RG KAR AGITATION : আরজি কর : প্রতিবাদী আন্দোলনের গতিমুখ কোনদিকে, প্রমাদ গনছে শাসকদল
দি বেঙ্গলি নিউজরুম: বুধবার রাতে সম্পূর্ণ অন্য এক বাংলাকে দেখল সবাই। যে বাংলার সঙ্গে কোনওদিনই পরিচিত ছিল না সবাই। কাতারে কাতারে মানুষ মোমবাতি নিয়ে সামিল হয়েছিলেন প্রতিবাদ মিছিলে। সবার মুখে একই স্লোগান- উই ওয়ান্ট জাস্টিস, যার জন্য গত কুড়ি দিন ধরে মাথা খুঁড়ে মরছে বাংলার মানুষ। আর এই আবহে ঘুরে বেড়াচ্ছে প্রশ্ন, ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল ( State Government At Trouble) এনেও শেষরক্ষা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরজি কর কাণ্ডে প্রশাসনের একের পর এক গাফিলতি সামনে আসায় কার্যতই বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস। একের পর এক দু্র্নীতিতে বিদ্ধ বর্তমান সরকার আরজি কর কাণ্ডে এই মুহূর্তে কঠিনতম চ্যালেঞ্জের মুখে,যে চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কোনদিকে এগোয় বা কী দিকনির্দেশ করে,এখন সেদিকেই তাকিয়ে রাজ্যের মানুষ। আর কোনও রাজনৈতিক দলের পতাকা ছাড়াই সারা রাজ্যে আরজি কর কাণ্ডে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ-আন্দোলনের অভিমুখ নিয়ে রীতিমতো চিন্তায় শাসকদল, যাতে সিঁদূরে মেঘ দেখতে পাচ্ছেন শীর্ষনেতৃত্ব।
লাগাতার আন্দোলন-প্রতিবাদের গর্জনে আরজি কর কাণ্ডে কার্যত বিপর্যস্ত তৃণমূল সরকারের অন্দরেই ক্রমশ ঘনীভূত হচ্ছে ক্ষোভ। সাংসদ সুখেন্দুশেখর রায় কার্যতই বিদ্রোহের ডাক দিয়েছেন। জনতার এমন আন্দোলনের সঙ্গে ফরাসি দেশের বাস্তিল দুর্গের পতনের সঙ্গে তুলনা টেনে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন নেতৃত্বকে। এর আগেই আরজি কর কাণ্ড নিয়ে কামান দেগে শীর্ষনেতৃত্বের বিষনজরে পড়েছেন প্রাক্তন সাংসদ শান্তনু সেন।
মমতার উদ্বেগ বাড়িয়ে বুধবার রাতদখল কর্মসূচিতে মৃত তরুণী চিকিৎসকের পরিবার পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উগড়ে দিয়েছে। তাড়াহুড়ো করে তাদের মেয়ের তড়িঘড়ি দেহদাহ থেকে টাকা দিয়ে রফার অভিযোগ প্রকাশ্যে আসায় কলকাতা পুলিশের বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর আগেই দাবি উঠেছিল কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ। নির্যাতিতার পরিবারের এমন বেনজির অভিযোগের পর পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর বঙ্গবাসীর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন