Cow Urine Drink Controversy: গোমূত্র পান করে গরবা মণ্ডপে ঢুকুন, ভক্তদের কাছে আর্জি গেরুয়া নেতার!
)। দি বেঙ্গলি নিউজরুম: নবরাত্রি উৎসবে গরবা মণ্ডপে ঢোকার আগে ভক্তরা গোমূত্র পান করুন,বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি নেতার এমন অনুরোধ ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক, উঠেছে সমালোচনার ঝড় Cow Urine Drink Controversy। গেরুয়া শিবিরের আহ্বানকে মেরুকরণের রাজনীতির কৌশল বলে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস । গোমূত্র খেয়ে “আচমন”করার প্রস্তাব দিয়ে বিজেপির জেলা সভাপতি চিন্টু ভার্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন সনাতনী সংস্কৃতিতে এই আচমনের রীতির গুরুত্ব অপরিসীম। তিনি জানিয়েছেন আয়োজকদের তাঁরা যেন ভক্তদের গোমূত্র খেয়ে আচমন করার পর গরবা মণ্ডপে ঢোকার অনুমতি দেন। প্রসঙ্গত, হিন্দু ধর্মের রীতি অনুসারে আচমনের অর্থ ধর্মীয় আচার পালনের আগে এক চুমুক জল খেয়ে মন্ত্রোচ্চারণ করা। বিজেপির এহেন দাবির পেছনে যুক্তির কারণ জানতে চাওয়া হলে বিজেপি জেলা সভাপতি বলেন কখনও কখনও কিছু কিছু মানুষ এধরণের পবিত্র উৎসবে অংশ নিয়ে থাকেন, যা নিয়ে চর্চা, আলোচনা হওয়ার সুযোগ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। তাঁর কথায়, আধার কার্ডে কারিকুরি করা হতে পারে। তবে কেউ যদি সাচ্চা হিন্দু হন, তাহলে তিনি বা তাঁরা গোমূত্র পান করে গরবা মণ্ডপে ...