Cow Urine Drink Controversy: গোমূত্র পান করে গরবা মণ্ডপে ঢুকুন, ভক্তদের কাছে আর্জি গেরুয়া নেতার!

)। দি বেঙ্গলি নিউজরুম: নবরাত্রি উৎসবে গরবা মণ্ডপে ঢোকার আগে ভক্তরা গোমূত্র পান করুন,বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি নেতার এমন অনুরোধ ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক, উঠেছে সমালোচনার ঝড় Cow Urine Drink Controversy। গেরুয়া শিবিরের আহ্বানকে মেরুকরণের রাজনীতির কৌশল বলে সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস । গোমূত্র খেয়ে “আচমন”করার প্রস্তাব দিয়ে বিজেপির জেলা সভাপতি চিন্টু ভার্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন সনাতনী সংস্কৃতিতে এই আচমনের রীতির গুরুত্ব অপরিসীম। তিনি জানিয়েছেন আয়োজকদের তাঁরা যেন ভক্তদের গোমূত্র খেয়ে আচমন করার পর গরবা মণ্ডপে ঢোকার অনুমতি দেন। প্রসঙ্গত, হিন্দু ধর্মের রীতি অনুসারে আচমনের অর্থ ধর্মীয় আচার পালনের আগে এক চুমুক জল খেয়ে মন্ত্রোচ্চারণ করা। বিজেপির এহেন দাবির পেছনে যুক্তির কারণ জানতে চাওয়া হলে বিজেপি জেলা সভাপতি বলেন কখনও কখনও কিছু কিছু মানুষ এধরণের পবিত্র উৎসবে অংশ নিয়ে থাকেন, যা নিয়ে চর্চা, আলোচনা হওয়ার সুযোগ তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়। তাঁর কথায়, আধার কার্ডে কারিকুরি করা হতে পারে। তবে কেউ যদি সাচ্চা হিন্দু হন, তাহলে তিনি বা তাঁরা গোমূত্র পান করে গরবা মণ্ডপে ঢুকবেন। এ ব্যাপারে প্রস্তাব প্রত্যাখ্যানের কোনও প্রশ্নই নেই। এ ব্যাপারে মধ্যপ্রদেশের কংগ্রেসের মুখপাত্র নীলাভ শুক্লার মন্তব্য, বিজেপি গোরুদের আশ্রয়স্থলের দুর্দশা নিয়ে মোটেই চিন্তিত নয়। তারা এই ধরণের ইস্যু নিয়ে রাজনীতি করতেই ব্যস্ত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!