Cyber Criminal Gang Arrested : ষোলো কোটিরও বেশি ভারতীয়ের গোপন তথ্য চুরি করে বিক্রি, তেলঙ্গানায় পুলিশের জালে সাইবার অপরাধীদের দল
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : দু বছর ধরে চুপিসারে সাইবার অপরাধীরা ( Cyber Criminal Gang Arrested) চুরি করে যাচ্ছিল ষোলো কোটি আট লক্ষ ভারতীয়ের গোপন ব্যক্তিগত তথ্য ও আর্থিক তথ্য ( Selling Sensitive Personal And Financial Information) । চুরির পর সেগুলি মোটা টাকার বিনিময়ে বিক্রি করছিল তারা। জাস্ট ডায়াল (Just Dial) ও এ ধরণের সার্ভিস প্রোভাইডারের (Service Providers) মাধ্যমে দিব্যি চালিয়ে যাচ্ছিল এই কীর্তি। বৃহস্পতিবার সেই সাতজনের এক চক্রের লোকেদের পাকড়াও করল তেলঙ্গনার সাইবারাবাদ পুলিশ। চুরি করা নাগরিকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্যের মধ্যে রয়েছে সেনা কর্মী, সরকারি কর্তা ও সিইও-দের গোপন তথ্য। পুলিশের মতে, এই বিশাল তথ্যচুরি গুপ্তচর বৃত্তি ও দেশের নিরাপত্তাকে বড়সড় বিপদের মুখে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। আরেকটি ঘটনায় দিল্লি ও আশপাশের এলাকা থেকে একইধরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নজনকে গ্রেফতার করেছে সাইবারাবাদ পুলিশ। তারা ওইসব এলাকার বাসিন্দাদের ক্রেডিট কার্ড ও স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের আর্থিক সংক্রান্ত তথ্য হাতিয়ে যাচ্ছিল। এ ছাড়া...