TMC Government At Stake? এখনই ভোট হলে হারবে তৃণমূল? কি বলছে সমীক্ষা..
দি বেঙ্গলি নিউজরুম: আরজি কর কাণ্ডে কাঠগড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পুলিশ। তরুণী-চিকিৎসকের ধর্ষণ-খুনের কাণ্ডে প্রতিদিনই বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ (RG Kar Episode)। সুবিচার চেয়ে পথে নেমেছেন সমাজের সমস্ত স্তরের মানুষ। বলা বাহুল্য দলমত নির্বিশেষে। যদিও শুরু থেকেই এই প্রতিবাদ মিছিলকে রাজনীতির রঙে দাগিয়ে দিয়েছে শাসক দল। তবে প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনেরা নিজেই স্বীকার করছেন এখানে কোনও রাজনীতির রং নেই। মানুষে প্রতিবাদ জানাতে পথে নেমেছেন স্বতঃস্ফূর্তভাবে। শুধু আরজি কর হাসপাতালই নয়, সারা রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধেই তারা এই প্রতিবাদে সামিল হয়েছেন। ঘটনার পর কেটে গিয়েছে কুড়ি দিনেরও বেশি। কিন্তু তাতেও কমেনি প্রতিবাদের ঝাঁঝ। আর এতেই সিঁদূরে মেঘ দেখতে শুরু করেছে শাসকদল। ইতিমধ্যে আরজি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের নিশানায় এ রাজ্যের পুলিশ-প্রশাসন। সুপ্রিম-আক্রমণে বেরিয়ে পড়েছে শাসকের কঙ্কাল। রাজ্যের ওপর আস্থা হারিয়ে সিবিআইকে তদন্তের ভার দিয়েছে আদালত। অন্যদিকে রাজ্যের প্রশাসনের ওপর ভরসা না রেখে আরজি কর হাসপাতালের নিরাপত্তায় সিআইএসএফকে দায়িত্ব দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সবমিলিয়ে আরজি কর কাণ্ডে আক্ষরিক অর্থেই কোণঠাসা তৃণমূল কংগ্রেস সরকার। ড্যামেজ কন্ট্রোলে পাল্টা প্রতিবাদে নামলেও আমজনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদে তা কোনওভাবেই হালি পানি পাচ্ছে না। শিক্ষকদের চাকরি দুর্নীতি,কয়লা কাণ্ড থেকে গোরু পাচার,রেশন দুর্নীতি নিয়ে জেরবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নতুন অস্ত্র পেয়ে গর্জে উঠেছে বিরোধীরাও। প্রতিবাদে নেমেছে বিজেপি, বামেরা। কিন্তু সব ছাপিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষের প্রতিবাদই মোটামুটি রাতের ঘুম কেড়ে নিয়েছে আরজি কর কাণ্ড। মুখে মুখে ভেসে বেড়াচ্ছে এই সরকারকে আর টিকিয়ে রাখা যাবে না। মমতার বদলে অন্য কোনও মুখ সরকারকে বাঁচালেও বাঁচাতে পারে। কারণ কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্প এই শাসক দলের অস্তিত্ব জিইয়ে রেখেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও মহিলাদের নিরাপত্তা হীনতার প্রশ্নে আমজনতা কতদিন এই সরকারকে নবান্নে রেখে দিতে চান, তা বোঝা যাবে আগামীদিনে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন