Mamata Benerjee resigns ? ইস্তফা দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?
নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের জেরে ইস্তফা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? (Mamata Benerjee resigns ?)
শাসনভার হাতে নেওয়ার পর থেকেই লাগাতার দু্নীতিতে ঘরে বাইরে বিপর্যস্ত এরাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকার। যার সাম্প্রতিকতম উদাহরণ আরজি কর কাণ্ড। এই মুহুর্তে তরুণী ডাক্তারের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। ক্ষোভের আঁচ দেশ ছাড়িয়ে বিদেশেও গিয়ে পড়েছে। যার ফলে দুঃশ্চিন্তার কালো মেঘ ঘনিয়ে এসেছে ঘাসফুল শিবিরে। এ নিয়ে স্পষ্টতই দ্বিধাবিভক্ত দল। প্রবল সমালোচনায় বিদ্ধ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং পুলিশ প্রশাসন। অশান্তির দায়ভার বাম ও বিজেপির ঘাড়ে চাপিয়েছে সরকার। তাদের ব্যাখ্যায় রাত দখলে মহিলাদের রাস্তায় নামানোর ঘটনা তাদেরই তৈরি করা চিত্রনাট্য।
যদিও গোটা রাজ্যে যে ভাবে জন-রোষ তৈরি হয়েছে আরজি কর কাণ্ডে, তাতে সিঁদূরে মেঘ দেখছে দলের শীর্ষ নেতৃত্ব। আরজি কর কাণ্ডে রাত দখলে স্বতঃস্ফূর্ত ভিড়ের বহর রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। এ ব্যাপারে আশঙ্কা দেখা দিয়েছে স্বয়ং দলনেত্রীর মনেও, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই বিপুল জনরোষ এ রাজ্যে বাংলাদেশের মতো তৈরি করতে পারে বলে জানিয়েওছেন মমতা। তবে কি আরজি কর কাণ্ডে ইস্তফা দিতে পারেন তিনি, এমন জল্পনাও ভেসে বেড়াচ্ছে।
চৌত্রিশ বছরের বাম-জমানার পর ২০১১ সালে ক্ষমতায় আসীন হয়ে রাজ্যকে দুর্নীতি-মুক্ত রাখার আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বছর কয়েক কাটার পর থেকেই একের পর এক দুর্নীতি কাণ্ডে জড়াতে শুরু করে সরকার। যার শুরুটা হয়েছিল সারদা কেলেঙ্কারি দিয়ে। সেই কেলেঙ্কারির রেশ থাকতে থাকতেই পরপর দুর্নীতি কাণ্ডে জড়িয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন। শিক্ষক নিয়োগ থেকে গোরুপাচার, কয়লা পাচার থেকে রেশন দুর্নীতির তিরে বিদ্ধ হয় সরকার। তবে সেইসব দুর্নীতির তীব্রতাকে এবার পেছনে ফেলে দিয়েছে আরজি করের ঘটনা। এই আক্রমণ সামলানো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হবে কিনা, তা নিয়ে ধন্দে রাজনৈতিক বিশ্লেষকরা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন