পোস্টগুলি

Budget 2024: রামমন্দিরের পর হিসেবি বাজেট, লোকসভা ভোটে জয়ের রাস্তা পাকা করে নিল বিজেপি

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: নজরে লোকসভা ভোট। আর তাতে চোখ রেখে প্রথমে বহু চর্চিত রামমন্দিরের উদ্বোধন, তারপরেই জনমনোরঞ্জনী অন্তর্বর্তী বাজেট। চব্বিশের ভোটে জয় সুনিশ্চিত করতে এবং ইন্ডিয়া জোটকে দুরমুশ করতে যা যা করণীয়, তা-ই করে ফেলল বিজেপি। এর আগে নীতিশের গেরুয়া শিবিরের সঙ্গে হাত মেলানোয় বড়সড় ধাক্কা খেয়েছে বিরোধী জোট। সঙ্গে জোটসঙ্গী তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সংঘাতের ফলে অ্যাডভান্টেজ বিজেপি তথা এনডিএ-র। এর আগে সারা দেশে রামকে অস্ত্র করে হোমওয়ার্ক তৈরি ফেলেছে মোদী-শাহের দল। এবারও উন্নয়ন,প্রগতিকে সেভাবে জোর না দিয়ে ধর্মপ্রাণ হিন্দুদের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে রাম মন্দির উদ্বোধন করে লোকসভায় জয়ের রাস্তা মোটামুটি পাকা করে নিয়েছেন তাঁরা। আর অন্তর্বর্তী বাজেটে আয়করে পরিবর্তন না ঘটিয়ে তুষ্টিকরণের রাজনীতি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। মোটামুটি সব দিকেই নজর রেখেই হিসেবি অন্তর্বর্তীকালীন বাজেট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

দিল্লিতে ফ্ল্যাটে আমন্ত্রণ জানিয়ে বিগ বসের প্রাক্তন প্রতিযোগী অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

ছবি
দ্য বেঙ্গলি নিউজরুম: নিজের বন্ধুর বিরুদ্ধে তাঁর নিজের ফ্ল্যাটে ধর্ষণের অভিযোগ করলেন বিগবসের প্রতিযোগী এবং টেলিভিশন অভিনেত্রী। দক্ষিণ দিল্লির ফ্ল্যাটে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই অভিনেত্রী। অভিযোগে জানানো হয়েছে গত বছর দক্ষিণ দিল্লির দেওলি রোডে ধর্ষণের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার অধীনে এক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনায় কারোকে গ্রেফতার করা হয়নি। অভিযোগের তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। মুম্বইয়ের ওই টিভি অভিনেত্রী বিগবস রিয়েলিটি শোয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। টিভি সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিংয়ের পেশাতেও যুক্ত ছিলেন। অভিযোগে তিনি জানিয়েছেন তাঁর ওই বন্ধু তাঁকে আমন্ত্রণ জানিয়ে তার ফ্ল্যাটে খাবার ও পানীয় খেতে দেয়। অভিনেত্রীর অভিযোগ তাঁর বন্ধু তাঁকে মাদক মেশানো পানীয় খেতে দেওয়ার পরই ধর্ষণ করে। অভিযোগের ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Left Front Meeting: ব্রিগেডের ভিড়ের সুনামি, সিঁদূরে মেঘ দেখছে তৃণমূল-বিজেপি?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : শাসকদল তৃণমূল কংগ্রেস আর বিজেপি। রবিবারে বিগ্রেডে ভরা সমাবেশ থেকে দুই দলকে বিঁধে লোকসভা ভোটে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছে বামেরা। দীর্ঘ চৌত্রিশ বছর শাসনের পর বঙ্গের ক্ষমতা হাতছাড়া হয়েছে ২০১১-য়। এবার তাদের সেই হৃত সাম্রাজ্য পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে তারা.যাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস-বিজেপি। দুর্নীতি, কোটি কোটি টাকা চুরি থেকে শিক্ষকদের চাকরি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কামান দেগেছেন তরুণ বাম নেতারা। ভিড়ের বহরে এবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে আলিমুদ্দিন, যাতে সিঁদূরে মেঘ দেখছে শাসকদল ও বিজেপি। কোটি কোটি টাকার দুর্নীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে রাজ্যের মানুষ ক্লান্ত। টিভি খুললেই কোটি কোটি টাকা চুরি, কাগজে কাগজে দুর্নীতির সাতকাহন। ফলে অনেকটাই জমি বামেদের পায়ের নীচে বলে করছে রাজনৈতিক মহল। যার ইঙ্গিত দিয়ে ব্রিগেডের জনপ্লাবন থেকে জোরালো ঘোষণা শোনা গিয়েছে ব্রিগেডে বামেদের মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়ের মুখে।  রীতিমতো চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে। বামেরা প্রথম থেকেই মোদী-দিদি আঁতাঁতের অভিযোগ তুলে আসছে। ফলে...

Alleged Coversion: যোগীরাজ্যে রেভেনিউ অফিসারকে জোর করে ধর্মান্তরের অভিযোগ

বেঙ্গলি নিউজরুম : তাঁর স্বামীকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। পুলিশে এমনই অভিযোগ জানালেন যোগীরাজ্যের রেভেনিউ দফতরের কর্মীর স্ত্রী। শুধু ইসলাম ধর্মে ধর্মান্তরিতই করা হয়। ধর্মান্তরের পর নাম বদল করে তাঁর স্বামী এক মুসলিম মহিলাকে বিয়েও করেছেন। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের মাউদাহাতে। ঘটনার শুরু সেপ্টেম্বরের দু তারিখে। সেসময় মাউদাহার নায়েপ তহশিলদার হিসেবে কাজ শুরু করেন আশিস গুপ্ত। কিছুদিন ধরে এক অপরিচিত ব্যক্তিকে শহরের কাচারিয়া বাবা মসজিদে আনাগোনা করতে দেখা যায়। তাঁকে নামাজ পড়তেও দেখা যায়। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। খোঁজ খবর নিয়ে জানা যায় অপরিচিত ব্যক্তির নাম মহম্মদ ইউসুফ, তিনি নিজেকে কানপুরের বাসিন্দা বলে পরিচয় দেন। এলাকার মানুষ খোঁজ নিয়ে জানতে পারে ইউসুফ আর কেউ নন, তিনি নায়েব তহশিলদার আশিস গুপ্ত। বিষয়টি নিয়ে অশান্তি হতে পারে,এই আশঙ্কায় মসজিদের মৌলবী বিষয়টি পুলিশে জানান। গোটা ঘটনাটি নতুন মোড় নেয় আশিস গুপ্তের স্ত্রী আরতি যাজ্ঞসেনী আসরে নামার পর। তিনি জোর করে ধর্মান্তর ও রুকসার নামে এক মুসলিম মহিলাকে বেআইনিভাবে বিয়ে করার অভিযোগ জানান। অভিয...

Younger Brother Killed Elder: বড় দিনের উপহার নিয়ে ঝামেলা, বড় ভাইকে গুলি করে খুন চোদ্দ বছরের কিশোরের

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বড়দিনের উপহার কেনা নিয়ে দাদাকে গুলি চালিয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হল তার ভাই চোদ্দবছরের ভাইকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমেরিকার পিনেল্লাস কাউন্টিতে। অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ ছাড়াও বেআইনি অস্ত্র রাখার অভিযোগ এনেছে পুলিশ। পিনেল্লাসের শেরিফ অফিস সূত্রে জানা গিয়েছে ২৪ ডিসেম্বর তারা সেখানকার লারগো বাসভবনে গুলি চালানোর খবর পায়। খবর পেয়েই তারা সেখানে গিয়ে দেখতে পায় দুজন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। আব্রিয়েল বালডউইন এবং তার ১৪ বছরের ভাইয়ের শরীরে একটি করে গুলি করা হয়েছে। তাদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাল্ডউইনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার ১৪ বছরের ভাই স্থিতিশীল বলে জানা গিয়েছে। শেরিফ বব গুয়ালতিয়েরি জানিয়েছেন প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ১৪ ও ১৫ বছরের দুই ভাই তাদের মায়ের সঙ্গে বড়দিনের উপহার কেনাকাটা করতে গিয়েছিল। বড় ছেলেকে বেশি করে উপহার কিনে দেওয়ায় ছোট ভাই ভীষণ রেগে যায়।  তারপর মা ও দুই ছেলের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হয়। এরপর দোকান থেকে বেরিয়ে তারা তাদের ঠাকুমার বাড়িতে যায়। সেখানেও ঝগড়া চলে। মা তাদের ঠাকুমার বাড...

Complaint Against Ranabir Kapur: বলিউড অভিনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ছবি
বেঙ্গলি নিউজরুম : ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হল বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং তাঁর পরিবারের বিরুদ্ধে। বড়দিন উৎসব পালনের সময় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা ভাইরাল ভিডিওর জন্য পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনও এফআইআর দায়ের করা হয়নি। অভিযোগকারী সঞ্জয় তেওয়ারির দাবি ভাইরাল হওয়ায় ভিডিওয় দেখা গিয়েছে বলিউড অভিনেতা কেকে মদ ঢালছেন এবং তাতে আগুন ধরিয়ে জয় মাতা দি বলছেন। হিন্দু ধর্মে অন্য দেবতাদের প্রার্থনা করার আগে অগ্নিদেবতাকে প্রথমে আহ্বান করা হয়। কিন্তু বলিউড অভিনেতা ও তাঁর পরিবারের লোকজনেরা ইচ্ছাকৃতভাবে অন্যধর্মের উৎসব পালন করার সময় মদ ব্যবহার করেছেন এবং জয় মাতাদি স্লোগান দিয়েছেন। তাঁদের এমন কাজ অভিযোগকারীর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে ।

Syria, Lebanon Join War: ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধে যোগ দিল সিরিয়া, লেবাননও

ছবি
বেঙ্গলি নিউজরুম: ইজরায়েল-প্যালেস্তাইনের হামাসের সঙ্গে তুমুল যুদ্ধে  এবার জড়িয়ে পড়ল সিরিয়া আর লেবাননও। মঙ্গলবার সন্ধ্যেয় ইজরায়েলের সেনাবাহিনী ও সিরিয়ার সেনাবাহিনীর মধ্যে চলে গুলি বিনিময়। ইতিমধ্যে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে দু পক্ষের কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর লড়াইয়ে ইজরায়েলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে হাজারেরও বেশি। গাজার প্রশাসনের তরফে জানানো হয়েছে এখনও পর্যন্ত ৭৬৫ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তাদের পাল্টা প্রতিরোধে দেড় হাজারের কাছাকাছি হামাস জঙ্গির মৃত্যু হয়েছে। হামাস হুমকি দিয়েছে, ইজরায়েল সেনাবাহিনী গাজায় সতর্ক না করে একটি করে বোমা ফেললে একজন করে পণবন্দিকে তারা মেরে ফেলবে। হামাসের কব্জায় রয়েছে শিশু-সহ দেড়শোজন ইজরায়েল নাগরিক। গাজা পুরোপুরি অবরুদ্ধ করার পরই হামাস এই হুমকি দিয়েছে। গাজায় জল সরবরাহও বন্ধ করে দেওয়া হয়। গতকাল ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল সিরিয়া তাদের দেশে বেশ কিছু রকেট ছুড়েছে। পাল্টা ইজরায়েলি সেনারা কামানের গোলা ও মর্টার ছুড়ে পাল্টা জবাব দেয়। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দ...