পোস্টগুলি

Pollution In Ganges: গঙ্গায় আর স্নান করা যাবে না, রাজ্যকে কড়া হুঁশিয়ারি জাতীয় পরিবেশ আদালতের

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: প্রতিদিন হু হু করে জলে এসে মিশছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। কোনওরকম নিকাশি বা শোধনের ব্যবস্থা হচ্ছে না। তাই এবার থেকে গঙ্গায় ডুব দিয়ে পুণ্য অর্জনে ভ্রুকুটি হানল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। তারা রীতিমতো হুঁশিয়ার দিয়ে জানিয়েছে স্বাস্থ্যের নিরাপত্তার কারণে আর কোনওভাবে গঙ্গায় স্নান করা যাবে না। গঙ্গা জুড়ে মিলেছে ব্যাপক পরিমাণে ফাসেল কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব। তাই তারা সাফ জানিয়ে দিয়েছে কোনও অবস্থাতেই গঙ্গার জল নির্ভরযোগ্য নয়। পরিবেশ সুরক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বিচারবিভাগীয় বডি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের পর্যবেক্ষণ অনুযায়ী প্রতিদিন কোনওরকম শোধন ছাড়াই ২৫৮.৬৭ লক্ষ লিটার জল সরাসরি গঙ্গায় প্রবাহিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। গ্রিন বেঞ্চের এমন সতর্কবাণী সামনে এসেছে বিভিন্ন রাজ্য দিয়ে বয়ে চলা গঙ্গা নদী জুড়ে দূষণ প্রতিরোধ ও হ্রাস নিয়ে শুনানি চলাকালীন। এর আগে গঙ্গার দূষণ নিয়ে রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার সময় বিষয়টি সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলাশাসকদের জমা দেওয়া রিপোর্ট দেখার পর গভীর উদ্বেগ জানিয়েছেন ন্যাশনাল গ্রিন বেঞ্চ...

CAA Implementation: আগামী মাসেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নাগরিকত্ব সংশোধন আইন? এবার কি দেশজুড়ে জ্বলবে অশান্তির আগুন?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: শিয়রে লোকসভা ভোট। তার আগেই তৃণমূল কংগ্রেস তথা বিরোধীদের বাধা উড়িয়ে আগামী মাসেই দেশে কার্যকর হতে চলেছে নাগরিকত্ব সংশোধন আইন। এমনই ইঙ্গিতে নতুন করে তৈরি হতে চলেছে সংঘাতের পরিস্থিতি। বছর চারেক আগে বিলটি পাস হয়েছিল। এবার আইন কার্যকর করার পথে ঝুঁকছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশন এবং ড্রাই রান শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনে রয়েছে ১৯৭১ সালের পর থেকে পাকিস্তান,আফগানিস্তান,বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু,শিখ, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য এই আইন কার্যকর হবে। লোকসভা ভোটের আগে এই আইন কার্যকর করার সময় অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আইন এখনই কার্যকর করা না হলে তা বাতিল হিসেবে পর্যবসিত হবে বলে মনে করা হচ্ছে। বিতর্কিত আইনটি কার্যকর করার সময়কাল বর্তমান লোকসভার মেয়াদ পর্যন্ত। ফলে কেন্দ্রের তরফে তোড়জোড় শুরু হয়েছে, এমনটাই সূত্রের খবর। গত লোকসভা ভোটে এবং একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে প্রধান নির্বাচনী অ্যাজেন্ডা ছিল সিএএ। এই আইনের ঘোরতর বিরোধিতা করেছিল শাসক তৃণমূ...

TMC Prospect: সন্দেশখালি কাণ্ডে প্রশ্নের মুখে মমতার ক্যারিশমা, কোনদিকে এগোচ্ছে রাজ্য?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: সারদা কেলেঙ্কারি থেকে শিক্ষকদের চাকরি নিয়ে দুর্নীতি, গোরু পাচার, রেশন কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা চুরি, জেলে দলের একদা সেকেন্ড ইন কমান্ড, প্রভাবশালী মন্ত্রী। এর আগে জেলে থেকে এসেছেন আরও কয়েকজন প্রভাবশালী নেতা-মন্ত্রী। যেখানেই কোটি কোটি টাকা লুট, সেখানেই নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সিবিআই, ইডির নাগপাশ থেকে রেহাই মেলেনি দলের সর্বভারতীয় সম্পাদক এবং এই মুহুর্তে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লাগাতার কেলেঙ্কারি, গ্রেফতারির মধ্যেই শাসক দলের রক্তচাপ বাড়িয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালি। বেআইনিভাবে গ্রামবাসীদের জমি দখল থেকে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগে সপ্তা দুই ধরেই ফুটছে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকা। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। শুরু থেকেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার শাগরেদদের দিকে। যদিও এত সবের মধ্যে এখনও রহস্যজনকভাবে অধরা শাহজাহান। তার বিরুদ্ধে গ্রামবাসীদের মাত্রাছাড়া বিস্ফোরক ক্ষোভে ইতিমধ্যেই যথেষ্ট বিপাকে শাসকদল। লোকসভা ভোটের আগে এই ইস্যুকে অস্ত্র করে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়ে চলেছে বিজেপি, স...

Shut Down Of gmail? আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে জি মেল? এনিয়ে গুগল কি বলছে?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: এ মাসের আগস্ট মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে জি মেল। স্যোশাল মিডিয়ায় এনিয়ে লেখালেখির পর এ নিয়ে আসরে নামল গুগল। শুক্রবার তারা জানিয়েছে জনপ্রিয় ইমেল পরিষেবা জি মেল কোনওভাবে বন্ধ হচ্ছে না। গুগল থেকে জি মেল ব্যবহারকারীদের পাঠানো ইমেলের স্ক্রিন শটে দেখা গিয়েছে তাতে লেখা রয়েছে এ বছরের পয়লা আগস্ট থেকে গুগল জি মেল বন্ধ করে দিচ্ছে। ইমেলে এও দাবি করা হয়েছে আগস্ট মাস থেকে জি মেল আর ইমেল পাঠানো বা গ্রহণ করা এবং ইমেল মজুত করে রাখার ব্যাপারে কাজ করবে না। ইউজারদের পাঠানো ইমেলে লেখা হয়েছে বিশ্বজুড়ে বছরের পর বছর লক্ষ লক্ষ যোগাযোগ করে এসেছে জি মেল, এবার সেই মেল ২০২৪ সালে পয়লা আগস্ট থেকে পরিষেবায় ইতি ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। স্ক্রিন শটটি এক্সে (পূর্বতন টুইটার),টিকটকে কয়েক হাজারবার শেয়ার করা হয়। তাতে দাবি করা হয় এআই টুল জেমিনির জন্য গুগলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এআইয়ের ইমেজ টুলে বর্ণ বিদ্বেষের ইন্ধন জোগানো নাৎসি সেনার ছবি দেওয়ার পরই বিতর্ক শুরু হয়। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ওই স্ক্রিন শটে পাঠানো ইমেলে। এ নিয়ে জল্পনার মধ্যেই গুগল ...

Sandeshkhali-Supreme Court-: মণিপুরের সঙ্গে সন্দেশখালির তুলনা উড়িয়ে সিবিআই তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: সন্দেশখালি নিয়ে সিবিআই তদন্তের আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। নিগৃহীতাদের তরফে আবেদনকারীর আর্জি খারিজের পরই আইনজীবী আবেদনটি প্রত্যাহার করে নেন। বিচারপতি নাগারত্ন ও বিচারপতি জর্জ মাসিহকে নিয়ে গড়া বেঞ্চ সন্দেশখালির সঙ্গে মণিপুরের হিংসার ঘটনার তুলনা টানায় আপত্তি প্রকাশ করে। তারা জানান এর আগে স্বতঃপ্রণোদিতভাবে হাইকোর্ট সন্দেশখালি নিয়ে মামলা গ্রহণ করায় বিষয়টি সেখানেই আবেদন করার যৌক্তিকতা রয়েছে। সেখানে তদন্তের মাধ্যমে নির্দেশ দিতে তারা পারবে। হাইকোর্ট নিজেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে উদ্যোগ নিয়েছে। সিট তদন্তের জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতার কথা স্বীকার করে নির্যাতিতাদের সুবিচার নিশ্চিত করার লক্ষ্যেই হাইকোর্টের বিষয়ে শীর্ষ আদালত জানিয়েছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের জবাবে হাইকোর্টের ওপর গোটা বিষয়টির বিচার করার জন্য আবেদন তুলে নেন। অন্যদিকে সুপ্রিম কোর্ট মণিপুর মডেলের প্রসঙ্গ টেনে বিভিন্ন রাজ্যের তিনজন অবসর প্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি কমিটি গড়ার প্রস্তাব দেয়। যে কমিটি সন্দেশখালি কাণ্ড নিয়ে অবাধ ও পক্ষপাতহীন তদন্তের ব্যাপারে উদ্যোগী হবে। নির্যাতিতাদের তরফে...

Sandeshkhali Update: সন্দেশখালি ধর্ষণকাণ্ডে পুলিশের জালে সেই শিবু হাজরা, তৃণমূল সরকারের ড্যামেজ কন্ট্রোলে ক্ষোভ প্রশমিত হবে কি

ছবি
দি বেঙ্গল নিউজরুম: সন্দেশখালি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই শনিবার ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে নিখোঁজ থাকার পর অভিযুক্ত ব্লক সভাপতি শিবুপ্রসাদ হাজরাকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় আরও এক তৃণমূল কংগ্রেসের সদস্যকেও গ্রেফতার করা হয়। সন্দেশখালির মহিলারা তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থার অভিযোগ করার পর থেকে নিখোঁজ ছিল শিবু। ধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে শেষপর্যন্ত তাকে গ্রেফতার করা হল। তার বিরুদ্ধে এফআইআরে ধর্ষণের বিভিন্ন ধারা আনা হয়েছে। রাজ্যজুড়ে সন্দেশখালি নিয়ে রাজনৈতিক অশান্তি শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে, যে অশান্তির মধ্যমণি তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের পদাধিকারী শেখ শাজাহান এখনও অধরা। রাজনৈতিক অশান্তির সেই আগুনকে প্রশমিত করতে ধর্ষণে অভিযুক্ত শেখ শাজাহানের সঙ্গী শিবু হাজরাকে গ্রেফতার করে ক্ষোভে প্রলেপ দিতে সরকার এমন পদক্ষেপ নিয়েছে বলে বিরোধীদের বক্তব্য। বস্তুত সন্দেশখালি কাণ্ড নিয়ে শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি পরস্পরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানিয়ে চলেছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করতে সন্দেশখালি গ্রামে বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদলকে আটকে দেয় পুলিশ। ...

Bird Flue: অন্ধ্রের নেল্লোরে বার্ড ফ্লুয়ের প্রকোপ, জারি করা হল সতর্কতা

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: অন্ধ্রপ্রদেশের নেল্লোরে বার্ড ফ্লু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জেলার দুটি গ্রামে গত কয়েকদিনে বেশ কিছু মুর্গির মৃত্যুর পর বার্ড ফ্লুয়ের সংক্রমণের স্বীকার করেছে প্রশাসন। মৃত মুর্গির নমুনা পাঠানো হয়েছিল ভোপালের গবেষণাগারে, সেখানে পরীক্ষা করে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে। জেলা শাসক হরিনারায়ণ পশুপালন বিভাগের কর্তা ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে বার্ড ফ্লু যাতে না ছড়ায় সে ব্যাপারে সমস্ত ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। যেখানে মুর্গিগুলির মৃত্যু হয়েছিল, সেই পোডালাকুর মণ্ডলের চাতাগুটলা এবং কোভুর মণ্ডলের গুমাল্লাডিব্বারের এক এক কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত মুর্গির দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কর্তাদের সমস্ত মৃত মুর্গির দেহ পোড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা বাড়ানোর জন্য গ্রামসভা করারও কথা জানিয়েছেন জেলাশাসক। তবে গ্রামবাসীদের অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান স্বাস্থ্য দফতর পরিস্থিতির ওপর নজরদারি চালাচ্ছে। সা...