Toxic Palmistry : তোমার আয়ু বেশিদিন নেই, বৃদ্ধা জ্যোতিষীর চকোলেট খেয়ে মৃত্যু মহিলার!
দি বেঙ্গলি নিউজরুম : তিনি আর বেশিদিন বাঁচবেন না। তাঁর হাত দেখে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন এক বৃদ্ধা হস্তরেখাবিদ। তারপর তাঁকে একটি চকোলেট খেতে দিয়েছিলেন। সেই চকোলেট খাওয়ার পরই বমি করতে শুরু করেছিলেন বছর সাতাশের ব্রাজিলের সেই মহিলা। গুরুতর অসুস্থ হয়ে পড়া ফারনান্দা সিলভা ভালোজ ডা ক্রুজ পিন্টো নামে মহিলাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। ফারনান্দোর ভাগ্নি বিয়াঙ্কা ক্রিশ্টিনা গ্লোব ওয়ানকে জানিয়েছেন চকোলেট খাওয়ার পর বমি করতে শুরু করে। চোখ দুটো ঝাপসা হয়ে যায়। তারপরই নেতিয়ে পড়ে শরীর। কয়েকঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। দুঃখজনক ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। সেদিন ফারনান্দা মাসিও সিটি সেন্টারের করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ম্যাসিও সিটি সেন্টারকে হস্তরেখাবিদদের মক্কা বলে হয়ে থাকে। সেসময়ই এক সন্তানের মা ফারনান্দোকে থামিয়ে দেন এক বৃদ্ধা। তিনি তাঁর হাত একটি বারের জন্য দেখতে চান। বৃদ্ধার প্রস্তাবে রাজি হয়ে হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। বৃদ্ধা হস্তরেখাবিদ তাঁর হাত খুঁটিয়ে দেখে বলেন ফারনান্দোর আয়ু বেশ...