Mother of Nirvaya wants Mamata resination: এবার মমতার ইস্তফা দাবি নির্ভয়ার মায়ের
দি বেঙ্গলি নিউজরুম: ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণের শিকার হয়েছিল তাঁর মেয়ে। গণধর্ষণের পর তাকে পাশবিক অত্যাচার চালিয়ে খুন করেছিল ধর্ষকরা। সেই ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ। এবার সেই নির্ভয়ার মায়ের দাবি, পরিস্থিতি সামলাতে ব্যর্থ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে বিভ্রান্ত করছেন। তাঁর ইস্তফা দেওয়া উচিত।
আরজি কর কাণ্ডে বাংলার সঙ্গে উত্তাল গোটা দেশ। প্রতিবাদ আছড়ে পড়েছে বিদেশেও। শুধু মহিলারই নন, প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ। পথে নেমে প্রতিবাদ-বিক্ষোভ দেখিয়ে চলেছেন তাঁরা। নিরাপত্তার দাবিতে আওয়াজ তুলেছেন চিকিৎসকরা। সবমিলিয়ে আরজি কর কাণ্ডে ক্রমশ অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে বাংলা। অপরাধীর কঠোরতম সাজার দাবিতে কোথাও মোমবাতি মিছিল, কোথাও রাস্তা অবরোধ করে প্রতিবাদ। সংবাদমাধ্যমের কাছে নির্ভয়ার মা জানান মমতা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়ে মানুষের নজর ঘোরাবার চেষ্টা করে চলেছেন। প্রসঙ্গত, ঘটনাটি প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর ফাঁসি দাবি করেছিলেন। এবার পথে নেমেও ফাঁসির দাবি করেছেন তিনি। আশা দেবী জানান দোষীর বিরুদ্ধে সরকার কড়া ব্যবস্থা না নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন দোষীর ফাঁসির দাবিতে। রীতিমতো ক্ষোভ প্রকাশ করে আশা দেবী বলেছেন, মমতা নিজে একজন মহিলা। ধর্ষণ-খুন হয়েছেন একজন মহিলা। মুখ্যমন্ত্রী হিসেবে দোষীর কঠোরতম শাস্তি দেওয়া উচিত ছিল। তিনি ব্যর্থ হয়েছেন তাই তাঁর পদত্যাগ করা উচিত।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন