দু মাস ধর্মতলা-সহ মধ্য কলকাতায় ১৬৩ ধারা, তালিবানি শাসনে শহর?

দি বেঙ্গলি নিউজরুম: আরজি কর কাণ্ডের প্রতিবাদের ( Restriction On RG Kar Protest) গর্জনে রাশ টানতে তালিবানি পদক্ষেপ শাসকের? তরুণী-চিকিৎসকের ধর্ষণ-খুনের দেড় মাস পরেও গোটা রাজ্যে এখনও টানটান প্রতিবাদ। পথে নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ। সবার মুখে একটাই দাবি তরুণী-চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চাই। এরই মধ্যে প্রশাসনকে সামলাতে হয়েছে নবান্ন অভিযান থেকে শুরু করে জুনিয়ার চিকিৎসকদের আন্দোলন। তদন্তে নেমেছে সিবিআই। আরজি করকে ঘিরে প্রতিদিনই পর্দাফাঁস হচ্ছে নতুন নতুন দুর্নীতির। এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদের রাশ টানতে ২৫ সেপ্টেম্বর থেকে নভেম্বরের ২৬ তারিখ পর্যন্ত ধর্মতলা-সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জারি হয়েছে ১৬৩ ধারা। অর্থাৎ ওই এলাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। কলকাতা পুলিশ কমিশনারের এহেন নয়া ফতোয়া ঘিরে শুরু হয়েছে কড়া সমালোচনার ঝড়। ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে বৃহস্পতিবার পথে নেমেছিল বামেরা। ক্ষোভে ফুটছে নাগরিক সমাজ। প্রতিবাদে মুখর হয়েছে আইনজীবী থেকে চিকিৎসক মহল। প্রশ্ন উঠেছে নাগরিকদের সাংবিধানিক অধিকার অস্বীকার করে এহেন ফতোয়া কীভাবে জারি করতে পারে প্রশাসন। অনেকেরই মনে দানা বেঁধেছে তবে কি তালিবানি শাসনের ছায়া অনুসরণ করতে চলেছে রাজ্যের তৃণমূল সরকার? এরপর কি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কলকাতা পুলিশের এমন বিজ্ঞপ্তির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিএম। আদালতের দ্বারস্থ আইনজীবীরাও। সবমিলিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন দমাতে শাসকের এ ধরণের কড়া পদক্ষেপকে তালিবানি শাসনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন বহু মানুষ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!