RG Kar turns to change Government? রাজ্যে পালাবদলের কারণ হতে চলেছে আরজি কর?
দি বেঙ্গলি নিউজরুম: আরজি কাণ্ড ঘিরে দিনদিন বাড়ছে প্রতিবাদের ঝাঁঝ। চোদ্দ আগস্টের মাঝরাত থেকে যে প্রতিবাদ শুরু হয়েছিল, সেই প্রতিবাদের ঢেউয়ে কার্যতই দিশেহারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দিকে দিকে আওয়াজ উঠেছে উই ওয়ান্ট জাস্টিস। প্রতিবাদের গর্জন পৌঁছে গিয়েছে দেশের কোণে কোণে। প্রতিবাদের গর্জন ধ্বনিত হচ্ছে বিদেশেও। চিকিৎসকদের পাশাপাশি পথে নেমেছেন সর্বস্তরের মানুষ। সামিল হয়েছেন বুদ্ধিজীবী থেকে সেলিব্রটিরা। সুপ্রিম কোর্টও আরজি কর কাণ্ড নিয়ে রীতিমতো তুলোধোনা করেছে রাজ্য সরকারকে। সরকারের ওপর সংশয় প্রকাশ করে আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এতে মুখ পু়ড়েছে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় কোণঠাসা সরকারের অন্দরেও শুরু হয়েছে অসন্তোষ। আঙুল উঠেছে রাজ্যের প্রশাসনিক প্রধানের দিকে। হাসপাতালে নিরাপত্তায় গাফিলতির পাশাপাশি একেএকে বেরিয়ে আসতে শুরু করেছে রাশি রাশি দুর্নীতির সাতকাহন। কোটি কোটি টাকার দুর্নীতির পাশাপাশি জাল ওষুধের কারবার প্রকাশ্যে আসার পরই সরকারের ওপর ন্যূনতম বিশ্বাসযোগ্যতা ক্রমশ প্রশ্নের মুখে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন প্রশ্ন, কোনদিকে যেতে চলেছে আরজি কর কাণ্ডের জেরে এ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি? উত্তর খোঁজা হলেও মিলছে না উত্তর।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন