Online Fraud In Doctors Appointment: অনলাইনে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট, দেড় লাখ টাকা উধাও মহিলার!

(
) দি বেঙ্গলি নিউজরুম : দিন দিন বাড়ছে অনলাইনে প্রতারণার ঘটনা। রোজই কোথাও না কোথাও ঘটে চলেছে এমন ঘটনা। এমনকী ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে অনলাইনে বুক করার ব্যাপারেও প্রতারকরা প্রতারণা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি মুম্বইয়ে অনলাইনে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে গিয়ে মোটা টাকা খোওয়ালেন এক মহিলা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট থেকে জানা গিয়েছে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে একটি বেসরকারি সংস্থায় কর্মরত মহিলা চেম্বুরের এক হাসপাতালে এক ডাক্তারের সঙ্গে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে যান। বুক করার আগে তিনি অনলাইনে হাসপাতাল,চিকিৎসক সম্পর্কে তথ্য জেনে হাসপাতালের তালিকাভুক্ত চিকিৎসকদের নাম দেখে তাঁর বিশ্বাস হয় সবকিছু ঠিক রয়েছে। তিনি অবশ্য জানতেন না অনলাইনে যে ফোননম্বরগুলি দেওয়া রয়েছে,সেগুলি আসলে সাইবার ক্রিমিনালদের। তারা প্রতারণার করার উদ্দেশ্যে নম্বরগুলি অনলাইনে দিয়েছিল। তারপরই ওই নম্বরে ফোন করে বুক করতে গিয়েই জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে দেড় লাখ টাকা গায়েব হয়ে গিয়েছে। ফোনের ওপারে থাকা ঠগ কৌশলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানতে পেরে লোপাট করে দেয় মোটা অঙ্কের টাকা। পুলিশ জানিয়েছে ওই মহিলা চেম্বুর হাসপাতালের একজন চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট চেয়ে অনলাইনে পোস্ট করা প্রতারকের ফোনে ফোন করেন। তারপরই প্রতারণার শিকার হন ওই মহিলা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!