RG KAR-LARGER CONSPIRACY: বৃহত্তর ষড়যন্ত্র, সিবিআই কি পৌঁছতে পারবে আসল জায়গায় ?

বেঙ্গলি নিউজরুম: বৃহত্তম ষড়যন্ত্রের শিকার হয়েই কি প্রাণ দিতে হয়েছিল আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে?(Larger Conspiracy) রবিবার আরজি কর কাণ্ডে ধর্ষণ-খুনের ঘটনায় বৃহত্তম ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে সিবিআই। আর এই ষড়যন্ত্রে যুক্ত থাকতে পারে, এমন সন্দেহ করে গ্রেফতার করা হয়েছে টালা থানার অফিসার ইন চার্জ অভিজিৎ মণ্ডলকে। দুর্নীতির অভিযোগে গ্রেফতারের পর চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় যোগ থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকেও। এই দুজনের গ্রেফতারের পেছনে বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সারদা কেলেঙ্কারির তদন্তের সময়ও এমনই বৃহত্তর ষড়যন্ত্রের কথা জানিয়েছিল তারা। যদিও সারদা কেলেঙ্কারির তদন্ত একরকম ধামাচাপা পড়ে গিয়েছে। এবারও এই তদন্ত সেরকমভাবে ধামাচাপা পড়ে যাবে কিনা, তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। তাদের বক্তব্য, সিবিআইয়ের সাফল্যের হার মোটেও ভালো নয়। এর আগে একাধিক তদন্ত শেষপর্যন্ত কোনও রহস্যভেদ করতে পারেনি। তদন্তের কাজে দীর্ঘসূত্রিতাই এভাবে একসময় হারিয়ে গিয়েছে মানুষের মন থেকে। এবারও কি তারই পুনরাবৃত্তি হতে পারে, এমন প্রশ্ন এখন ঘোরাফেরা করছে অনেকের মনে। তবে বৃহত্তর ষড়যন্ত্র বলতে কি বোঝাতে চেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা? তবে কি গোটা স্বাস্থ্য ব্যবস্থায় বিস্ময়কর দুর্নীতির সুতো একেবারে ওপর তলার হাতে? সিবিআই যদি তদন্ত চালিয়ে সেই রহস্য ভেদ করতে পারে,তাহলে কি সেই চূড়োয় পৌঁছতে পারে। যে চূড়োয় বসে থাকা লোকজনদের কথা প্রকাশ্যে এলে গুড়িয়ে যাবে শাসকদলের প্রতিরোধ? কারো কারো মতে, ওপরমহলের বরাভয় না থাকলে এতবড় দুর্নীতি করা সম্ভব নয়। এখন ওপরতলার রহস্য কিভাবে সিবিআই ভেদ করে, এখন সেটাই দেখার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!