Atteck On Hindu Minority in Bangladesh : পেছনে বিদেশি শক্তি, নয়া বাংলাদেশে নারকীয় অত্যাচার হিন্দুদের ওপর
নিজস্ব প্রতিনিধি : অগ্নিগর্ভ ছাত্র আন্দোলনের জেরে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। মৃত্যু হয়েছে শ তিনেক মানুষের, যাদের অধিকাংশই পড়ুয়া। অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেনা শাসনের পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, যার মাথায় রয়েছেন হাসিনার প্রবল সমালোচক নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস। বাংলাদেশ থেকে পুরোপুরি উৎখাত আওয়ামি লিগ। সেদেশের মানুষ চিরকালের জন্য বিসর্জন দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। তাঁর মূর্তি ভেঙে খানখান করা হয়েছে। মিটিয়ে ফেলা হয়েছে বাংলাদেশের জনকের নাম ও নিশান। গণ আন্দোলনে লুঠতরাজ চলেছে হাসিনার বঙ্গভবনে। আর এসবের সুযোগে সেদেশে মাথা চাড়া দিয়ে উঠেছে নিষিদ্ধ হওয়া জামাতে ইসলাম এবং বেগম খালেদার বিএনপি, যাদের মূল অ্যাজেন্ডা ভারত বিরোধিতা এবং হিন্দু বিদ্বেষ। হাসিনার দেশ ছাড়ার পর সেদেশে নির্বিচারে শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর নারকীয় অত্যাচার। ঘরবাড়ি ধ্বংস থেকে শুরু করে মন্দিরে আগুন, বিগ্রহ ভাঙচুর চালিয়ে যাচ্ছে সেদেশের জনতা। হাসিনার আমলেও সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন হয়েছে কিন্তু এবার সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে হাসিনা পরবর্তী বাংলাদেশে। দেশের টালমাটাল পরিস্থিতির সুযোগে চলছে হিন্দু নির্যাতনের ঘটনা। প্রতিবাদে পথে নেমেছেন হিন্দুরা। উদ্বেগ ছুঁয়েছে ভারত সরকারকে। ইউনূসকে স্বাগত জানিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষিত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তারপরেও চলছে সংখ্যালঘু হিন্দু নির্যাতন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন