Singer Madonna Hospitalised: গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত ম্যাডোনা, ভর্তি আইসিইউয়ে
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। শনিবার তাঁর সাড়া না মেলায় নিউ ইয়র্ক সিটি হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে ( Singer Madonna Hospitalised) । হাসপাতালে নিয়ে আসার পর চৌষট্টি বছরের গায়িকাকে এক রাত টিউবের সাহায্যে খাওয়ানো হয়েছে। বুধবার পপ সম্রাজ্ঞীর ম্যানেজার গাই ওসেয়রি ইনস্টাগ্রামে তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানান ম্যাডোনা একটি গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ কারণে বেশ কিছুদিন তাঁকে হাসপাতালের আইসিউয়ে থাকতে হবে। তবে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তবে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ম্যানেজার আরও জানান ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর-সহ যে সমস্ত কর্মসূচি শারীরিক অসুস্থতার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। জানান বিশ্বের বিভিন্ন দেশে সফর-সহ যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, এই মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। শীগ্গিরও এ নিয়ে আরও খবর জানানো হবে। কবে নতুন করে প্রোগ্রাম শুরু করা হবে, তা জানিয়ে দেওয়া হবে। সিক্স পেজ জানিয়েছে এই মুহর্তে ম্যাডোনাকে আইসিইউ থেকে বার করে নিয়ে আসা ...