Deadly Train Accidents In India: ভারতে দশটি ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, মৃত্যু শয়ে শয়ে
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ( Coromandel Express Accident ) আড়াইশো জনের মৃত্যুর ঘটনা ফের ভারতবাসীকে শোকে মুহ্যমান করে দিল। যদিও এদেশে মাঝেমাঝেই ট্রেন দুর্ঘটনা কেড়ে নিয়েছে শয়ে শয়ে প্রাণ। সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল ১৯৮১ সালের ছয় জুন , বিহারে। এই দুর্ঘটনা শুধু ভারতই নয়, বিশ্বে এটি ছিল ভয়াবহতম রেল দুর্ঘটনা ( Deadly Train Accidents In India) । দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় আটশো জনের। কারো মতে, সাইক্লোনের কারণে দুর্ঘটনা ঘটেছিল। কেউ কেউ মনে করেন আচমকা বৃষ্টির জন্য দুর্ঘটনা ঘটেছিল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে ট্রেন লাইনে মোষ চলে আসায় চালক আচমকাই ব্রেক কষেন। তারপরই ঘটে যায় বিশ্বের ভয়াবহতম রেল দুর্ঘটনা। ট্রেন সোজা গিয়ে পড়ে নদীতে। ১৯৯৫ সালের কুড়ি আগস্ট ফিরোজাবাদের কাছে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ে। চালকের ভুলে পেছন থেকে কালিন্দী এক্সপ্রেসে ধাক্কা মারে। মৃত্যু হয় তিনশো আটান্ন জনের। এর ঠিক চার বছর পরে ১৯৯৯ সালে গাইসলে নর্থ ফ্রন্টিয়ার রেলের কাটিহারে অবধ-অসম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেলের মধ্যে ভয়াবহ সঙ্ঘর্ষে মৃত্যু হয় দুশো আটষট্টি জ...