RG Kar : Mamata Will Resign ? আরজি কর: তুঙ্গে জনরোষ, আগামী সপ্তাহেই ইস্তফা দিচ্ছেন মমতা ?
আরজি কর: তুঙ্গে জনরোষ, আগামী সপ্তাহেই ইস্তফা দিচ্ছেন মমতা ?
দি বেঙ্গলি নিউজরুম: আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় এই মুহূর্তে অগ্নিগর্ভ গোটা রাজ্য। ঘটনার পঁয়ত্রিশদিন পরেও তিলোত্তমার বিচারের দাবিতে প্রতিবাদ আন্দোলন ছড়িয়ে পড়েছে শহরের উত্তর থেকে দক্ষিণ। শনিবার মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় যোগ থাকার অভিযোগে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই তীব্রতর হয়েছে জনরোষ। আদালতে তথ্য প্রমাণ লোপাট ও বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ এনেছে সিবিআই। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির আগে রবিবার গোটা শহর ভেঙে পড়েছে প্রতিবাদ-আন্দোলনে। সবার একটাই দাবি, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চাই, যে দাবিতে গত পঁয়ত্রিশ দিন আগে থেকে পথে নেমেছিলেন আন্দোলনকারীরা। এদিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে সমর্থনে বৃষ্টি মাথায় নেমে সামিল হন তাঁরা। অন্যদিকে ইতিমধ্যেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তৃতীয়বারের বৈঠক ভেস্তে যাওয়ায় পরিস্থিতি জটিলতর আকার নিয়েছে পরিস্থিতি। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দেওয়ার বিষয়টি সামনে এসে পড়েছে। নির্ভরযোগ্য সূত্রের খবর, পরিস্থিতি ক্রমশ আয়ত্তের বাইরে চলে যাওয়ায় পদত্যাগ করতে পারেন মমতা। এর আগে ইস্তফা দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের অনুমান পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে গিয়েছে ধরে নিয়ে কঠিনতম সিদ্ধান্ত নিতে পারেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। এমন পরিস্থিতিতে পাশে নেই সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার ধর্ষণ-খুনের ঘটনায় প্রশাসনের কঙ্কাল বেরিয়ে এসেছে। সেই অভিঘাত সামাল দিতে না পেরে কুর্সি থেকে সরে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন