Furenal Agency : টাকা দিলেই শেষকৃত্যের সব কাজ করে দেবে এই সংস্থা!
দি বেঙ্গলি নিউজরুম: শেষকৃত্য সম্পন্ন করার সামগ্রীর বহু দোকান আপনি দেখেছেন। কিন্তু, সম্পূর্ণ দায়িত্ব নিয়ে শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া কোনও সংস্থা দেখেছেন কি? মনে হয় দেখেননি। দেখে না থাকলে অবশ্যই দেখে নিন। খবরটি ফেসবুক সূত্রে পাওয়া। খবরটি যাচাই করা হয়নি।
সদস্যদের এককালীন চাঁদা দিতে হবে সাইত্রিশ হাজার পাঁচশো টাকা। এর মধ্যে রয়েছে দাহকার্য, পণ্ডিত ও নাপিত। খাটিয়ায় কাঁধ দেওয়ার শবযাত্রী। রামনাম সত্য হ্যায় বা বলো হরি হরি বোল বলার লোক। অস্থি বিসর্জনেরও কাজ করে থাকে এই সংস্থা।
মাত্র একবছরে সংস্থার সম্ভাব্য লাভের পরিমাণ ৫০ লাখ টাকা। সংস্থার প্রফিট টার্গেট বছরে ২০ কোটি টাকা। আশা করা হচ্ছে আগামী কয়েকবছরের মধ্যে ২০ হাজার কোটি টাকার সংস্থায় পরিণত হবে।
আজকের নিষ্ঠুর সময়ে সম্পর্ক বজায় রাখা অথবা টিকিয়ে রাখার মতো পর্যাপ্ত সময় কারো হাতে নেই। সংস্থাটি মাত্র এক বছরের মধ্যে ৫০ হাজারের বেশি মানুষের শেষকৃত্য সম্পন্ন করে ফেলেছে। আগামী দিনে পাড়ায় পাড়ায়,, অলিতে গলিতে গজিয়ে উঠতে চলেছে এমন হাজার কম্পানি। পিতামাতার সঙ্গে সন্তানের দূরত্ব অহরহ বেড়েই চলেছে। ভেঙ্গে চলেছে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কের বাঁধন।। এটি ব্যবসায়ীদের নজরে পড়েছে। মানুষ শেষ যাত্রার সময়েও আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবের সাহচর্য লাভ করতে পারবে না। সে কথা মাথায় রেখেই এই ভাবনা।

সত্য সেলুকাস- কি বিচিত্র এই দেশ
উত্তরমুছুন