পোস্টগুলি

ডিসেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Six Times Heart Stopped: ৬ বার হৃদযন্ত্র বন্ধের পরেও অলৌকিকভাবে বেঁচে ভারতীয় ছাত্র!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : এভাবেও ফিরে আসা যায়! আমেরিকার সিয়াটেলে থাকেন মার্কিন-ভারতীয় বংশোদ্ভূত অতুল রাও । পড়াশোনা করেন টেক্সাসের বাইলর বিশ্ববিদ্যালয়ে। তাঁর ফুসফুসে একটি ব্লাড তৈরি হয়, যা হৃদপিন্ডের রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। এই অবস্থাকে বলা হয় পালমোনারি এমবোলিজম। যার দরুণ কার্ডিয়াক অ্যারেস্ট হয় ছাত্রটির। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হয় লন্ডনের ইমপেরিয়াল হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট হ্যামারস্মিথ হসপিটালের হার্ট অ্যাটাক সেন্টারে। স্ক্যান করে দেখা যায় রক্ত জমাট বাধায় হৃদপিন্ড থেকে ফুসফুসে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই অসম্ভব ঘটনা থেকে মুক্তি পাওয়ার পর অতুল মা বাবার সঙ্গে লন্ডনে হাসপাতালের চিকিৎসকদের কৃতজ্ঞতা জানাতে গিয়েছিলেন। গতমাসে রাও চিকিৎসকদের জানান, এমনটা ঘটার পর তিনি অবাক হয়েছিলেন ওষুধে তিনি ঠিকমতো কাজ করতে পারবেন কিনা। বদলে ব্যবসায় যোগ দিতে পারবেন কিনা, তা নিয়েও তাঁর যথেষ্ট সংশয় ছিল। কিন্তু ঘুম থেকে ওঠার মিনিট কয়েক পরেই তাঁর মনে হয়েছিল, তিনি সৃজনমূলক কাজে সময়কে ব্যবহার করতে পারবেন কিনা। তিনি যদি অন্যদের সাহায্যে দ্বিতীয়বার সুযোগ পান, তাহলে...। রাওয়ে প্রি মেডি...

Marriage Of Sickled Girls : শেকলে বাঁধা শৈশব, শেকল বাঁধা অবস্থাতেই বিয়ে শিশুকন্যাদের!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : শেকলে বাঁধা শৈশব! পায়ে শেকল বাঁধা অবস্থাতেই শৈশব কেটে যায়। তারপর ষোলো বছর পড়তে না পড়তেই বিয়ে। পড়াশোনা দূর অস্ত। বলা ভালো দুঃস্বপ্নের চেয়েও বিভীষকার। এটা নাকি আবহমান ধরে চলে আসা ঝাগডা-নাগডা নামে একটা প্রথা বা ঐতিহ্য। যে প্রথা যুগযুগ ধরে মেনে আসছে মধ্যপ্রদেশের রায়গড় জেলার জইটপুরের মানুষেরা। কোনও প্রতিবাদ নেই। নেই কোনও রুখে দাঁড়ানোর চেষ্টা। আর এভাবেই একুশ শতকে ঘটে চলেছে মেয়েদের নীরব শৈশব সংহার। এই গ্রামে বিজেপি আমলেও নেই কোনও বদলের উদ্যোগ। গ্রামের রাস্তাঘাট অতি সংকীর্ণ, ভেঙেচুরে গিয়েছে। হিসেবমতো চলার যোগ্যও নয়। উন্নয়নের কোনও চিহ্নও নেই। এখানে বাঁচার জন্য গ্রামের মানুষ প্রতিনিয়ত কঠিন লড়াই করে চলেছে। এখানে শিশুকন্যাদের মুখে কোনও হাসি নেই।    শেকল বাঁধা অবস্থায় একটু বড় হলে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয় তাদের। ভালোমন্দ বোঝাও তাদের কারো ক্ষমতা নেই। এ যেন এক পশুর জীবন। কিন্তু এই জীবনকেই মেনে নিয়ে কাটাতে হচ্ছে এখানকার মানুষ নামে দলে মুচড়ে যাওয়া অপরিসীম দারিদ্রে ন্যুব্জ হয়ে পড়া দু পেয়েদের। এখানকার সাতশো শিশুকন্যাকে খোলামেলা শৈশবকে দ...

Prostitute Villages: ভারতের এই গ্রামগুলিতে মেয়েরা জন্মেই পতিতা!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বাকি বিশ্বের সঙ্গে সমানে পাল্লা দিতে ভারত যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এ দেশে এখনও এমন কিছু বাস্তব ঘটনা রয়েছে যা আমাদের লজ্জায় মাথা নুইয়ে দেয়। যেমন গুজরাত। ইতিমধ্যেই সমৃদ্ধ রাজ্য হিসেবে নিজেদের তুলে ধরেছে তারা। সেই রাজ্যের গ্রামেই রয়েছে এমন এক ঘটনা, যা এক নিমেষে সব কিছুকে লজ্জায় মাটিতে মিশিয়ে দেয়। গুজরাতের ওয়াদিয়া গ্রাম ( Wadia Village Of Gujarat) । এই গ্রামে প্রাচীন কাল থেকে মহিলারা পতিতাবৃত্তি (All Women Earn Money For Family By Prostitute Profession) করে সংসারের ভরণ পোষণ করে আসছে। মেয়েরা যখন পতিতাবৃত্তি করে সংসারের ভরণপোষণ করে চলেছে,তখন পরিবারের পুরুষেরা সেখানে মধুর খোঁজে আসা লোকজনদের পতিতা জোগাড় করে দিতে দালালের কাজ করে রোজগার করে থাকে। শতকের পর শতক ধরে এই রীতি চলে আসছে। এ গ্রামের সবাই মহিলারাই এই পেশায় যুক্ত। তবে নানাভাবে এই আদিম পেশা বন্ধ করার চেষ্টা করা হয়েছে। মেয়েদের মধ্যে শিক্ষা, গণ বিবাহের ব্যবস্থা করে এই প্রথা বন্ধ করার চেষ্টা করলেও তা কাজে আসেনি। মধ্যপ্রদেশের (Village Of Madhya Pradesh) গ্রামেও রয়েছে এরকমই এক প্রথা। এখানকার গ্রা...

One Lakh Prize For Missing Pet Parrot :হারিয়ে যাওয়া পোষা টিয়ার খোঁজ দিলে নগদ এক লাখ!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : পোষা টিয়া পাখিকে ভীষণ ভালোবাসতেন বাড়ির সবাই। কিন্তু সেই টিয়া পাখি একদিন খাঁচা ছেড়ে উড়ে গেল, যার পরই বাড়ির সবাই রীতিমতো মুষড়ে পড়লেন। প্রিয় টিয়া পাখিকে খুঁজে পেতে চারদিক খোঁজাখুঁজি করেও তার হদিশ মিলল না। টিয়ার খোঁজ না পেয়ে খাওয়া দাওয়াই বন্ধ করে দিলেন বাড়ির লোকজনেরা। ভেঙে পড়া পরিবারের এহেন শোচনীয় অবস্থা দেখে বাড়ির কর্তা স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন যিনি তাঁদের হারিয়ে যাওয়া পাখির খোঁজ এনে দিতে পারবেন, তাঁকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে (One Lakh Prize For Missing Pet Parrot) । ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের এ মাসের দশ তারিখে বুলন্দশহরে। তবে এখনও পর্যন্ত টিয়ার খোঁজ পাওয়া গিয়েছে কিনা, তা জানা যায়নি। যদিও বিজ্ঞাপন দেখে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা শহর।  

Adhar Card For Street Dog: মালিকের খোঁজ পেতে কুকুরের গলায় আধার কার্ড

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: আজকের দিনে প্রতিটি ভারতীয়ের পরিচয়পত্র হল আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনও কাজই সম্ভব নয়। হাসপাতাল,স্কুল, অফিস, ব্যাঙ্ক থেকে সব জায়গাতেই এই কার্ড চাই। না হলে কোনওকাজই সম্ভব নয়। ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড মাস্ট। এবার সেই আধার কার্ড ব্যাজ পরে মুম্বই বিমানবন্দরের বাইরে ঘুরে বেড়ানো একদল পথ কুকুরের গলায় দেখা গেল ।  কিউআর কোডের মাধ্যমে ইউজারদের ডেটাবেসের বিবরণ দেয়, যার মাধ্যমে কুকুর হারিয়ে গেলে বা অন্য কোনও জায়গায় চলে গেলে স্ক্যান করে সেসম্পর্কে খোঁজ মিলবে।    যেমন কুকুরটির নাম,তাকে যে খেতে দেয় তার যোগাযোগ সম্পর্কে তথ্য, কবে ভ্যাকসিন দেওয়া হয়েছে বা কবেই বা নির্বীজকরণ করা হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগমের ভেটেনেনারি হেলথ সার্ভিসের প্রধান ড.কলিম পাঠান জানান বিমানবন্দরের বাইরে থাকা কুকুরদের কিউআর কোড দেওয়া প্রকল্পের পাইলট প্রোজেক্টের অঙ্গ। এখন দেখা হবে ব্যাপারটা কীভাবে, কতদূর এগোয়। এই ধরণের পরিচয়পত্র যাঁরা কুকুরদের নিয়মিত খাওয়ান, তাঁদের দেওয়া হয়েছে।   “ প ফ্রেন্ড ইন ” নামে এক উদ্যাগের মাধ্যমে এর নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়ার...

Babri Maszid-Ram Mandir Controversy In Bengal : এ রাজ্যে ছাব্বিশের ভোটের তাস হতে চলেছে বাবরি-মসজিদ-রাম মন্দির ইস্যু?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বাংলাদেশে লাগাতার অশান্তির আবহে এ রাজ্যে কি নতুন করে অশান্তি সৃষ্টি করতে চলেছে রাম-মন্দির-বাবরি মসজিদ বিতর্ক ? হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় শুরু হয়েছে হিন্দুদের ওপর কট্টরপন্থীদের নির্যাতন। মন্দিরে ভাঙচুর থেকে বিগ্রহ ভেঙে ফেলা, হিন্দুদের সম্পত্তি কেড়ে নেওয়ার মতো ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। ইসকনকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তির জেরে লাগাতার শুরু হয়েছে হিন্দু নির্যাতন, প্রখর ভারত বিরোধিতা। আর এই বিরোধিতার পুরোভাগে রয়েছে খালেদা জিয়ার উগ্রবাদী দল বিএনপি,জামাত-এ-ইসলাম থেকে শুরু করে একাধিক উগ্রপন্থী দলগুলি। কখনও কলকাতা দখল, কখনও বাংলা বিহার ফেরতের হুমকি, আবার কখনও ভারতের সেভেন সিস্টার দখলের হুমকি দিয়ে চলেছে তারা। যা নিয়ে হাসির খোরাকও হচ্ছে বিএনপি ও প্রাক্তন সেনাকর্তা, পুলিশ।    দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরও থামেনি সন্ত্রাস। আর এমন আবহে এ রাজ্যের মুর্শিদাবাদে আগামী বছরের ছ ডিসেম্বর বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আর তারপরই পাল্টা হিসেবে রামমন্দির নির্মাণের কথা ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দ...

Hundred Years Old Married Same Age Woman: পাত্রের বয়েস একশো, পাত্রীর একশো দু বছর!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বিয়ে করে গিনেস ওয়ার্ড রেকর্ডে নাম তুললেন ফিলাডেলফিয়ার এক দম্পতি। ভালোবাসায় বয়েস কোনও বাধা নয়। কথাটা যে সত্যি মাঝেমধ্যেই আমরা প্রমাণ পাই। মানুষ কোনও নারীকে ভালোবেসে বিয়ে করে, ভালোবাসার পাত্রীর বয়েসের বিচার না করেই। নাীর ক্ষেত্রেও তাই। যাটের প্রৌঢ়কে ভালোবেসে গলায় মালা পরিয়েছেন অষ্টাদশী। কিংবা ষাট বছরের মহিলা সাত পাকে বাঁধা পড়েছেন যুবকের। এমন খবর শুনে আমরা খুব একটা চমকাই না। কিন্তু যদি বলা হয় পাত্রের বয়েস একশো, আর পাত্রীর বয়েস একশো দু বছর... জানলে আপনি কেন, সবারই চোখ কপালে উঠতে বাধ্য। কিন্তু ফিলাডেলফিয়ার একশো বছরের বার্নি লিটম্যান এ বছরের শুরুতে বিয়ে করেছেন একশো দু বছরের মারজোরি ফিটারম্যানকে। দুজনের বয়েসকে যদি একসঙ্গে জোড়া যায়, তাহলে সংখ্যাটা হবে দুশো দুবছর দুশো একাত্তর দিন। তাঁদের এই বয়েসের স্বীকৃতি দিয়ে গিনেস বুকে জায়গা দেওয়া হয়েছে।  তাঁদের এই ভালোবাসার শুরু হয়েছিল ন বছর আগে। ফিলাডেলফিয়ায় তাঁরা সিনিয়র লিভিং ফেসিলিটিতে থাকার সময়ই প্রেমের শুরু হয়। তাঁদের বাসস্থানের কস্টিউম পার্টিতে দুজন দুজনকে দেখে প্রেমে পড়েন। লিটম্যানের সঙ্গে ফিটার...

Man Quits Job Of One Crore : ভাল্লাগছে না, এক কথায় এক কোটির চাকরি ছেড়ে দিলেন যুবক!

ছবি
                             দি বেঙ্গলি নিউজরুম : খবরটা শুনলে যে কোনও মানুষের চোখ ছানাবড়া হতে বাধ্য। নিশ্চয় ভাববেন নির্ঘাত মাথা খারাপ হয়েছে মানুষটার। কিন্তু যাই ভাবুন না কেন এই ঘটনাকে অবিশ্বাস্য মনে হলেও একশোয় একশোভাগ সত্যি। বরুণ হাসিজা নামে বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ, যাঁর সারা বছরের বেতনের অঙ্ক এক কোটি টাকা, তিনি অন্য কোনও জায়গা থেকে চাকরি না পেয়েও চাকরি ছেড়ে দিলেন (Man Quits Job Of One Crore) । শান্তি, সুখ পেতে নিজের জীবনকে এক কোটি টাকা বেতনের নাগপাশে বেঁধে রাখতে চান না। কোটিপতি চাকুরে বরুণ তাঁর এক্স হ্যান্ডেলে নিজের মনের কথা খোলাখুলি জানিয়েছেন। বেঙ্গালুরুর এই আশ্চর্য চাকুরে কোথায় কাজ করতে হবে, তার একটা রূপরেখার ইঙ্গিত দিয়েছেন । এক –এমন কাজ যা আনন্দ আনে। দ্বিতীয়—যে কাজের বাস্তব মূল্য রয়েছে। তৃতীয়- সংস্থার বিকাশ ও যিনি চাকরি করবেন, তাঁর সম্পদ বৃদ্ধি ।      দুর্ভাগ্যজনক ঘটনা হল, তিনি যে সংস্থায় শেষবার চাকরি করেছেন, তাতে চাকরি করে কাঙ্ক্ষিত সুখ পাননি। নিজের অতৃপ্তির কথা জানিয়েছেন বরুণ...

Digital Arrest : আপনি কি ডিজিটাল অ্যারেস্টের শিকার হতে পারেন? কীভাবে আটকাবেন এই প্রতারণা,,,,

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : আচমকাই বেজে উঠতে পারে আপনার ফোন। অচেনা ফোনের নম্বর থেকে ভিডিও কলে ওপার থেকে কড়া গলায় বলে উঠবে, আমি মুম্বই পুলিশ থেকে বলছি। আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আপনি বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এ কারণে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। আপনার বেআইনি কাজের  তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিডিও কলে দেখা যাচ্ছে একজন পুলিশ ওপারে বসে আছেন। তিনি একটি নাম বলবেন এবং জানাবেন তিনি মুম্বই ক্রাইম ব্রাঞ্চ আছে ন।    ভিডিওকলে থানার ভেতর যেমন থাকে, তেমনই রয়েছে। এমনকী পুলিশের লোগোও ব্যবহার করা হয়েছে। একেবারে নিঁখুত সবকিছু যা দেখে অবিশ্বাস করার কিছু নেই। ওই পুলিশের পাশে থাকা সিবিআই অফিসারকেও দেখা যায়। তিনিও ভারিক্কী গলায় বলে উঠবেন দেখুন আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা অতি গুরুতর। মুম্বই পুলিশ আপনাকে গ্রেফতার করতে আসছে আপনার বাড়িতে। আপনাকে কেস মেটাতে গেলে কিছু টাকা আরটিজিএস করে টাকা পাঠাতে হবে। সিবিআই অফিসার তাঁর কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে আধার কার্ড, প্যান কার্ডের বিস্তারিত বিবরণ চাইবেন। টাকা পাঠানোর জন্য রীতিমতো চাপ দেওয়...

Jamate-E-islami : বাংলাদেশের জামাতে এ ইসলামির আসল উদ্দেশ্য কি?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম :   বাংলাদেশের রাশ কোনও গণতান্ত্রিক দলের হাতে নয়। রাশ থাকুক মৌলবাদীদের হাতে। সেদেশকে পাকিস্তানের মতো ইসলামি রাষ্ট্র করা হোক। দেশে চালু হোক শরিয়ত আইন।   বাংলাদেশে সাম্প্রতিক হিংসার পেছনে বারবার আঙুল উঠতে শুরু করেছে কট্টরপন্থীদের দিকে। আর এই কট্টরপন্থীদের পেছনে যে সংগঠন রয়েছে,সেই সংগঠনের নাম জামাত-এ-ইসলামি। প্রথমে সংগঠনটির নাম ছিল জামাত-ই-ইসলামি বাংলাদেশ। এটি সেদেশের বৃহত্তম ইসলামি রাজনৈতিক দল হিসেবে পরিচিত। এই মুহূর্তে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কান্তি দাসের গ্রেফতারের ঘটনায় হিংসার আগুনে রীতিমতো জ্বলছে প্রতিবেশি রাষ্ট্র। সংখ্যালঘু হিন্দু, অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমাগত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে জামাত। তাদের লোকজনেরা হিন্দুদের ওপর হামলা, অগ্নিসংযোগ,মন্দিরগুলিতে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে তারা। আর এই কাজে তাদের দোসর খালেদা জিয়ার বিএনপি। এই দুই সংগঠনই চায় বাংলাদেশকে হিন্দু-তথা সংখ্যালঘু শূন্য করতে। এ জন্য রোজই তাদের ওপর চালানো হচ্ছে সন্ত্রাস, হামলা।   এই সংগঠন একেবারে প্রথম থেকেই চায়নি পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি। শেখ মুজি...

How To Make Noodles: কীভাবে নুডলস তৈরি হয় জানলে চমকে উঠবেনই!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: ব্যস্ত সময়ে ( Busy Time) চটজলদি খাওয়ার জন্য নুডুলসের কোনও বিকল্প নেই। শুধু বড়রা কেন , ছোটদের কাছে এই খাবারের কোনও বিকল্প নেই। খিদের সময় এক প্লেট গরম গরম নুডলস পেলে আর কী চাই! বাড়ি , স্কুল কলেজ বা অফিস কিংবা কোথাও বেড়াতে গেলে এক প্লেট গরম গরম ধোঁয়া ওঠা নুডলস পেলে আর কিছু চাই না। খেতে যেমন মুখরোচক , তেমনই খাবার হিসেবে উপাদেয়ও বটে। সময় নেই , বাড়িতে দু মিনিটেই বানিয়ে নেওয়া যায় এই খাবার। রাস্তার স্টলে বা রেস্তোরাঁয় বাড়ির লোক বা বন্ধুদের সঙ্গেও চুটিয়ে খাওয়া চলে। এবং আকছারও তা খাওয়া হয়। সত্যি বলুন তো , গরম গরম নুডুলস পেলে কিছু চাই নাকি! তবে কীভাবে সবার প্রিয় খাবার নুডলস তৈরি করা হয় , সে ব্যাপারে নুডলস খাওয়ার ব্যাপারে দু বার ভাবতে হবে ( How To Make Noodles) ।     বিশেষ করে ভিডিওয় সেই নুডলস তৈরি করা দেখে মনে হতেই পারে , ছিঃ , এই ভাবে আমার-আপনার প্রিয় নুডলস তৈরি হয়! ওমা। এসব কেউ খায় নাকি! ভিডিওয় দেখা গিয়েছে নুডলস কারখানার কর্মীরা স্বাস্থ্যবিধি না মেনে ( Workers Do not Maintain Hygiene) দায়সারাভাবে নুডলস তৈরি করছে। সবাই খালি পায়ে মাটিতে প...

Objectionable Comment By Bangladesh Leader :হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আপত্তিকর মন্তব্য বাংলাদেশের বিরোধী নেতার, কী বলেছিলেন তিনি?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ইসকনের চিন্ময়কান্তির গ্রেফতারি ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। ইতিমধ্যেই সেদেশের হিন্দুদের ওপর চলছে ক্রমাগত অত্যাচার। বাংলাদেশের মৌলবাদীদের আক্রমণের নিশানায় হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে মন্দির, ধর্মীয়স্থান। জামাতে ইসলাম, খালেদা জিয়ার বিএনপির উগ্র কর্মী-সমর্থকদের হামলায় ধূলিসাৎ হয়েছে মন্দির, উপাসনা গৃহ।    হিন্দু বিদ্বেষের বীজ একেবারে শুরু থেকেই বপন করে এসেছে মৌলবাদী গোষ্ঠীগুলি। হাসিনা ক্ষমতায় থাকাকালীনই হিন্দুদের ধর্মের বই নিয়ে আপত্তিকর   মন্তব্য করে বড়সড় বিতর্কে জড়িয়েছিলেন সেদেশের বিরোধী দলনেতা তারিক রহমান। হিন্দু ধর্মগ্রন্থের কাহিনিকে পর্নোগ্রাফি বলে তুলনা করেছন বাংলাদেশের বিরোধী দল গণ অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক। তাঁর দাবি ছিল হিন্দু ধর্মগ্রন্থগুলি কোনও নীতি শিক্ষা দেয় না। ওগুলি পর্নোগ্রাফির কাহিনি। গণ অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক তারিখ বিরোধী দলনেতা নুরুল হক নূরের ঘনিষ্ঠ বলে পরিচিত। নুরুল হক হাসিনার কড়া সমালোচক ছিলেন।      ফেসবুক লাইভে গণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিন্দু ধর্মগ্রন্থের কাহিনির সঙ্গে পর্নোগ্...