Mamata Govt Will Survive ?মমতাকে বাঁচালো বন্যা নাকি অন্য কোনও কারণ? গদি বাঁচাতে কাজ করল কোন মন্ত্র
দি বেঙ্গলি নিউজরুম: আরজি কর কাণ্ডের গেরো থেকে এবারের মতো রেহাই পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? তরুণী চিকিৎসকের ধর্ষণ-মুক্তি নিয়ে তোলপাড়ের মধ্যেই তৃণমূল সরকারের অস্তিত্ব এ যাত্রায় বেঁচে গেল ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতির দৌলতে, এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল। আরজি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ চললেও রাজ্যবাসীর নজর এখন বন্যার ভয়াবহতার দিকে। যদিও আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই। সিবিআইয়ের তদন্তও চলছে। তবে দেড় মাস পরে প্রতিবাদ-বিক্ষোভ চললেও সামনে পুজো চলে আসায় সেই তীব্রতার ঝাঁঝ কিছুটা হলেও কমেছে বলে মনে করছেন অনেকেই। আর এই পরিস্থিতিকে সামনে রেখে ঘুরে দাঁড়াবার চেষ্টা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
সূত্রের খবর আরজি কর কাণ্ডের শুরুতে প্রতিবাদের তীব্রতায় তৃণমূল সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ব্যাকফুটে চলে যায়। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডে একে একে স্বাস্থ্য দফতরের চোখ কপালে তোলা দুর্নীতির পর্দাফাঁস হওয়ায় সরকারের বিশ্বাসযোগ্যতা একেবারে তলানিতে চলে যায়। সরকারের পদত্যাগ তথা মুখ্যমন্ত্রী পদ থেকে মমতার ইস্তফার দাবি জোরালো হয়ে ওঠে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে দু একদিনের মধ্যে ইস্তফা দিতে চলেছেন মমতা। এমনকী আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের কাছেও তিনি বলেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে রাজি। যদিও তাঁর এমন কথাকে অনেকেই ইমোশনাল ব্ল্যাকমেল বলেও মনে করেছিলেন।
তবে ইস্তফা দেওয়ার ইচ্ছেপ্রকাশকে আমল দেননি মানুষজন। রাজনৈতিক মহলের ধারণা, পরিস্থিতি যতই ঘোরালো হোক, এই মুহূর্তে মমতা তথা তৃণমূল সরকারের বিদায় রাজ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। কারণ দুর্নীতি বা অনিয়ম যাই থাকুক না কেন, এখনই তাঁর বিকল্প হিসেবে কারোকেই মুখ্যমন্ত্রী পদে বসাতে রাজি নন অনেকেই। তাই প্রতিবাদ যতই তীব্র হোক, সমালোচনার ঝড় যতই আছড়ে পড়ুক, এ যাত্রায় মমতা ছাড় পেয়ে যেতে পারেন। কিছুটা তাঁর ক্যারিশমা, কিছুটা একাধিক প্রকল্পের দৌলতে তাঁকে সরিয়ে অন্য কারোকে মুখ্যমন্ত্রী হিসেবে বসাতে রাজি নন বাংলার মানুষ। এমনকী বামপন্থী নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও স্বীকার করেছেন মমতা কোনওভাবেই গদিচ্যুত হবেন না। আসলে এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে কারোকেই এ রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর পদে আসীন দেখতে চান না। এর পেছনে কি মমতার ক্যারিশমা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে চলছে জোর চর্চা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন