Nabanna Action : নবান্ন অভিযানে অশনি সঙ্কেত দেখছে তৃণমূল? কবে ইস্তফা মমতার?

দি বেঙ্গলি নিউজরুম: মঙ্গলবারের পশ্চিমবঙ্গের ছাত্রসমাজের নবান্ন অভিযান (MAMATA BANERJEE IN TROUBLE) সিঁদূরে মেঘ দেখছ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ? নবান্ন অভিযানে পা মিলিয়েছিলেন প্রায় চব্বিশ লক্ষ মানুষ। নবান্ন রক্ষায় দুর্ভেদ্য দুর্গ বানালেও অনেক জায়গাতেই বজ্রকঠিন পুলিশি প্রতিরোধকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দেন আন্দোলনকারীরা। ভেঙে দেওয়া হয় একের পর এক লোহার ব্যারিকেড। কাঁদানে গ্যাস,জল কামানকে উপেক্ষা করে তাঁরা নবান্নের একশো মিটারের কাছাকাছি পৌঁছে যান, যা চিন্তায় ফেলে দেয় পুলিশকে। সাঁতরাগাছি, ফোরশোর রোড থেকে কলকাতার বেশ কিছু রাজপথে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে এগিয়ে গিয়েছিলেন আন্দোলনকারীরা। বলা বাহুল্য ক্ষমতায় আসার পর এই প্রথম আরজি কর ইস্যুতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়। আওয়াজ ওঠে- দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আন্দোলনকারীদের নবান্নমুখী অভিযানে আক্ষরিক অর্থেই সিঁদূরে মেঘ দেখছে রাজ্য সরকার বলে মনে করছে রাজনৈতিক মহল। কেননা আরজি কর কাণ্ডের সূত্রে সরকারের বিভিন্ন ক্ষেত্রের লাগামছাড়া দুর্নীতিও এবার আন্দোলনকারীদের নিশানায় চলে আসতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। ফলে শুধু নারী নিরাপত্তাই নয়, মমতা সরকারের দিকে এবার ধেয়ে আসতে চলেছে সর্বাত্মক আন্দোলনের ঢেউ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে খুব শীঘ্রই মমতাকে কঠিনতম সিদ্ধান্ত নিতে হতে পারে বলে হাওয়ায় ভাসতে শুরু করেছে জল্পনা। এই জন অসন্তোষের কাছে পিছু হটতে গিয়ে মমতাকে পদত্যাগ করতে পারে কিংবা নিজে সরে গিয়ে এমন কোনও পদক্ষেপ তাঁকে নিতে হতে পারে, যাতে এ যাত্রা কোনওরকমে রক্ষা পেতে পারে তাঁর দল। কারণ ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে বিরোধীরা। ফলে সিদ্ধান্ত মমতাকে নিতেই হতে পারে, যাতে জনরোষ থেকে অন্তত রেহাই মেলে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!