পোস্টগুলি

Twenty People Killed In Fire: চলন্ত বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় তিন শিশু-সহ পঁচিশ জনের আগুনে পুড়ে মৃত্যু

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : মর্মান্তিক! মাঝরাতে এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় চলন্ত বাসে আগুন ( Caught Fire) ধরে তিন শিশুসহ পঁচিশজনের মৃত্যু হল মহারাষ্ট্রে (Twenty People Killed In Fire) । তেত্রিশজন যাত্রী নিয়ে বাসটি পুণে যাচ্ছিল। রাত দেড়টা নাগাদ সমুরুদ্ধি-মহামার্গে আগুন লাগার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একটি চাকা ফেটে বাসটি একটি পোলে ধাক্কা মারার পর উল্টে যায়। সেসময় আগুন লাগে। আগুনে পঁচিশ জনের মৃত্যু হয়।  বোলধানার এসপি জানিয়েছেন আগুনে পঁচিশজন জীবন্ত দগ্ধ হয়ে মারা যায়। জানান একটি মামলা রুজু করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে এই মুহূর্তে পোড়া দেহগুলি শনাক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শনাক্ত করার পর দেহগুলি মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনায় মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।    

Massive Heat Wave: মেক্সিকোয় প্রবল তাপমাত্রার দাপাদাপি, মৃত্যু একশোজনেরও বেশি

ছবি
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ছুঁয়েছে। অবর্ণনীয় তাপপ্রবাহে পুড়ছে মেক্সিকো ( Massive Heat Wave) । আর প্রবল গরমে গত দু সপ্তাহে একশো জনেরও বেশি মৃত্যু হয়েছে সেদেশে (More Than Hundred Dead In Heat Wave) । তিন সপ্তাহ ধরে চলা ভয়ঙ্কর তাপপ্রবাহে বিদ্যুতের চাহিদা অত্যধিক বেড়ে যাওয়ায় প্রবল চাপে সেদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এমন পরিস্থিতিতে কিছু অঞ্চলে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গরমের ছোবলে প্রাণান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে সেদেশে।  এ মাসের আঠেরো থেকে চব্বিশ তারিখের মধ্যে মোট মৃতের মধ্যে এক তৃতীয়াংশ মৃত্যু হয় বলে জানা গিয়েছে। চরম তাপমাত্রা নিয়ে মেক্সিকোর মন্ত্রক এ খবর জানিয়েছে। গত বছর এই সময়ে এ বছরে মৃত্যুর এক তৃতীয়াংশ ঘটেছিল। সাম্প্রতিক মৃত্যুর কারণ হিসেবে জলশূন্যতা বলে জানানো হয়েছে। টেক্সাসের সীমান্তবর্তী উত্তর এলাকার নুয়েভো লিওনে ৬৪ শতাংশ মৃত্যু ঘটেছে। বাকিদের মৃত্যু হয়েছে তামাউলিপাস ও ভেরাক্রুজে। সাম্প্রতিক সময়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। কিছু অঞ্চলে বহু প্রতীক্ষিত বৃষ্টি আসার ইঙ্গিত মিলেছে সেদেশে। তবে উত্তরের কিছু অঞ্চলে ভয়ঙ্কর তাপমাত...

No Jeans, No T Shirt: জিনস,টি শার্ট পরে অফিসে আসা যাবে না, শিক্ষা দফতরের কর্মীদের ফতোয়া নীতীশ সরকারের

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : অফিসে জিনস, টি শার্ট পরে আসা যাবে না (No Jeans, No T Shirt) । শিক্ষা দফতরের কর্মীদের এমনই ফতোয়া জারি করেছে বিহারের নীতীশ সরকার ( New Dress Code Of Bihar) । সরকারের মতে, এই ধরণের পোশাক কর্মক্ষেত্রের সংস্কৃতির বিরোধী। শিক্ষা দফতরের ডিরেক্টর (প্রশাসন) বুধবার এ নিয়ে একটি নির্দেশ জারি করেছে। তাতে অফিসে কর্মীরা টি শার্ট, জিনস পরে আসছেন তা শিক্ষা দফতরের মনপসন্দ নয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অফিসে অফিসাররা এবং কর্মীরা যে পোশাক পরে আসছেন, তা অফিস সংস্কৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অফিসার বা কর্মীরা যে পোশাক পরে আসছেন, তা অফিস সংস্কৃতির বিরোধী। সুতরাং অফিসার,কর্মীদের শিক্ষা দফতরে ফর্মাল পোশাক পরে আসা উচিত। বিশেষ করে জিনস, টি শার্ট পরে অফিসে আসা যাবে না।   এর আগে সরণ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত জিনস ও টি শার্ট পরে কাজে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। প্রত্যেককে ফরমাল পোশাক ও পরিচয়পত্র নিয়ে অফিসে আসার নির্দেশ দিয়েছিলেন। ২০১৯ সালে বিহার সরকার রাজ্য সচিবালয়ে সমস্ত কর্মীকে জিনস ও কর্মীদের জিনস ও টি শার্ট পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল। সচিবা...

Singer Madonna Hospitalised: গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত ম্যাডোনা, ভর্তি আইসিইউয়ে

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে অসুস্থ পপ সম্রাজ্ঞী ম্যাডোনা। শনিবার তাঁর সাড়া না মেলায় নিউ ইয়র্ক সিটি হসপিটালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে ( Singer Madonna Hospitalised) । হাসপাতালে নিয়ে আসার পর চৌষট্টি বছরের গায়িকাকে এক রাত টিউবের সাহায্যে খাওয়ানো হয়েছে। বুধবার পপ সম্রাজ্ঞীর ম্যানেজার গাই ওসেয়রি ইনস্টাগ্রামে তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি জানান ম্যাডোনা একটি গুরুতর ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এ কারণে বেশ কিছুদিন তাঁকে হাসপাতালের আইসিউয়ে থাকতে হবে। তবে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তবে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। ম্যানেজার আরও জানান ম্যাডোনার ওয়ার্ল্ড ট্যুর-সহ যে সমস্ত কর্মসূচি শারীরিক অসুস্থতার কারণে পিছিয়ে দেওয়া হয়েছে।  জানান বিশ্বের বিভিন্ন দেশে সফর-সহ যে সমস্ত কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, এই মুহূর্তে তা পিছিয়ে দেওয়া হয়েছে। শীগ্গিরও এ নিয়ে আরও খবর জানানো হবে। কবে নতুন করে প্রোগ্রাম শুরু করা হবে, তা জানিয়ে দেওয়া হবে। সিক্স পেজ জানিয়েছে এই মুহর্তে ম্যাডোনাকে আইসিইউ থেকে বার করে নিয়ে আসা ...

Uniform Civil Code Controversy: চব্বিশের লোকসভা ভোটে বিজেপির তাস অভিন্ন দেওয়ানি বিধি? মোদীর চালে বাজিমাত হবেন সংখ্যাগুরু ভোটাররা?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : চব্বিশের ভোটের আগে সংখ্যাগুরুদের মন পেতে অভিন্ন দেওয়ানি বিধিকে ( Uniform Civil Code Controversy) অস্ত্র করতে চলেছে বিজেপি ? মধ্যপ্রদেশের ভোপালে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সওয়াল করে সেই ইঙ্গিতকেই স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, (Prime Minister Narendra Modi) যে ব্যাপারে ভোট ব্যাঙ্কের কোনও যোগ নেই বলে দাবি করতে শুরু করেছে। এবং বিরোধীরা এই ইস্যুতে দেশের মুসলিম সম্প্রদায়কে (Muslim Community) বিভ্রান্ত করার চেষ্টা করার পাশাপাশি তাদের প্ররোচিত করার ছক কষতে পারে বলে মনে করছে বিজেপি। যদিও তাদের দাবি তারা তোষণ ও ভোট ব্যাঙ্কের পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। মোদী ভোপালে বক্তব্য রাখতে গিয়ে জোরালো ভাবে জানিয়েছেন দেশের সংবিধানেও স্পষ্ট করে সমস্ত নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। কিন্তু লোকসভা ভোটের আগেই কেন বা অভিন্ন বিধি নিয়ে এভাবে সোচ্চার হলে মোদী তথা বিজেপি। তবে আস্তিনের ভাঁজে হিন্দুত্ব তাসকে লুকিয়ে রেখে অভিন্ন দেওয়ানি বিধিকে সামনে এনে দেশের সংখ্যালঘুদের মন জয় করার চেষ্টা করছে গেরুয়া শিবির ? আপাতত এই প্রশ্নেরই উত্তর খু...

Nonsense Act In-Plane: ফের এয়ার ইন্ডিয়া বিমানে কেলেঙ্কারি, এবার মাঝআকাশে প্রস্রাব, মলত্যাগ যাত্রীর!

ছবি
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনাই বটে। এবারও খবরের শিরোনামে আকাশপথে বিমান। এবারও সেই এয়ার ইন্ডিয়ার বিমান। মু্ম্বই-দিল্লিগামী বিমান যাত্রায় ঘটে গেল লজ্জার ঘটনা (Nonsense Act In Plane) । বিমান যখন মাঝ আকাশপথে,তখন একযাত্রী নিজের আসনে প্রস্রাব ও মলত্যাগ করেন ( Flight Passenger Urinated And Defecated In Air India Flight) । লজ্জার ঘটনাটি ঘটেছে চব্বিশে জুন। কীর্তিমান অভিযুক্তের নাম রাম সিং। সে বসেছিল সেভেন্টিন এফে। সেখানেই সে অপকর্মটি করে। শুধু তাই নয়, বিমানের ন নম্বর রোয়ে ঝামেলায় বাধায়। ঘটনাটি দেখতে পেয়ে বিমানকর্মী তাকে অন্যদের কাছ থেকে আলাদা করে ধারের দিকে আসনে বসায় এবং মৌখিকভাবে সতর্ক করে। ঘটনাটি নিয়ে পাইলট ইন কমান্ডকে জানানো হয় এবং বিমান অবতরণের পর নিরাপত্তার ব্যাপারে তাঁকে অনুরোধ জানান বিমানকর্মীরা।   এই ঘটনায় অন্য যাত্রীরাও অত্যন্ত ক্ষুব্ধ হন। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়। বিমান থেকে নামলে তাকে গ্রেফতার করে সিআইএসএফ। এটাই প্রথম নয়, এর আগে ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এক মদ্যপযাত্রী মহিলাযাত্রীর আসনে প্রস্...

12 Terrorists Released By Army: অগ্নিগর্ভ মণিপুরে শাহের বৈঠকের একদিন আগে বারোজন জঙ্গিকে ছেড়ে দিল সেনাবাহিনী

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : হিংসায় অগ্নিগর্ভ মণিপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সর্বদল বৈঠকের চব্বিশ ঘণ্টা আগে এক ডজন জঙ্গিকে ( 12 Terrorists Released By Army) ছেড়ে দিল সেনাবাহিনী। ইথম গ্রামে এক মহিলার নেতৃত্বে বারো হাজারের বেশি গ্রামবাসীদের নিয়ে সেনাবাহিনীকে ঘিরে ফেলার পর তাদের মুক্তি দেওয়া হয়। সেনাবাহিনী জানিয়েছে নাগরিকদের জীবন যাতে ঝুঁকির মুখে না পড়ে,সেজন্য তাদের মুক্তি দেওয়া হল। সেনাবাহিনী জানিয়েছে এক মহিলার নেতৃত্বে বিশাল সংখ্যক জনতার বিরুদ্ধে অভিযান স্পর্শকাতর হতে পারে এবং সেনা অভিযান চালানো হলে মৃত্যুর ঘটনা ঘটার কথা মাথায় রেখে বারোজন ক্যাডারকে স্থানীয় নেতার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ। অভিযানের কমান্ডার ইন চিফ পরিণত মনের পরিচয় দিয়ে সেনাবাহিনীর মানবিক মুখ তুলে ধরায় তাঁর প্রশংসা করা হয়েছে। শনিবার সকীলে সেনা বারোজন মেইতেই জঙ্গি গোষ্ঠী কাংলেই ইওল কান্না লুপের বারোজন জঙ্গিকে গ্রেফতার করে সেনা। তাদের বিরুদ্ধে ২০১৫ সালে সিক্স ডোগরা ইউনিটের হামলা সহ একাধিক হামলার ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।  শনিবার সারাদিন ধরে বারোশ থেকে পনেরোশ জন ও সেনাব...