RG Kar Protest : প্রতিবাদ করলেই শাস্তি? কোন পথে মমতার সরকার

দি বেঙ্গলি নিউজরুম: নিজের রাজনৈতিক জীবনে কঠিনতম চ্যালেঞ্জের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডে( RG Kar Rape And Murder Protest) গণপ্রতিবাদের ঢেউয়ে রীতিমতো টালমাটাল মা মাটির সরকার। প্রতিবাদে পথে নেমেছে বিচারপ্রার্থী হাজার হাজার মানুষ। পাল্টা পথে নেমেছে শাসকদলও। যে প্রতিবাদের তেজ জনতার প্রতিবাদের কাছে পুরোপুরি ম্লান। আরজি কর কাণ্ডের প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের রাতে সর্বস্তরের মহিলাদের রাতদখল অভিযানের পর থেকে বিক্ষোভের তেজ দিনদিন ক্রমেই বেড়েই চলেছে। সবারই এক দাবি তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চাই। রাজ্য, দেশের গণ্ডী ছাড়িয়ে প্রতিবাদ ছড়িয়েছে বিদেশেও। সেখানেও মহিলারা আওয়াজ তুলেছেন তরুণী ধর্ষণ-খুন কাণ্ডের বিচার চাই। ঘটনার পরেই গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে। মমতা নিজেও অভিযুক্তের ফাঁসি চেয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই। এই ঘটনায় দ্বিধা বিভক্ত শাসকদলও। আরজি করের নানা দুর্নীতি নিয়ে সরব প্রাক্তন সাংসদ শান্তনু সেনকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় পুলিশের ভূমিকা নিয়ে সরব হওয়ায় প্রবল অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই এই প্রতিবাদকে বাম-রামের প্রতিবাদ বলে দাগিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শাসকদলের এই দাগিয়ে দেওয়ার বিষয়টি হালে পানি পায়নি। কড়া সমালোচনায় বিদ্ধ পুলিশও। রাতদখলের সময় আরজি কর হাসপাতালে আচমকা হামলায় পুলিশের ভূমিকা নিয়েও সরব বিরোধী দল থেকে সাধারণ মানুষ। প্রতিবাদ ছড়াচ্ছে সর্বস্তরে। এই ঘটনার প্রতিবাদকারীরা শাসকদলের বিষনজরে পড়ায় মাঠে নেমেছে দল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!