Taj Mahal Trailing ? আগ্রার এই স্মৃতিসৌধ সমানে পাল্লা দিচ্ছে তাজমহলের সঙ্গে!

দি বেঙ্গলি নিউজরুম: তাজমহল তৈরি করতে লেগেছিল বাইশ বছর। আর তাজমহল থেকে বারো কিলোমিটার দূরে সোয়ামি বাগে রাধাসোয়ামি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার স্মৃতি সৌধ তৈরি করতে লেগেছে একশো চার বছর। আর সেই চোখ ধাঁধানো সৌধ ইদানীং পর্যটকদের মন কেড়ে নিতে চলেছে। কারো কারো মতে তাজমহলের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে সোয়ামি বাগের রাধাসোয়ামি স্মৃতি সৌধ। সাদা মার্ভেলের তৈরি কাঠামোকে চাক্ষুষ করতে প্রতিদিনই দলে দলে আসছেন সেখানে। পর্যটকরা প্রায়শই এই স্মৃতিসৌধের সঙ্গে শাহজাহানের তাজমহলের তুলনা টেনে থাকেন। যাঁরা আগ্রা ঘুরতে আসেন তাঁদের কাছে এই চোখ ধাঁধানো স্মৃতিসৌধ দেখার আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে। অনেকেই তাজমহলের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এই স্মৃতিসৌধের তুলনা টানেন। মোঘর আমলের সৌধের শহর বলে পরিচিত আগ্রায় এই স্মৃতিসৌধের স্থাপত্য সমানে পাল্লা দিচ্ছে বলে অনেকের মত। তাজমহল তৈরি করতে যেমন বাইশ বছর লেগেছিল, তেমনই তা তৈরি করতে মোঘল সম্রাট শাহজাহান নিয়োগ করেছিলেন কয়েকহাজার দক্ষ কারিগরকে। ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যাবে ওই বিপুল সংখ্যক কারিগর, শিল্পীকে একরকম চোখ রাঙানি দিয়ে তাজমহল তৈরির কাজে নিয়োগ করা হয়েছিল। আর সোয়ামি বাগের এই স্মৃতিসৌধ তৈরি করতে সময় লেগেছিল একশো বছরেরও বেশি। এটি উৎসর্গ করা হয়েছে রাধাসোয়ামির অনুগামী পরমপুরুষ পুরণস্বামী ধ্যানী স্বামীজী মহারাজকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!