RG Kar Incident Latest:পায়ের তলার মাটি সরছে শাসকের, বাড়ছে সংশয়...

দি বেঙ্গলি নিউজরুম: তীব্র হচ্ছে প্রতিবাদের গর্জন, ক্রমশ কোণঠাসা হচ্ছে শাসকের প্রতিবাদ। আরজি কাণ্ডের(RG kar Incident ) তিন সপ্তাহ পরেও কলকাতা তথা দেশ জুড়ে ক্রমশ তীব্র হচ্ছে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের সুবিচারের দাবি। কোথাও রাত জেগে, কোথাও পথে নেমে চলছে প্রতিবাদ। আক্রমণের নিশানায় শাসক দল। কোথাও আবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে দেরি নিয়ে সোচ্চার হচ্ছেন কেউ কেউ। ইতিমধ্যেই নবান্ন অভিযানে নেমে বিচারের দাবিতে তোলপাড় করেছে পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। পাল্টা প্রতিবাদের রাস্তায় নেমেও নাগরিক প্রতিবাদকে নিজেদের দখলে আনার চেষ্টা করেও হিমশিম খেতে হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকারকে। নাগরিক সমাজের প্রতিবাদের দাপটে কার্যত কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রবিবার সারারাত শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় ধরনায় সামিল হয়েছিলেন হাজার হাজার মহিলা। তাতে হাতে ছিল না কোনও দলের পতাকা। সামিল হয়েছিলেন সংস্কৃতি জগত তথা টলিউডের তারকা। আর এরই মধ্যে প্রতিবাদী মানুষের জমায়েত-বিক্ষোভকে ফরাসি দুর্গের বাস্তিল দুর্গের পতনে সঙ্গে তুলনা টেনেছেন শাসক দলেরই সাংসদ। তার আগে আরজি কর নিয়ে সোচ্চার প্রতিবাদে মুখর হয়েছিলেন দলেরই শান্তনু সেন। সব মিলিয়ে আরজি কর কাণ্ড রাজ্যের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!