Menstrual Hygiene Ad By Smriti Irani: এনিয়ে আলোচনায় দোষ কি, পঁচিশ বছর আগের রজঃনিবৃত্তির বিজ্ঞাপন পোস্ট করে প্রশ্ন স্মৃতি ইরানির
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে সক্রিয় তিনি। সময় পেলেই দারুণ দারুণ পোস্ট করে সবাইকে তাক লাগিয়ে দেন। তাঁর প্রতিদিনকার জীবনযাপনের নানা ঘটনা ও কাজ পোস্টও করেন তিনি। সম্প্রতি আজ থেকে পঁচিশ বছর আগের এই নামী সংস্থার রজঃস্বলা নিয়ে বিজ্ঞাপন Menstrual Hygiene Ad By Smriti Irani ) পোস্ট করেছেন তিনি, যে বিজ্ঞাপনটি করেছিলেন তিনি নিজেই। আর সেই বিজ্ঞাপনটি মেয়েদের রজঃস্বলার সময় স্বাস্থ্য সচেতনতা নিয়ে। এবং তা নিয়ে যে লুকোছাপা ছিল, তা উড়িয়ে দিয়েই সে সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন তিনি। এই তিনি কে, নিশ্চয় সেভাবে চিনতে পারছেন না। কেউ কেউ হয়তো চিনতে পেরেছেন। এই তিনি হলেন কেন্দ্রের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ( Central Minister Smriti Irani) । যে ক্লিপিংটি তিনি শেয়ার করেছেন সেটি একটি টিভির বাণিজ্যিক বিজ্ঞাপন, তাতে তাঁকে মেয়েদের মাসের বিশেষ পাঁচটি দিন নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন মন্ত্রী। অর্থাৎ একজন মহিলার ঋতুচক্রের বিষয়টি উল্লেখ করে তা নিয়ে নানা দরকারি কথা জানিয়েছেন তিনি। সাদা কালো টিভির বিজ্ঞাপনে মন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ...