পোস্টগুলি

Sekh Shahjahan Custody: কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে লড়াইয়ে হার মানল রাজ্য, সিবিআই হেফাজতে শেখ শাহজাহান,

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: শেখ শাহজাহানের হেফাজত নিয়ে সিবিআই-রাজ্যের দড়ি টানাটানির খেলায় শেষপর্যন্ত জয় হল সিবিআইয়ের। বুধবার বিকেলে তাকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ক্যালকাটা হাইকোর্ট সন্দেশখালি কাণ্ডের মূল পাণ্ডা শাহজাহানকে তদন্তের জন্য কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। সেইসঙ্গে তার বিরুদ্ধে সমস্ত মামলার নথি তুলে দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ ছিল শাহজাহানকে বিকেল সাড়ে চারটের মধ্যে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন করার কথা জানিয়ে হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে রাজ্য। যদিও সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি খারিজ হয়ে যায়। যার ফলে শেখ শাহজাহানকে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়া হয়। গতকাল সিবিআইয়ের অফিসাররা পুলিশের সদর দফতরে পৌঁছলে তাকে খালি হাতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। জানানো হয় সুপ্রিম কোর্টের নির্দেশ আসা পর্যন্ত সন্দেশখালি কাণ্ডের মূল পাণ্ডাকে পুলিশের হেফাজতে রাখা হবে। রাজ্যের এহেন ঘটনায় বিরক্ত হাইকোর্ট এদিন সওয়া চারটে পর্যন্ত সময়সীমার কথা জানায়। এই ঘটনায় হাই...

BJP Muslim Candidate: লোকসভা ভোটে বিজেপির প্রাথমিক প্রার্থী তালিকায় একমাত্র মুসলিম প্রার্থী, কে তিনি?

ছবি
ে দি বেঙ্গলি নিউজরুম: চব্বিশের লোকসভা ভোটে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় একমাত্র তিনি মুসলমান প্রার্থী। ২০২১ সালে অবশ্য কেরলের নেমোন কেন্দ্রে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন তিনি। তবে এবার তাঁকে লোকসভা ভোটে মালাপুরম কেন্দ্র থেকে প্রার্থী করতে চলেছে বিজেপি। নাম আবদুল সালাম। জন্ম ত্রিপুরে। সালটা ছিল ২০১৯ সাল। সে বছর বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৮ সাল পর্যন্ত সালাম ১৫৩টি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। ছাপা হয়েছে ১৫টি লেখা এবং ১৩টি বায়োলজিকাল সায়েন্সের ওপর বই। কালিকট বিশ্ববিদ্যালয়ে ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্য পদে দায়িত্ব সামলেছেন। লাইভ হিন্দুস্থান রিপোর্টের তথ্য মোতাবেক তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬.৪৭ কোটি টাকা। তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। আসন্ন লোকসভা ভোট গেরুয়া শিবিরের প্রথম প্রার্থী তালিকার মধ্যে কেরলের রয়েছেন ১২জন প্রার্থী। অন্যদিকে এ রাজ্য থেকে ২০জনকে রাজ্যসভায় সদস্যকে পাঠিয়েছে পদ্মশিবির। নামী অভিনেতা সুরেশ গোপীকে ত্রিশুর কেন্দ্র থেকে মনোনীত করা হয়েছে।

Main Cause Of Andhra Rail Accident: ট্রেন চালানোর সময় ফোনে ক্রিকেট ম্যাচ দেখছিলেন চালক, অন্ধ্রে ট্রেন দুর্ঘটনা নিয়ে আরও কি কি বললেন রেলমন্ত্রী

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: চোদ্দজনের ঘটনাস্থলেই মৃত্যু। জখম পঞ্চাশেরও বেশি। ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনার বিভীষিকা উস্কে অন্ধ্রের বিজয়ানাগ্রামে ফের রেল দুর্ঘটনা। সেই দুর্ঘটনা নাকি ট্রেন চালকদের মোবাইল ফোনে ক্রিকেট ম্যাচ দেখার কারণেই হয়েছে। শনিবার এমনই দাবি করলেন রেলমন্ত্রী রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওইদিন রাত সাতটা নাগাদ বিজয়ানাগ্রামে হাওড়া-চেন্নাই লাইনে রায়গড় প্যাসেঞ্জার ট্রেন পেছন থেকে ধাক্কা মারে বিশাখাপত্তনম পালাসা ট্রেনকে। চালকদের মোবাইলে ক্রিকেটম্যাচ দেখার জন্য দুর্ঘটনা বলে সাফাইয়ের পাশাপাশি যাতে ভবিষ্যতে আর এমন ঘটনা না ঘটে, সেজন্য একেবারে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন কেন্দ্রের মন্ত্রী, তাঁর মুখ থেকেই এবার একটু জেনে নেওয়া যাক। মন্ত্রী বলেছেন অন্ধ্রে রেল দুর্ঘটনার পেছনে রয়েছে লোকো পাইলট ও কো পাইলট ট্রেন চালানোর সময় মোবাইলে ক্রিকেট ম্যাচ দেখছিলেন। তাঁদের দুজনের মনোযোগ ছিল খেলায়। আর সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে। এখন এমন এক ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ট্রেন চালানোর সময় চালকদের মনোযোগ চলন্ত ট্রেনের দিকে ...

Pollution In Ganges: গঙ্গায় আর স্নান করা যাবে না, রাজ্যকে কড়া হুঁশিয়ারি জাতীয় পরিবেশ আদালতের

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: প্রতিদিন হু হু করে জলে এসে মিশছে ক্ষতিকর ব্যাকটেরিয়া। কোনওরকম নিকাশি বা শোধনের ব্যবস্থা হচ্ছে না। তাই এবার থেকে গঙ্গায় ডুব দিয়ে পুণ্য অর্জনে ভ্রুকুটি হানল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। তারা রীতিমতো হুঁশিয়ার দিয়ে জানিয়েছে স্বাস্থ্যের নিরাপত্তার কারণে আর কোনওভাবে গঙ্গায় স্নান করা যাবে না। গঙ্গা জুড়ে মিলেছে ব্যাপক পরিমাণে ফাসেল কলিফর্ম ব্যাকটেরিয়ার অস্তিত্ব। তাই তারা সাফ জানিয়ে দিয়েছে কোনও অবস্থাতেই গঙ্গার জল নির্ভরযোগ্য নয়। পরিবেশ সুরক্ষার ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বিচারবিভাগীয় বডি ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের পর্যবেক্ষণ অনুযায়ী প্রতিদিন কোনওরকম শোধন ছাড়াই ২৫৮.৬৭ লক্ষ লিটার জল সরাসরি গঙ্গায় প্রবাহিত হচ্ছে, যা জনস্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। গ্রিন বেঞ্চের এমন সতর্কবাণী সামনে এসেছে বিভিন্ন রাজ্য দিয়ে বয়ে চলা গঙ্গা নদী জুড়ে দূষণ প্রতিরোধ ও হ্রাস নিয়ে শুনানি চলাকালীন। এর আগে গঙ্গার দূষণ নিয়ে রাজ্য সরকারের জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখার সময় বিষয়টি সামনে এসেছে। রাজ্যের বিভিন্ন জেলাশাসকদের জমা দেওয়া রিপোর্ট দেখার পর গভীর উদ্বেগ জানিয়েছেন ন্যাশনাল গ্রিন বেঞ্চ...

CAA Implementation: আগামী মাসেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নাগরিকত্ব সংশোধন আইন? এবার কি দেশজুড়ে জ্বলবে অশান্তির আগুন?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: শিয়রে লোকসভা ভোট। তার আগেই তৃণমূল কংগ্রেস তথা বিরোধীদের বাধা উড়িয়ে আগামী মাসেই দেশে কার্যকর হতে চলেছে নাগরিকত্ব সংশোধন আইন। এমনই ইঙ্গিতে নতুন করে তৈরি হতে চলেছে সংঘাতের পরিস্থিতি। বছর চারেক আগে বিলটি পাস হয়েছিল। এবার আইন কার্যকর করার পথে ঝুঁকছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশন এবং ড্রাই রান শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর। বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইনে রয়েছে ১৯৭১ সালের পর থেকে পাকিস্তান,আফগানিস্তান,বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু,শিখ, বৌদ্ধ ও খ্রিস্টানদের জন্য এই আইন কার্যকর হবে। লোকসভা ভোটের আগে এই আইন কার্যকর করার সময় অতীব গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আইন এখনই কার্যকর করা না হলে তা বাতিল হিসেবে পর্যবসিত হবে বলে মনে করা হচ্ছে। বিতর্কিত আইনটি কার্যকর করার সময়কাল বর্তমান লোকসভার মেয়াদ পর্যন্ত। ফলে কেন্দ্রের তরফে তোড়জোড় শুরু হয়েছে, এমনটাই সূত্রের খবর। গত লোকসভা ভোটে এবং একুশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে প্রধান নির্বাচনী অ্যাজেন্ডা ছিল সিএএ। এই আইনের ঘোরতর বিরোধিতা করেছিল শাসক তৃণমূ...

TMC Prospect: সন্দেশখালি কাণ্ডে প্রশ্নের মুখে মমতার ক্যারিশমা, কোনদিকে এগোচ্ছে রাজ্য?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: সারদা কেলেঙ্কারি থেকে শিক্ষকদের চাকরি নিয়ে দুর্নীতি, গোরু পাচার, রেশন কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা চুরি, জেলে দলের একদা সেকেন্ড ইন কমান্ড, প্রভাবশালী মন্ত্রী। এর আগে জেলে থেকে এসেছেন আরও কয়েকজন প্রভাবশালী নেতা-মন্ত্রী। যেখানেই কোটি কোটি টাকা লুট, সেখানেই নাম জড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সিবিআই, ইডির নাগপাশ থেকে রেহাই মেলেনি দলের সর্বভারতীয় সম্পাদক এবং এই মুহুর্তে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। লাগাতার কেলেঙ্কারি, গ্রেফতারির মধ্যেই শাসক দলের রক্তচাপ বাড়িয়ে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সন্দেশখালি। বেআইনিভাবে গ্রামবাসীদের জমি দখল থেকে নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগে সপ্তা দুই ধরেই ফুটছে দক্ষিণ চব্বিশ পরগনার এই এলাকা। এদিনও তার ব্যতিক্রম ঘটেনি। শুরু থেকেই অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল নেতা শেখ শাহজাহান এবং তার শাগরেদদের দিকে। যদিও এত সবের মধ্যে এখনও রহস্যজনকভাবে অধরা শাহজাহান। তার বিরুদ্ধে গ্রামবাসীদের মাত্রাছাড়া বিস্ফোরক ক্ষোভে ইতিমধ্যেই যথেষ্ট বিপাকে শাসকদল। লোকসভা ভোটের আগে এই ইস্যুকে অস্ত্র করে তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ শানিয়ে চলেছে বিজেপি, স...

Shut Down Of gmail? আগস্ট থেকে বন্ধ হয়ে যাচ্ছে জি মেল? এনিয়ে গুগল কি বলছে?

ছবি
দি বেঙ্গলি নিউজরুম: এ মাসের আগস্ট মাস থেকে বন্ধ হয়ে যাচ্ছে জি মেল। স্যোশাল মিডিয়ায় এনিয়ে লেখালেখির পর এ নিয়ে আসরে নামল গুগল। শুক্রবার তারা জানিয়েছে জনপ্রিয় ইমেল পরিষেবা জি মেল কোনওভাবে বন্ধ হচ্ছে না। গুগল থেকে জি মেল ব্যবহারকারীদের পাঠানো ইমেলের স্ক্রিন শটে দেখা গিয়েছে তাতে লেখা রয়েছে এ বছরের পয়লা আগস্ট থেকে গুগল জি মেল বন্ধ করে দিচ্ছে। ইমেলে এও দাবি করা হয়েছে আগস্ট মাস থেকে জি মেল আর ইমেল পাঠানো বা গ্রহণ করা এবং ইমেল মজুত করে রাখার ব্যাপারে কাজ করবে না। ইউজারদের পাঠানো ইমেলে লেখা হয়েছে বিশ্বজুড়ে বছরের পর বছর লক্ষ লক্ষ যোগাযোগ করে এসেছে জি মেল, এবার সেই মেল ২০২৪ সালে পয়লা আগস্ট থেকে পরিষেবায় ইতি ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। স্ক্রিন শটটি এক্সে (পূর্বতন টুইটার),টিকটকে কয়েক হাজারবার শেয়ার করা হয়। তাতে দাবি করা হয় এআই টুল জেমিনির জন্য গুগলকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। এআইয়ের ইমেজ টুলে বর্ণ বিদ্বেষের ইন্ধন জোগানো নাৎসি সেনার ছবি দেওয়ার পরই বিতর্ক শুরু হয়। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে ওই স্ক্রিন শটে পাঠানো ইমেলে। এ নিয়ে জল্পনার মধ্যেই গুগল ...