পোস্টগুলি

Toxic Palmistry : তোমার আয়ু বেশিদিন নেই, বৃদ্ধা জ্যোতিষীর চকোলেট খেয়ে মৃত্যু মহিলার!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : তিনি আর বেশিদিন বাঁচবেন না।  তাঁর হাত দেখে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন  এক বৃদ্ধা হস্তরেখাবিদ। তারপর তাঁকে একটি চকোলেট খেতে দিয়েছিলেন। সেই চকোলেট খাওয়ার পরই বমি করতে শুরু করেছিলেন বছর সাতাশের ব্রাজিলের সেই মহিলা। গুরুতর অসুস্থ হয়ে পড়া ফারনান্দা সিলভা ভালোজ ডা ক্রুজ পিন্টো নামে মহিলাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। ফারনান্দোর ভাগ্নি বিয়াঙ্কা ক্রিশ্টিনা গ্লোব ওয়ানকে জানিয়েছেন চকোলেট খাওয়ার পর বমি করতে শুরু করে। চোখ দুটো ঝাপসা হয়ে যায়। তারপরই নেতিয়ে পড়ে শরীর। কয়েকঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।     দুঃখজনক ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। সেদিন ফারনান্দা মাসিও সিটি সেন্টারের করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ম্যাসিও সিটি সেন্টারকে হস্তরেখাবিদদের মক্কা বলে হয়ে থাকে। সেসময়ই এক সন্তানের মা ফারনান্দোকে থামিয়ে দেন এক বৃদ্ধা। তিনি তাঁর হাত একটি বারের জন্য দেখতে চান। বৃদ্ধার প্রস্তাবে রাজি হয়ে হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। বৃদ্ধা হস্তরেখাবিদ তাঁর হাত খুঁটিয়ে দেখে বলেন ফারনান্দোর আয়ু বেশ...

Pet Cat Sets On Fire House: গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিল পোষা বেড়াল!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ফ্ল্যাটে ঢুকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল পোষা বেড়ালটি । মাঝেমাঝে শরীরের কসরত করে খেলাও করছিল সে, যেমনটা রোজ করে। সেরকমই খেলতে খেলতে কিচেনে ঢুকে পড়েছিল। আসলে বড্ড খিদে পেয়েছিল তার। খাবার খুঁজতে খুঁজতে ঘুরিয়ে দিয়েছিল ইনডাকশন কুকারের সুইচ। আর তার কেরামতিতে চালু গিয়েছিল কুকার। তারপরই লঙ্কাকাণ্ড! দোতলার ফ্ল্যাটে ধরে যায় আগুন। দাউদাউ আগুনে পুড়ে যায় গোটা ফ্ল্যাটটি।   আগুন লাগার খবর ফ্ল্যাট মালিককে ফোন করে জানান পড়শি ফ্ল্যাটের মালিক। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ফ্ল্যাট পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে।   বেড়ালটি যখন ফ্ল্যাটের ভেতর ঘুরে বেড়াচ্ছিল তখন ফ্ল্যাটের মালিক কোথায় ছিলেন ? সংবাদপত্রের রিপোর্ট থেকে জানা গিয়েছে ডানডান নামে ওই ফ্ল্যাটের মালিক বাইরে কোথাও মহাযোগ করছিলেন। সেসময়ই ফোন করে তাঁকে জানানো হয় তাঁর ফ্ল্যাটে কোনও ঘটনা ঘটেছে। প্রোপার্টি ম্যানেজমেন্ট স্টাফেরা ফোন করে জানান জলদি আসুন, আপনার ফ্ল্যাটে আগুন ধরেছে। খবর পেয়ে দৌড়ে আসেন মালকিন। এসে দেখেন তাঁর ফ্ল্যাট পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ফ্ল্যাটের প্রায় কিছু পুড়ে ছাই।   ডা...

Marriage In the Sky: আকাশে উড়তে উড়তে মালাবদল বর-কনের, হাজির নিয়ন্ত্রিতরাও!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : সবার কাছেই বিয়েটা বিশেষ একটা ব্যাপার। জীবনে এমন মুহূর্ত একবারই আসে। যদিও কেউ কেউ দুবার বা তিন বার বিয়ের পিঁড়িতে বসেন। মালাবদল করেন। তবে অনেকে আবার জীবনের স্মরণীয় মূহুর্তকে মনের মণিকোঠায় রেখে দিতে এমন কিছু করেন,যা চেনা পরিচিতদের সারাজীবনে সেই স্মৃতি থেকে যায়। আর সেই বিয়েটা যেন বাকি সব বিয়ে থেকে অন্যরকম হয়। এমনই এক মহিলা মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে আকাশে বোয়িং ৭৪৭ বিমানকে বিয়ের আসর বানিয়ে মালা বদল করলেন জীবনসঙ্গীর সঙ্গে। মহিলার নাম বিধি পপলি ও বরের নাম হৃদেশ সাইনানি।      বিমানে তিনশো জনেরও বেশি অতিথি ধোপদুরস্ত পোশাক পরে সামিল হলেন সেই চমকে দেওয়া বিয়ের আসরে। বিমান উড়ে গেল দুবাই থেকে ওমান। দুবাইয়ের ব্রিউ নিউজ এ খবর জানিয়েছে। লালরঙের ফেরারিতে চড়ে টারম্যাকে বিয়ে করতে বর এসেছিল বরাত নিয়ে। বিমান দুবাইয়ের বেসরকারি টার্মিনাল জেটেক্স থেকে বর-বউ ও অতিথিদের নিয়ে উড়ে যায় ওমানে। তিন ঘণ্টার সফরে অতিথিদের সাত তারকা হোটেলের খাবার দেওয়া হয়েছিল। বিমানের আসনগুলো বিয়ের থিম মেনে বদল করা হয়েছিল এবং বিয়ের অনুষ্ঠান দেখতে প্রোজেক্টর বসানো হয়েছিল। তিরিশ...

Safety of Bank Locker : আপনার সম্পদ ব্যাঙ্কের লকারে কতটা সুরক্ষিত? কোন পরিস্থিতিতে মিলবে না ক্ষতিপূরণ?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম  : বাড়িতে না রেখে সোনা,রূপো, নগদ টাকা সুরক্ষিত রাখতে ভারতের লক্ষ লক্ষ মানুষ সেগুলো ব্যাঙ্কের লকারেই রেখে থাকেন, যাতে তা নিরাপদে থাকে। ব্যাঙ্কের ভল্টগুলি তৈরি করা হয়ে উচ্চ মাত্রায় নিরাপদ ধাতু দিয়ে যাতে মূল্যবান জিনিসগুলি উপযুক্ত নিরাপত্তায় রেখে দেওয়া সম্ভব হয় (Bank locker Safety)। গ্রাহকেরাও শান্তিতে ঘুমোন সোনাদানা,টাকা পয়সা নিরাপদে আছে বলে। তবে চুরি, আগুন, বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের মূল্যবান জিনিসগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যদি কোনও গ্রাহকের মূল্যবান জিনিসগুলি ব্যাঙ্ক লকারে রাখার পর বন্যা , ভূমিকম্প, চুরি, দাঙ্গা, সন্ত্রাস হামলা বা গ্রাহকের অবহেলায় নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়, সবাই আশা করেন এই ক্ষতি ব্যাঙ্কগুলিই পূরণ করবে। তারাই দায়িত্ব নেবে। কিন্তু ঘটনা তা নয়। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানাচ্ছে লকারে রাখা মূল্যবান সোনারূপো,টাকা পয়সার ব্যাপারে ব্যাঙ্ক কোনওভাবেই দায়ী থাকবে না। তবে আগুন, চুরি,ডাকাতি, ব্যাঙ্ক ভবনে ধস, বা ব্যাঙ্কের কোনও কর্মীর প্রতারণামূলক কাজকর্মে ব্যাঙ্কের দায়বদ্ধতা কেবল লকারের সারাবছরের ভাড়া একশো গুণের সমান ক্ষতিপূরণ হবে। ক...

ফ্রিজে রাখা চিকেন নুডলস খেয়ে কিডনি বিকল তরুণের!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক :  রাতে হোটেল থেকে আনা খাবারের বাকি অংশ ফ্রিজে রেখে দিয়েছিল বন্ধু ( Remains Of Chicken-Noodles) । সেই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল উনিশ বছরের এক ছাত্রকে। ওই নুডলস চিকেন খাওয়ার পর প্রচণ্ড জ্বরের ( High Fever) পাশাপাশি সারা রাত প্রবল শারীরিক অস্বস্তির পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার জীবন বাঁচাতে বাদ দিতে হল ওই তরুণ ছাত্রের হাতের অংশ! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রিটেনে  (Britain) । ফ্রিজে রেখে দেওয়া চিকেন নুডল খাওয়ার পর ভয়ঙ্কর শ্বাসকষ্ট থেকে পেটে ভয়ানক যন্ত্রণা শুরু হয়। সারা শরীরে দাগ ফুটে ওঠে। ধূসর হয়ে যায় ত্বক। হৃদস্পন্দনের গতি দাঁড়ায় প্রতি মিনিটে ১৬৬। তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়।  চিকিৎসকরা জানিয়েছেন ওই অসুস্থ ছাত্রের কোনও ধরণের এলার্জি ছিল না। এমনকী  সে মদও খায় না। টানা কুড়ি ঘণ্টা ধরে প্রবল কষ্ট চলার পর তার সেই ভয়ঙ্কর যন্ত্রণা,অস্বস্তি দূর হয়। চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসার আগে ছাত্রটির পেটে অসম্ভব ব্যথা হচ্ছিল আর চামড়ার রং বিবর্ণ হয়ে গিয়েছিল। যে ব্যাকটেরিয়া থেকে তার এমন অবস্থা সেটি হল নেইসেরিয়া ...

Ghost Presence In Bhangarh : ভানগড়ের দুর্গে কি সত্যিই অশরীরীর দেখা মেলে ?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ভাঙাচোরা বড় বড় পাথরের তৈরি খিলান পেরিয়ে পোড়ো দুর্গের গভীর অন্ধকারে পা দিলেই ছমছম করে ওঠে শরীর। অথচ বাইরে তখন যথারীতি ঝলমল করছে দিনের আলো । কিন্তু সেখানে রোদ থাকলেও দুর্গের ভেতর আলো নেই একফোঁটাও । ঝুল , মাকড়সায় ভরা ঘরের কোণ থেকে একদল চামচিকে উড়ে গেল ডানা ঝাপটাতে ঝাপটাতে। একটা চাপা , ফিসফিসানি কি শোনা যাচ্ছে ? কানের পাশ দিয়ে কি কারও দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন ? আপনি যদি খুব সাহসী হন , আপনার সঙ্গীও যদি আপনার মতো সাহসী হন , তাহলে একটু অপেক্ষা করুন। তবে দেখবেন , কিছুক্ষণ পরেই আপনার এবং আপনার সঙ্গীর গা কিন্তু একটু ছমছম করে উঠছে। তারপর হয়তো মনে হবে , নাহ , আর বেশি দূর না এগোনোই বুদ্ধিমানের কাজ। কে জানে কখন আবার কোন ঘটনার মুখোমুখি হতে হয় । এই গাঢ় গভীর অন্ধকার মোটেই ভালো ঠেকছে না। এবার মানে মানে করে ফিরে যাওয়াটাই ভালো।   মরুরাজ্য রাজস্থানের ভানগড়ের আজবগড় । সেই আজবগড়ের গভীর জঙ্গলের পাশে রয়েছে বিশাল পোড়ো এই দুর্গ , যা ভারতের ভয়ঙ্করতম ভুতুড়ে বাড়ি বলে পরিচিত। দিনের আলোয় পোড়ো দুর্গের ভেতরে ঢুকতে পারলেও সূর্যাস্তের পর আর ঢুক...

Wife Found Husband As Beggar: দশ বছর পর ভিক্ষুক অবস্থায় স্বামীকে ফিরে পেলেন স্ত্রী!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম :   সিনেমাকেও হার মানায়! দশ বছর ধরে নিখোঁজ স্বামীকে খুঁজে পেলেন স্ত্রী। যদিও নাটকীয়ভাবে ছেলেকে হাসপাতালে গিয়ে দেখানোর সময় সেখানে ভিক্ষুক বেশে ভিক্ষারত অবস্থায় খুঁজে পেলেন স্বামীকে।     সিনেমার চেয়েও রোমাঞ্চকর ঘটনটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। নিজের বাড়ির সামনে ছেড়া কাপড় পরা ভিক্ষুক বেশে আসার পর তাঁর স্ত্রী তাকে চিনতে পারেন। জড়িয়ে ধরেন তাঁকে। আনন্দে কাঁদতে থাকেন। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেকেই চোখের জল সামলাতে পারেননি। একুশ বছর আগে জানকী দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল মোতিচাঁদের নামে ওই ব্যক্তির ।       বালিয়া জেলার সিটি কোতোয়ালি এলাকার দেবকালী গ্রামে তাঁরা থাকতেন।   তাঁদের তিনটি সন্তান হয়।   মোতিচাঁদের মানসিক সমস্যা দেখা দেয়। দশ বছর আগে কারোকে কিছু না বলে আচকাই নিরুদ্দেশ হয়ে যান মোতিচাঁদ। জানকীদেবী ও আত্মীয়রা তন্নতন্ন করে খুঁজেও তাঁর হদিশ পাননি। জানকীদেবী একাই তিন সন্তানকে মানুষ করতে থাকেন। গত সোমবার ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন জানকী দেবী। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে একজন ছেড়া নোংরা কাপড় প...