পোস্টগুলি

Menstrual Hygiene Ad By Smriti Irani: এনিয়ে আলোচনায় দোষ কি, পঁচিশ বছর আগের রজঃনিবৃত্তির বিজ্ঞাপন পোস্ট করে প্রশ্ন স্মৃতি ইরানির

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তে সক্রিয় তিনি। সময় পেলেই দারুণ দারুণ পোস্ট করে সবাইকে তাক লাগিয়ে দেন। তাঁর প্রতিদিনকার জীবনযাপনের নানা ঘটনা ও কাজ পোস্টও করেন তিনি। সম্প্রতি আজ থেকে পঁচিশ বছর আগের এই নামী সংস্থার রজঃস্বলা নিয়ে বিজ্ঞাপন Menstrual Hygiene Ad By Smriti Irani ) পোস্ট করেছেন তিনি, যে বিজ্ঞাপনটি করেছিলেন তিনি নিজেই। আর সেই বিজ্ঞাপনটি মেয়েদের রজঃস্বলার সময় স্বাস্থ্য সচেতনতা নিয়ে। এবং তা নিয়ে যে লুকোছাপা ছিল, তা উড়িয়ে দিয়েই সে সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন তিনি। এই তিনি কে, নিশ্চয় সেভাবে চিনতে পারছেন না। কেউ কেউ হয়তো চিনতে পেরেছেন। এই তিনি হলেন কেন্দ্রের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ( Central Minister Smriti Irani) । যে ক্লিপিংটি তিনি শেয়ার করেছেন সেটি একটি টিভির বাণিজ্যিক বিজ্ঞাপন, তাতে তাঁকে মেয়েদের মাসের বিশেষ পাঁচটি দিন নিয়ে সবিস্তারে আলোচনা করেছেন মন্ত্রী। অর্থাৎ একজন মহিলার ঋতুচক্রের বিষয়টি উল্লেখ করে তা নিয়ে নানা দরকারি কথা জানিয়েছেন তিনি।  সাদা কালো টিভির বিজ্ঞাপনে মন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ...

Cyclone Likely Hit Odisha: ওড়িশায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মোচা, নিম্নচাপের গেরোয় পড়বে বাংলা?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : দিন কয়েকের মধ্যে ওড়িশায় আছড়ে পড়তে চলেছে ( Cyclone Likely Hit Odisha) ঘূর্ণিঝড় মোচা। আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলা কীভাবে করা হবে, সে ব্যাপারে আগে থেকে সাজসাজ রব শুরু হয়ে গিয়েছে প্রশাসনে। গত দু তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক আসন্ন ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম প্রস্তুতি খতিয়ে দেখতে এক বৈঠক করেন (Odisha CM Chaired Meeting) । প্রশাসনের আধিকারিকদের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে রাজ্য প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলা করার ব্যাপারে আর্জি জানিয়েছেন। সেইসঙ্গে গ্রীষ্মের ঘূর্ণিঝড় কোনপথে আছড়ে পড়বে, তা নিয়ে   আগাম ইঙ্গিত না মিললে কীভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়েও কথা বলেন তিনি। এর আগে ২০১৯ সালের মে মাসে ঘূর্ণিঝড় ফনি পুরী এবং ওড়িশার উপকূল এলাকা লন্ডভন্ড করে দিয়েছিল।  বৈঠকে সে কথাও উল্লেখ করেন তিনি। সংবাদমাধ্যমকে স্পেশাল রিলিফ কমিশনার সত্যব্রত সাহু জানান মুখ্যমন্ত্রীর নির্দেশমতো তাঁরা সতর্ক রয়েছেন। ওড়িশার কমপক্ষে ওড়িশা প্রাকৃতিক বিপর্যয় বাহিনীর কুড়িটি দল এবং এনডিআরএফের সতেরোটি দলকে সতর্ক করা হয়েছে। একটি কন্ট্রোলরুম খোলা হয়েছ...

Drunken Police Attacked: দিল্লিতে মাঝরাতে প্রতিবাদকারী কুস্তিগিরদের ওপর “মদ্যপ” পুলিশের হামলার অভিযোগ!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : ভারতীয় কুস্তিগির অ্যাসোসিয়েশনের প্রধান বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার ( Sexual Harassment By BJP MP) । অভিযোগে গত কয়েকদিন ধরেই ফুটছে রাজধানী। এবার যন্তরমন্তরে প্রতিবাদকারীদের ওপর পেশিশক্তি প্রয়োগের অভিযোগ উঠল দিল্লি পুলিশের বিরুদ্ধে। শুধু পেশিশক্তির প্রয়োগই নয়, মাঝরাতে মদ্যপ অবস্থায় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করলেন কুস্তিগিররা ( Drunken Police Attacked) । কুস্তিগিরদের অভিযোগ রাতে তাঁরা যখন প্রতিবাদস্থলে ফোল্ডিং বিছানা আনতে চেয়েছিলেন,তখন পুলিশ তাঁদের নিগ্রহ করে। এই ঘটনায় বেশকিছু কুস্তিগিরদের মাথায় আঘাত লাগে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দুজন সংজ্ঞা হারিয়ে ফেলেন। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী অনুমতি না নিয়ে ফোল্ডিং বিছানা নিয়ে প্রতিবাদস্থলে পৌঁছন।  পুলিশ বাধা দিলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই আপ নেতা ও আরও দুজনকে আটক করে পুলিশ। ভিডিওয় দেখা যায় কয়েকজন প্রতিবাদকারী পুলিশের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় আক্রমণ চালানোর অভিযোগ ...

BJP Minister Involved In Scuffle Publicly: উত্তরাখণ্ডের হৃষিকেশে রাস্তায় নেমে হাতাহাতিতে জড়ালেন বিজেপিমন্ত্রী !

ছবি
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত। প্রকাশ্য দিবালোকে ভিড়ে ঠাসা রাস্তায় নেমে হাতাহাতি শুরু করে দিয়েছেন বিজেপির মন্ত্রী ( BJP Minister Involved In Scuffle Publicly) । বিজেপিশাসিত উত্তরাখণ্ডের হৃষিকেশে (Uttarakhanda)   এক ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়ে তাঁকে চড়, ঘুসি মারলেন মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ব্যাপক হইচই শুরু হয়েছে। ভিডিও ক্লিপে দেখা যায় বিজেপি মন্ত্রী ও তাঁর নিরাপত্তা কর্মী ওই ব্যক্তিকে মারধর করছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর দেরাদুনের এসপিকে সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার ভিত্তিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও পুলিশ মন্ত্রীর হাতে নিগৃহীত ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই ঘটনার তীব্র নিন্দা করে বিরোধী দল কংগ্রেসের বিধায়ক ভুবন কাপরি জানিয়েছেন, মন্ত্রী যাকে মারধর করেছে,তাকেই গ্রেফতার করা হয়েছে। এতে উত্তরাখণ্ডের ঔদ্ধত্য সামনে এসে পড়েছে। এই রাজ্যে একজন মন্ত্রীকে তাঁর ক্ষমতা অপব্যবহার করতে দেখি গিয়েছে। নিগৃহীত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার সঙ্গে পরিবারের লোকজনদের দেখা করতে দেওয়া হয়নি। কড়া সমালোচনার...

Fourteen Mobile Messaging Apps Banned : ভূস্বর্গে বসে পাক জঙ্গিদের সঙ্গে বার্তা চালাচালি, সন্দেহজনক চোদ্দটি মোবাইল ম্যাসেজ অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : মোবাইল ফোনকে অস্ত্র করে পাকিস্তান ( Pakistan) থেকে জঙ্গি কার্যকলাপ (Terrorist Activities ) চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের কার্যকলাপ বন্ধ করতে চোদ্দোটি ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার (Fourteen Mobile Messaging Apps Banned) । মোবাইল অ্যাপগুলি প্রধানত জম্মু-কাশ্মীর থেকেই ব্যবহার করা হতো। ব্যবহার করা হতো অন্যত্রও। ওই মোবাইল ম্যাসেজ অ্যাপ্লিকেশনের সাহায্যে ভূস্বর্গে জঙ্গিদের হয়ে কাজ করা সহকারীদের সঙ্গে যোগাযোগ করতো তারা। তাতে পাকিস্তান থেকে আসা মেসেজও রিসিভ করা হতো। নিষিদ্ধ হওয়া মোবাইল ম্যাসেজিং অ্যাপগুলির মধ্যে রয়েছে ক্রাইপভাইসার,এনিগমা, সেফসুইসস, উইক্রম, মিডিয়াফায়ার, ব্রায়ার, বি চ্যাট, নান্ডবক্স, কোনিয়ন,আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইনস জাঙ্গি ও থ্রিমা। নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগগুলির সুপারিশেই ম্যাসেজিং অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সূত্রের খবর, ওই ম্যাসেজিং অ্যাপগুলি দেশের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং ভারতের আইনের ধার ধারতো না। কেন্দ্রের মন্ত্রকের কাছে ম্যাসেজ অ্যাপগুলি নিষিদ্ধ করার অনু...

Asthma Patients In Summer: গরম মানেই দুর্ভোগ হাঁফানি রোগীদের, সমস্যা এড়াতে কী করবেন

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : চাঁদি ফাটা গরমে ( Scorching Heat) সবারই প্রাণ ওষ্ঠাগত। সর্বত্রই ত্রাহি ত্রাহি ডাক। মাঝে মেঘলা, বৃষ্টির পরই ফের অসহনীয় গরমের হামলা। আর এই গরমে যাঁদের হাঁফানির টান (Asthma Patients In Summer) রয়েছে,তাঁদের কষ্টের শেষ নেই। কারণ এমন পোড়া গরমে বাতাস চলাচল অনেকটাই কমে আসে। এ কারণে নিঃশ্বাস নেওয়াটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হাঁফানির লক্ষণগুলো প্রবল গরমে খুবই শোচনীয় হয়ে দাঁড়ায়। গরমে ভারী বাতাসে নানা রাসায়নিক এবং নোংরা আশ্রয় নেয়, ফলে হাঁফানির পোয়া বারো হয়। একইকারণে সারা গরম কাল জুড়ে বায়ু দূষণের স্তর অনেক বেশি হয়ে উঠতে পারে। তাতে হাঁফানির সমস্যা যাঁদের রয়েছে, তাঁদের পক্ষে প্রচণ্ড সমস্যা হয়ে দাঁড়ায়। গোটা মরসুম জুড়ে বিভিন্ন জিনিস হাঁফানিতে যাঁরা ভোগেন, তাদের পক্ষে কষ্টকর হয়ে ওঠে। যাঁরা হাঁফানির কষ্ট পান তাঁদের কতগুলো বিষয়ে সতর্ক থাকা জরুরি। যেমন আর্দ্র আবহাওয়া। হাঁফানি রোগীদের এই আবহাওয়ায় শ্বাস নিতে বেজায় কষ্টে পড়তে হয়। কারণ এই আবহওয়ায় বাতাস ভারী ও ভেজা হয়ে ওঠে। এতে তাঁদের পক্ষে নিঃশ্বাস নেওয়া এতটাই কষ্টকর হয়ে ওঠে যে নিঃশ্বাসই ঠিকমতো নিতে পারেন ...

Controversy On The Kerala Story: লাভ জেহাদের আড়ালে ধর্মান্তরিত করে আইএস জঙ্গি গোষ্ঠীতে নিয়োগ, দ্য কেরালা স্টোরি ছবি ঘিরে তোলপাড় দক্ষিণের রাজ্য

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : লাভ জেহাদের নামে কেরলে তরুণীদের ইসলাম ধর্মে ধর্মান্তরণ। ধর্মান্তর করে জঙ্গি গোষ্ঠী আইএসে নিয়োগ। হলে মুক্তি পাওয়ার আগেই ছবির বিষয় বস্তু ঘিরে  বড়সড় বিতর্কে জড়াল “ দ্য কেরালা স্টোরি ” ( Controversy On The Kerala Story) । ছবিতে তরুণীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত (Conversion Into Islam) হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে, আর তাতেই গোল বেঁধেছে দক্ষিণের বামশাসিত রাজ্য কেরলে (Left Ruled Kerala) । ছবিটি মুক্তি পাওয়ার কথা পাঁচ মে। তার আগে ট্রেলার দেখানোর পর থেকে ফুটতে শুরু করেছে গোটা রাজ্য। নীরবতা ভেঙে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ছবির পরিচালকের কড়া সমালোচনা করে বলেছেন ছবিটিতে কেরলকে লাভ জেহাদের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় উগ্রপন্থার কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে। সঙ্ঘ পরিবারের মদতেই এই ঘটনা ঘটানো হয়েছে। বিতর্কিত ছবিটির কাহিনিকার এবং পরিচালক সুদীপ্ত সেন।  বাম মুখ্যমন্ত্রী বলেছেন ওই হিন্দি ছবিটির ট্রেলার দেখে প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে ছবিটি সাম্প্রদায়িক মেরুকরণ ও কেরলের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ প্রচারের উদ্দেশ্যে করা হয়েছে। ছবির সমালোচনা করে বিজয়ন তাঁর ফে...