Abhisek Will Replace Mamata ? মমতাকে সরিয়ে মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক? তুঙ্গে চর্চা
নিজস্ব প্রতিনিধি: মমতা ইস্তফা দিলে সরকারের হাল ধরবেন অভিষেক? আরজি কর কাণ্ডের জেরে উত্তাল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনিবার্য ধরে নিয়েই এ নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। তরুণী চিকিৎসকের ধর্ষণ-কাণ্ডের পর থেকেই প্রতিবাদের আগুনে পুড়ছে বাংলা। ধর্ষণ-কাণ্ডের পর প্রকাশ্যে এসে অজস্র ক্ষমা না করার মতো ত্রুটি,গাফিলতি। মঙ্গলবারই আরজি কর নিয়ে রাজ্য সরকারকে রীতিমতো দুরমুশ করেছে সুপ্রিম কোর্ট। হাসপাতালে পুলিশের ব্যর্থতা নিয়ে কামান দেগেছে সরকারকে। নিরাপত্তায় ব্যর্থতার কারণে আধাসামরিক বাহিনী পাহারারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, যা শাসক শিবিরে সৃষ্টি করেছে আশঙ্কার। সবমিলিয়ে এই মুহূর্তে পুরোপুরি কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থার বার্তা থেকে স্পষ্ট, এমন অবস্থা থেকে রেহাই পেতে শেষপর্যন্ত হয়তো ইস্তফাই দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি দুর্নীতি থেকে শুরু করে কয়লা বালি কেলেঙ্কারির পর গোরু ও রেশন পাচারে শাসকদলের গ্রহণযোগ্যতা একেবারে তলানিতে নামতে শুরু করেছে, যা থেকে রাজনৈতিক মহলের ধারণা মসনদ থেকে মমতার বিদায় শুধু সময়ের অপেক্ষা।
আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বাংলা ছাড়িয়ে দেশের বিভিন্ন রাজ্যে। ছড়িয়ে পড়েছে বিদেশেও। শাসক শিবিরও গুনতে শুরু করেছে প্রমাদ। তৃণমূল কংগ্রেসও পাল্টা প্রতিবাদ মিছিল করে পালের হাওয়া কেড়ে নেওয়ার চেষ্টা করলেও তা কোনওভাবেই কাজে আসছে না। তাদের প্রতিবাদের তেজ এতটাই কম যে মহিলা-সাধারণ মানুষের প্রতিবাদের কাছে তা একেবারেই জোলো বলে মনে হচ্ছে। মোটের ওপর দিন যত যাচ্ছে ততই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই প্রতিবাদে সামিল হয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। যে প্রতিবাদকে বাম-বিজেপির বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা মানছেন না সমাজের অধিকাংশ মানুষ।
এই পরিস্থিতিতে রাজনৈতিক মহল মনে করছে এই মুহূর্তে সরকার ভেঙে না দিলেও তৃণমূল নেত্রী রাজনৈতিক চাল হিসেবে নিজে পদত্যাগ করে ভাইপো অভিষেককে সামনে এগিয়ে দিতে পারেন। যাতে কিছুটা হলেও পরিস্থিতি শান্ত হতে পারে বলে মনে করছে শাসকশিবিরের একাংশ। ইতিমধ্যেই এই ইস্যুতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে শাসক শিবির। শান্তনু সেন, সুখেন্দু শেখর রায়ের পর সরব হয়ে উঠেছেন আরেক রাজ্যসভার সাংসদ জহর সরকার। অন্যদিকে চলছে কাঁটাছেড়া। অভ্যন্তরীণ বিশ্লেষণ। যা তৃণমূল নেত্রীকে রীতিমতো চিন্তায় ফেলেছে বলেই মনে করা হচ্ছে। এমন বিরুদ্ধ পরিস্থিতিতে মমতা তাঁর পরবর্তী কী পদক্ষেপ করতে পারেন, তা অপেক্ষা শুরু হয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন