়াডে কোন সুন্দরীরা সুযোগ পান?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: তরতাজা,টগবগে কুমারী মেয়ে হলেই হবে না, হতে হবে সেক্সি. দমবন্ধ করা সুন্দরী। প্রতিবছরই তাঁর প্লেজার স্কোয়াডের জন্য গোটা দেশ ঢুঁড়ে এমনই চনমনে পঁচিশটি কুমারীকে জোগাড় করে আনে বেতনভোগী লোকজনেরা। তবে শুধু সুন্দরী, সেক্সি হলেই হবে না, যে পরিবারে তারা থাকে সেই পরিবার রাজনৈতিক দিক থেকে কোন আদর্শে বিশ্বাস করে, সেটাও খুঁটিয়ে দেখা হয়। আর এই প্লেজার স্কোয়াডের মালিক হচ্ছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন, যাকে নিয়ে সারা বিশ্বে কম তোলপাড় নেই। তাঁর আপাত সরল শিশুসুলভ মুখের আড়ালে রয়েছে পৃথিবীর ভয়ঙ্করতম নিষ্ঠুর এক শাসক। তাঁর প্লেজার স্কোয়াড নিয়ে হাঁটে হাঁড়ি ভেঙেছেন সেদেশ থেকে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসা এক প্লেজার স্কোয়াডের পরীক্ষায় না উতরোনো ইওনমি পার্ক। সে সুন্দরী হলেও পারিবারিক স্টেটাস পছন্দ হয়নি কিম জং উনের। পার্ক জানিয়েছে কিমের লোকেরা প্রতিটি স্কুলের ক্লাসরুমে ঢুঁ মেরে দেখে কিমের পছন্দমতো কোনও মেয়ে পাওয়া যায় কিনা। এমনকী স্কুলের ক্যাম্পাসেও চলে সুন্দরী মেয়ে খোঁজার কাজ। কোনও সুন্দরী মেয়ে দেখতে পেলে কিমের লোকজনদের প্রথম কাজ হল তার পারিবারিক স্টেটাস খ...

Furenal Agency : টাকা দিলেই শেষকৃত্যের সব কাজ করে দেবে এই সংস্থা!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: শেষকৃত্য সম্পন্ন করার সামগ্রীর বহু দোকান আপনি দেখেছেন। কিন্তু, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া কোনও সংস্থা দেখেছেন কি? মনে হয় দেখেননি। দেখে না থাকলে অবশ্যই দেখে নিন। খবরটি ফেসবুক সূত্রে পাওয়া। খবরটি যাচাই করা হয়নি। সদস্যদের এককালীন চাঁদা দিতে হবে সাইত্রিশ হাজার পাঁচশো টাকা। এর মধ্যে রয়েছে দাহকার্য, পণ্ডিত ও নাপিত। খাটিয়ায় কাঁধ দেওয়ার শবযাত্রী। রামনাম সত্য হ্যায় বা বলো হরি হরি বোল বলার লোক। অস্থি বিসর্জনেরও কাজ করে থাকে এই সংস্থা। মাত্র একবছরে সংস্থার সম্ভাব্য লাভের পরিমাণ ৫০ লাখ টাকা। সংস্থার প্রফিট টার্গেট বছরে ২০ কোটি টাকা। আশা করা হচ্ছে আগামী কয়েকবছরের মধ্যে ২০ হাজার কোটি টাকার সংস্থায় পরিণত হবে। আজকের নিষ্ঠুর সময়ে সম্পর্ক বজায় রাখা অথবা টিকিয়ে রাখার মতো পর্যাপ্ত সময় কারো হাতে নেই। সংস্থাটি মাত্র এক বছরের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করে ফেলেছে। আগামী দিনে পাড়ায় পাড়ায়,, অলিতে গলিতে গজিয়ে উঠতে চলেছে এমন হাজার কম্পানি। পিতামাতার সঙ্গে সন্তানের দূরত্ব অহরহ বেড়েই চলেছে। ভেঙ্গে চলেছে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের বাঁধন।। এ...

Woman survives by eating powder : রোজের খাবারে অরুচি, এই তরুণী দুবেলা শুধু বেবি পাউডার খেয়ে বেঁচে আছেন!

ছবি
নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন স্যালাড, চাউমিন, চিকেন, ফল খান সবাই। সঙ্গে জুস, পানীয়। কিন্তু না, তিনি এসব খান না। তিনি খেতে ভালোবাসেন জনসনের বেবি পাউডার! হ্যাঁ, ঠিক শুনেছেন। আমেরিকার লুইসিয়ানার নিউ অর্লিয়ান্সের সাতাশ বছরের ড্রেকা মার্টিন সারা বছর স্বাভাবিক খাবারের বদলে দুবেলা বেবি পাউডার খেয়ে রয়েছেন। এবং দিব্যি ভালো আছেন। আসলে নিজের সন্তানকে বেবি পাউডার ঢালার সময় উড়ে আলা বেবি পাউডার মুখে লাগতেই স্বাদটা তাঁর ভালো লেগে যায়। মুখে লাগার পর আস্তে আস্তে টের পান তিনি বেবি পাউডারের প্রেমে পড়ে যান ড্রেকা। ড্রেকা জানিয়েছেন তিনি রোজ ছশো তেইশ গ্রাম করে জনসনের আলোয় এবং ভিটামিন ই খান। তিনি স্বাভাবিক খাবার ছেড়ে বেবি পাউডার ভালোবাসেন। পাউডার খেতে কেন তাঁর ভালো লাগে, এ প্রশ্নের জবাবে ড্রেকা জানান, পাউডার মুখের মধ্যে খুব সুন্দরভাবে গলে যায়। তবে বেবি পাউডার খেতে ভালোবাসলেও তিনি যখন অন্তঃসত্ত্বা হয়েছিলেন, তখন অবশ্য পাউডার খাওয়া বন্ধ করেছিলেন। গত জানুয়ারি মাস থেকে প্রতিদিন চোদ্দ ডলার খরচ করে পাউডারের বোতল কিনে আসছেন ড্রেকা। এক বছরে এ বাবদ খরচ হয়েছে তিন হাজার সাতশো আশি ডলার। দাবি করেছেন পাউড...

Train Accidents In India: ভারতে দশটি ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, কবে কোথায়

ছবি
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার বিভীষিকার স্মৃতি উস্কে দিল। গত বছর এই জুন মাসেই ভয়াবহ দুর্ঘটনায় আড়াইশো জনের মৃত্যু হয়েছিল। মাস কয়েক আগে অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছেল ১৬ জনের। এদেশে মাঝেমাঝেই ট্রেন দুর্ঘটনা কেড়ে নিয়েছে শয়ে শয়ে প্রাণ। সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল ১৯৮১ সালের ছয় জুন, বিহারে। এই দুর্ঘটনা শুধু ভারতই নয়, বিশ্বে এটি ছিল ভয়াবহতম রেল দুর্ঘটনা (Deadly Train Accidents In India)। দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় আটশো জনের। কারো মতে, সাইক্লোনের কারণে দুর্ঘটনা ঘটেছিল। কেউ কেউ মনে করেন আচমকা বৃষ্টির জন্য দুর্ঘটনা ঘটেছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রেন লাইনে মোষ চলে আসায় চালক আচমকাই ব্রেক কষেন। তারপরই ঘটে যায় বিশ্বের ভয়াবহতম রেল দুর্ঘটনা। ট্রেন সোজা গিয়ে পড়ে নদীতে। ১৯৯৫ সালের কুড়ি আগস্ট ফিরোজাবাদের কাছে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। চালকের ভুলে পেছন থেকে কালিন্দী এক্সপ্রেসে ধাক্কা মারে। মৃত্যু হয় তিনশো আটান্ন জনের। এর ঠিক চার বছর পরে ১৯৯৯ সালে গাইসলে নর্থ ফ্রন্টিয়ার রেলের ক...

এনসিইআরটির সিলেবাস থেকে বাদ বাবরি মসজিদ !

ছবি
দ্য বেঙ্গলি নিউজরুম: রামমন্দিরের ধাক্কায় বাবরি মসজিদ বাদ এনসিইআরটির রাষ্ট্রবিজ্ঞানের পাঠক্রম থেকে। ১৯৯২ সালে অযোধ্যা থেকে বাবরি মসজিদকে চিরতরে উচ্ছেদ করতে ঝাঁপিয়ে পড়েছিল করসেবকরা। বাকিটা ইতিহাস। আর সেই অগ্নিগর্ভ পরিস্থিতিকে সুকৌশলে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। যদিও এবারের ভোটে সেই রাম তাদের রক্ষা করতে পারেনি। তাদের গর্জন থেমে গিয়েছিল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার বদলে ২৪১টি আসনে। চব্বিশের ভোটে যে অযোধ্যায় রামমন্দির কোটি কোটি টাকা খরচ করে বানিয়েছিল তাদের সরকার, সেই অযোধ্যায় হেরে গিয়েছে তাদের প্রার্থী। মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। কিন্তু সে যাই হোক, এবার এনসিইআরটির দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের পাঠক্রম থেকে বাদই দিয়ে দেওয়া হল বাবরি মসজিদকে। যেন কোনওদিনই অস্তিত্ব ছিল না ওই মসজিদের। রাষ্ট্রবিজ্ঞানের পাঠক্রমে যে তথ্য প্রকাশিত হয়েছে এবং এতদিন ধরে পড়ুয়ারা পরে এসেছে,তাতে লেখা ছিল ষোলশো শতাব্দীতে মোঘল সম্রাট বাবরের সেনাপতি মির বাকি বাবরি মসজিদ তৈরি করিয়েছিলেন। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে নতুন যে সিলেবাস প্রকাশ করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে এটি তিন গম্বুজের একটি কা...