Acid Victims In India : দেশে অ্যাসিড হামলার শীর্ষে পশ্চিমবঙ্গ, বলছে তথ্য

দি বেঙ্গলি নিউজরুম: দেশে অ্যাসিড হামলার ঘটনায় শীর্ষে পশ্চিমবঙ্গ। আর ঠিক তারপরই যোগীরাজ্য। অ্যাসিড হামলা নিয়ে ২০২৩ সালে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত তথ্যে এই কথা জানা গিয়েছে। তথ্য জানাচ্ছে ২০১৮ সাল থেকে ২০২০ সালের মধ্যে মোট ৬৫৯টি (acid attack victims) ঘটনা নথিভুক্ত করা হয়েছে। যদিও কেন্দ্র এ ধরণের ঘটনায় রাশ টানার জন্য বর্তমান আইনকে সামনে রেখে জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবু এ ধরণের ঘটনা কোনওভাবেই বন্ধ করা সম্ভব হচ্ছে না। বরং তা বেড়েই চলেছে। ওই বছরগুলির মধ্যে শুধু পশ্চিমবঙ্গেই ১৬০টি ঘটনা ঘটেছে। এরপরই রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। ওই রাজ্যে এ ধরণের ঘটনার সংখ্যা ১১৫টি। ওডিশায় ৩৫টি। এরপর রয়েছে মধ্যপ্রদেশ। সে রাজ্যে অ্যাসিড হামলার সংখ্যা ৩৪টি। নীতীশকুমারের বিহারে ৩০টি, আপ শাসিত পঞ্জাবে ২৯টি, গুজরাত ও কেরলে ২৭টি, দিল্লিতে এমন হামলার ঘটনার সংখ্যা ২৩টি। কেন্দ্রীয় সরকারের তথ্য থেকে জানা গিয়েছে ওই তিন বছরে অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিমে কোনও অ্যাসিড হামলার ঘটনা ঘটেনি। আন্দামান নিকোবর, দাদরা নগর হাভেলি,দমন ও দিউ এবং লাক্ষাদীপ, পুদুচেরিতেও কোনও হামলার ঘটনা নথিভুক্ত হয়নি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!