TMC Government In Trouble :আরজি কর : এবার কি “খেলা হবে” স্লোগানই বুমেরাং হতে চলেছে তৃণমূলের দিকে?
দি বেঙ্গলি নিউজরুম: শাসক দলের প্রতি কি আস্থা হারাচ্ছেন রাজ্যের মানুষ?(Are People loss Trust On Tmc Government ) আরজি কর কাণ্ডে প্রতিবাদ যত তীব্র হচ্ছে, ততই এই প্রশ্ন সামনে চলে আসতে শুরু করেছে। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিদিনই সমাজের বিভিন্ন স্তরের মানুষ প্রতিবাদ জানিয়ে পথে নামছেন। পাল্টা হিসেবে প্রতিবাদীদের নিশানা করে আক্রমণের পর আক্রমণ শানিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। কোথাও চালানো হচ্ছে হামলা। কোথাও রক্তচোখে হুমকি দিয়ে শাসানো হচ্ছে প্রতিবাদীদের (Tmc Leaders Threat To Protestors)। কিন্তু সেসব উপেক্ষা করেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রাস্তায় নামছেন মানুষ। এবং তা স্বতঃস্ফূর্ত। যদিও এই স্রোতের মতো প্রতিবাদ মিছিলকে গেরুয়া-লাল রঙে রাঙিয়ে দিয়ে চলেছে শাসকদল। তারা বলে চলেছে আন্দোলনকে সামনে রেখে চোরাগোপ্তাভাবে উস্কানি দিয়েছে চলেছে বামেরা। সবমিলিয়ে আরজি কর কাণ্ডে প্রবল চাপের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
ইতিমধ্যেই গুরুতর প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসনের বিশ্বাসযোগ্যতা। যা নিয়ে গত শুনানিতে দেশের শীর্ষ আদালতের বিচারপতিরা কার্যত ধুইয়ে দিয়েছে এ রাজ্যের প্রশাসনকে। প্রশ্ন উঠেছে মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে কেন এত ভয় পাচ্ছে এ রাজ্যের সরকার? কেন পাল্টা প্রতিবাদে নেমে পেশিশক্তির আস্ফালন দেখাতে হচ্ছে নেতা-বিধায়ক মন্ত্রীদের? এই প্রশ্ন বারবার সামনে চলে আসায় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কঠিনতম চ্যালেঞ্জের মুখে শাসক তৃণমূল কংগ্রেস। বারবার দাবি উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের। আরজি কর কাণ্ডের পরই স্বাস্থ্যক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির পর্দাফাঁস হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে মুখ্যমন্ত্রীর দিকে যিনি এ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও বটে। এই পরিস্থিতিতে মমতা কি করেন, তার দিকেই তাকিয়ে রাজ্যের মানুষ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন