পোস্টগুলি

নভেম্বর, ২০২৪ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

This young Lady Survives Without Water: জল না খেয়ে ছাব্বিশ বছর বেঁচে আছেন এই তরুণী

ছবি
দি বেঙ্গলি নিউজরুম :   জল না খেলে আমরা তেষ্টায় ছটফট করি। কিন্তু বিশ্বাস করবেন কি, এই মার্কিন তরুণী  কিন্তু কুড়ি বছর ধরে জল ছাড়াই কাটছে তার জীবন। জল খেলে আর শরীরে লাগলে দেখতে হবে না, সঙ্গেসঙ্গে মারাত্মক ঘটনা ঘটবে । এমন কিছু ঘটবে,তখনই তাঁকে নিয়ে ছুটতে হবে হাসপাতালে। তাতেও যে রক্ষা হবে কিনা জানা নেই। ( This young Lady Survives Without Water)   যেখানে জল ছাড়া মানুষ বাঁচে না, সেখানে টেসা হানসেন স্মিথ নামে ক্যালিফোর্নিয়ার এই তরুণীর জলে ভয়ঙ্কর এলার্জি। জল খেলে বা শরীরের কোথাও লাগলে আর দেখতে হবে না। তারপর এমন কিছু ঘটবে, তাতে জীবন সংশয় হওয়াটা কোনও ব্যাপারই নয়।   টেসা কুড়ি বছরের বেশি সময় ধরে বিরলতম এক অসুখে ভুগছেন। এই বিরল রোগকে অ্যাকোয়াজেনিক উরটিক্যারিয়া বলে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। যাকে ওয়াটার অ্যালার্জি বলা হয়।  ট্রেসার বয়েস যখন আটবছর,তখনই তাঁর ওয়াটার এলার্জি দেখা যায়। তারপর বছরের পর বছর ধরে বিষয়টি আরও জটিল আকার ধারণ করে। আমেরিকার এবিসি সেভেন ডট কমে এই আশ্চর্য করে দেওয়া খবরটি বেরিয়েছে। সংবাদমাধ্যমকে টেসা যা জানিয়েছেন তা শুনলে যে কারোরই চোখ কপালে উঠ...

Bangladesh Turns To Islami State?ইসলামি রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ? কারা রয়েছে এর পিছনে

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম :   গণপ্রজাতন্ত্রী তকমা সরিয়ে  পাকিস্তানের প্রচ্ছন্ন মদতে পুরোপুরি ইসলামি রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ? শেখ হাসিনার বিদায়ের পর থেকেই সেদেশে সক্রিয় হয়ে উঠেছে জামাতের মতো উগ্র ভারত বিরোধী সংগঠনগুলি। তাদের সঙ্গে আছে খালেদা জিয়ার বিএনপি ( Bangladesh Turns To Islami State?)। মহম্মদ ইউনূস তদারকি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেদেশে ব্যাপকভাবে শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন। বাদ যায়নি অন্য সংখ্যালঘুরাও। নিগ্রহ, হামলার পাশাপাশি হিন্দুদের ধর্মীয় স্থানে বিগ্রহ ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। খুন করা হয়েছে জনা ছয়েক হিন্দুকে। আর এসবই শুরু হয়েছে মহম্মদ ইউনূস দায়িত্বে আসার পরই। পরিস্থিতি ঘোরালো হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কান্তিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতারের পর থেকে। ইউনূস সংখ্যালঘু নির্যাতন বন্ধে আশ্বাস দিলেও এতটুকু কমেনি নির্যাতন।     ওয়াকিবহাল মহলের ধারণা বাংলাদেশ এখন কট্টর ভারত ও হিন্দুবিরোধী জামাত- বিএনপির পুরোপুরি কব্জায় চলে গিয়েছে। এই মৌলবাদী সংগঠন কোনওভাবেই চায় না বাংলাদেশে সংখ্যালঘ...

Men Walking With Hands And Legs: তুরস্কের এই গ্রামের পরিবারের সবাই চার হাত পায়ে হাঁটেন!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : চেহারায় পুরোদস্তুর মানুষ। মানুষ যেমন হয়, ঠিক সে রকমই। আছে দু হাত, দু পা। আর সব মানুষেরই মতো। কিন্তু এই পরিবারের সবাই হাঁটেন দু হাত দু পা দিয়ে। অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো। তুরস্কের একটি গ্রামে বাস করেন তাঁরা। সকাল থেকে রাতে রাস্তায় বেরোলে এই পরিবার চারহাত পায়ে হাঁটেন। দোকানবাজার,স্কুল বা যেকোনও কাজে বেরোলেই তাঁদের চার হাত পায়ে হাঁটতে দেখা যায়।   আসলে এঁরা প্রত্যেকেই এক বিরলতম রোগে ভুগছেন। রোগটার নাম সেরেবেলার আটাক্সিয়া। এটা মস্তিষ্কের এক অস্বাভাবিক অবস্থা, যে উপসর্গকে চিকিৎসা পরিভাষায় ডাইসেকুয়ালিব্রিয়াম বা সাধারণভাবে সিএএমআরকিউ বলা হয়। এতে মস্তিষ্কের একটি ক্ষুদ্র অংশে এ ধরণের লক্ষণ তৈরি হয়, যার ফলে স্বাভাবিকভাবে হাঁটার সময় এঁরা কোনও ভারসাম্য পান না। তাই তাঁরা চার হাত পায়ে চলা ফেরা করে থাকেন।  তাঁদের এই বিরলতম উপসর্গকে সেরেবেলার আটাক্সিয়া উপসর্গ বলে চিহ্নিত করেছেন ডেনমার্কের আর্থাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণায় তাঁরা দেখতে পেয়েছেন এই উপসর্গের ফলে খুবই বিরল মিউটেশন শরীরের কোষে প্রোটিন সরবরাহে বাধার সৃষ্টি করে। এই কারণে ত্রুটিযুক্ত স্...

Next Epidemic: করোনার পর পরের অতিমারির কারণ বার্ড ফ্লু ? কতটা ভয়ঙ্কর হতে পারে এই মারণরোগ

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : করোনা অতিমারির পর বার্ড ফ্লু পরের অতিমারির (Next Epidemic) কারণ হতে পারে ? ঠিক এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রাক্তন ডিরেক্টর রবার্ট রেডফিল্ড। আমেরিকা জুড়ে গোরুদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের ক্রমাগত সংক্রমণে উদ্বেগ বাড়ায়, তা নিয়ে একটি টেলিভিশন নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। রেডফিল্ড বলেন, তিনি সত্যি সত্যি ভাবছেন না এমনটা হতে পারে, যেমনটা সবাই ভাবছেন। একইসময় এটা প্রশ্নও নয়। তবে এটা প্রশ্নেরও অনেক বেশি একটা ব্যাপার তা হল ঠিক কখন অতিমারি হানা দেবে। তিনি আরও জানিয়েছে বার্ড ফ্লু মানুষের শরীরের অনুপ্রবেশ করলে তা করোনার তুলনায় বেশি মৃত্যু ঘটাতে পারে। রীতিমতো চমকে দিয়ে প্রাক্তন ডিরেক্টর জানিয়েছেন করোনায় মৃত্যুর হার ছিল ০.৬, সেখানে বার্ড ফ্লুয়ের সম্ভাব্য মৃত্যুর হার ২৫ থেকে ৫০ শতাংশ হতে পারে। সম্প্রতি মার্কিন স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছিলেন এই মুহূর্তে গোরু থেকে ভাইরাস বাহিত যে বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার মাধ্যমে সংক্রমিত তিনজনের হদিশ মিলেছে।    সারা বিশ্...

BJP will Leave Battle? ছাব্বিশের ভোটে হারলেই বঙ্গ থেকে বিদায় বিজেপির?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : একুশের মতো ছাব্বিশেও এরাজ্যের বিধানসভা ভোটে কি ফের স্বপ্নভঙ্গ হতে চলেছে বিজেপির ? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছাব্বিশের বিধানসভা ভোটে আরও অনেক আসন কমে যেতে পারে গেরুয়া শিবিরের ( BJP will Leave Battle?) । যার ফল সরকার গড়ার স্বপ্ন নিয়ে পদ্মশিবিরের রাজ্য সভাপতির হুঙ্কার কার্যত ব্যর্থ হতে চলেছে। সেইসঙ্গে ছাব্বিশের ভোটে বিজেপির ভরাডুবি হলে এ রাজ্য থেকে বরাবরের জন্য তল্পিতল্পা গোটানোর আগাম চেতাবনি দিয়ে রেখেছে বিজেপির রাজনৈতিক অভিভাবক আরএসএস। এটা ওপেন সিক্রেট পদ্মশিবির চলে তাদেরই ইশারায়। মাস কয়েক আগে তাদের মুখপত্র স্বস্তিকায় এ কথা জানিয়ে রেখেছে তারা। সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটে অশনি সঙ্কেত দেখতে শুরু করেছে গেরুয়া শিবির। যদিও ছটি উপনির্বাচনে হারের পরও ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে তারা চ্যালেঞ্জ জানিয়ে চলেছে। তাদের তরফে শোনা যাচ্ছে এ নিয়ে নানা ব্যাখ্যা। তবে একুশের বিধানসভা থেকে গত লোকসভা এবং এবারের উপনির্বাচনে ভরাডুবিতে তাদের হুঙ্কার ভুল প্রমাণ করে ভোট বাক্সে তার বিরূপ প্রতিফলন দেখা গিয়েছে। সবমিলিয়ে এ রাজ্যের মানুষের কাছ থেকে ক্রমশ সরে যেতে চলেছে মোদ...

Taj Mahal Trailing ? আগ্রার এই স্মৃতিসৌধ সমানে পাল্লা দিচ্ছে তাজমহলের সঙ্গে!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: তাজমহল তৈরি করতে লেগেছিল বাইশ বছর। আর তাজমহল থেকে বারো কিলোমিটার দূরে সোয়ামি বাগে রাধাসোয়ামি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার স্মৃতি সৌধ তৈরি করতে লেগেছে একশো চার বছর। আর সেই চোখ ধাঁধানো সৌধ ইদানীং পর্যটকদের মন কেড়ে নিতে চলেছে। কারো কারো মতে তাজমহলের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে সোয়ামি বাগের রাধাসোয়ামি স্মৃতি সৌধ। সাদা মার্ভেলের তৈরি কাঠামোকে চাক্ষুষ করতে প্রতিদিনই দলে দলে আসছেন সেখানে। পর্যটকরা প্রায়শই এই স্মৃতিসৌধের সঙ্গে শাহজাহানের তাজমহলের তুলনা টেনে থাকেন। যাঁরা আগ্রা ঘুরতে আসেন তাঁদের কাছে এই চোখ ধাঁধানো স্মৃতিসৌধ দেখার আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে।     অনেকেই তাজমহলের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এই স্মৃতিসৌধের তুলনা টানেন। মোঘর আমলের সৌধের শহর বলে পরিচিত আগ্রায় এই স্মৃতিসৌধের স্থাপত্য সমানে পাল্লা দিচ্ছে বলে অনেকের মত। তাজমহল তৈরি করতে যেমন বাইশ বছর লেগেছিল, তেমনই তা তৈরি করতে মোঘল সম্রাট শাহজাহান নিয়োগ করেছিলেন কয়েকহাজার দক্ষ কারিগরকে। ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যাবে ওই বিপুল সংখ্যক কারিগর, শিল্পীকে একরকম চোখ রাঙানি দিয়ে তাজমহল ...

Pleasure Squad Of Kim :বছরে পঁচিশটি তরতাজা, সেক্সি মহিলা চাই. কিম জং উনের প্লেজার স্কোয়াডে কোন সুন্দরীরা সুযোগ পান?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : তরতাজা,টগবগে কুমারী মেয়ে হলেই হবে না, হতে হবে সেক্সি. দমবন্ধ করা সুন্দরী। প্রতিবছরই তাঁর প্লেজার স্কোয়াডের জন্য গোটা দেশ ঢুঁড়ে এমনই চনমনে পঁচিশটি কুমারীকে জোগাড় করে আনে বেতনভোগী লোকজনেরা। তবে শুধু সুন্দরী, সেক্সি হলেই হবে না, যে পরিবারে তারা থাকে সেই পরিবার রাজনৈতিক দিক থেকে কোন আদর্শে বিশ্বাস করে, সেটাও খুঁটিয়ে দেখা হয়। আর এই প্লেজার স্কোয়াডের মালিক হচ্ছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন, যাকে নিয়ে সারা বিশ্বে কম তোলপাড় নেই। ( Pleasure Squad Of Kim jung Un)  তাঁর আপাত সরল শিশুসুলভ মুখের আড়ালে রয়েছে পৃথিবীর ভয়ঙ্করতম নিষ্ঠুর এক শাসক।  তাঁর প্লেজার স্কোয়াড নিয়ে হাঁটে হাঁড়ি ভেঙেছেন সেদেশ থেকে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসা এক প্লেজার স্কোয়াডের পরীক্ষায় না উতরোনো ইওনমি পার্ক। সে সুন্দরী হলেও পারিবারিক স্টেটাস পছন্দ হয়নি কিম জং উনের। পার্ক জানিয়েছে কিমের লোকেরা প্রতিটি স্কুলের ক্লাসরুমে ঢুঁ মেরে দেখে কিমের পছন্দমতো কোনও মেয়ে পাওয়া যায় কিনা। এমনকী স্কুলের ক্যাম্পাসেও চলে সুন্দরী মেয়ে খোঁজার কাজ। কোনও সুন্দরী মেয়ে দেখতে পেলে...

Grand Feast By Beggar: ভিক্ষুকের ঠাকুমার মৃত্যুবার্ষিকীতে পাত পেড়ে পেতে খেল কুড়ি হাজার! খরচ শুনলে চমকাবেনই

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বিশ্বাস করা শক্ত। কিন্তু অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পড়শি দেশ পাকিস্তানে। এমনিতেই সেদেশ রীতিমতো ধুঁকছে। লোকের হাতে টাকা নেই। খাবার নেই। কিন্তু সেই দুর্দশার মধ্যে এমন এক অবিশ্বাস্য খবর পাওয়া গিয়েছে, যা জানলে মাথার চুল খাড়া হতে বাধ্য। সেদেশের গুজরানওয়ালায় এক ভিক্ষুক পরিবার ধুমধাম করে ২০ হাজার মানুষকে খাওয়াল। সেই মহা ভোজের জন্য খরচ করা হয়েছে এক কোটি পঁচিশ লাখ পাকিস্তানি টাকা। এই মহাভোজের আয়োজন করা হয়েছিল ওই ভিক্ষুক পরিবারের ঠাকুমার চল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওই ভিক্ষুক পরিবার অতিথিদের নিয়ে আসা ও বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ২০,০০ গাড়ি ভাড়া করেছিল। মহা- মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল গুজরানওয়ালায় রাহওয়ালি রেলস্টেশনের কাছে।  পাকিস্তানের পঞ্জাব থেকে কয়েকহাজার মানুষ এসেছিলেন ওই অনুষ্ঠানে। খাওয়ার তালিকায় ছিল সিরি পায়ে, মোরব্বা-সহ বিভিন্ন খাবার। দুপুরের পর রাতেও ছিল খাবারের এলাহি আয়োজন। নরম তুলতুলে মাংস, নান মটর গঞ্জ ও মাংসের নানা পদ। এই অনুষ্ঠানের ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। অতিথির...

Emote- A Sensory Machine : ইমোতে : কথা বলতে না পারা শিশুদের মুখের ভাষা বোঝানোর অবাক-যন্ত্র

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ওরা জানে, বোঝে অনেককিছু। ওদের খিদে পায়, তেষ্টা পায়। আরও অনেককিছু ইচ্ছে হয়। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। মুখে মনের ইচ্ছে বলতে না পারার ব্যাপারটা যাতে মুখে না বলতে পারলেও প্রকাশ করতে পারে, সেরকমই এক যন্ত্র তৈরি করেছেন সংবেদন সংগঠনের সদস্যা উপমা ঘোষ এবং যশমিত সিং অরোরা, এবং ইমোতে নামে অভিনব যন্ত্রটির পেটেন্টও তাঁরা নিয়েছেন। তাঁদের এহেন আবিষ্কারের দৌলতে এখন মনের ইচ্ছে প্রকাশ করতে চাওয়া শিশুরা সহজেই নিজের কথা জানিয়ে তাদের দিকে নজর রাখা লোকজনদের সজাগ করতে পারবে।  এই সেন্সর নির্ভর যন্ত্রটি এখন অনেক বাবা মায়ের দুর্ভোগ কমাতে পারবে। বিশিষ্ট সমাজসেবী সমিত সাহার সংগঠন সংবেদনে রয়েছেন উপমারা। এই সংগঠন শুরু থেকে মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু কিশোর-কিশোরীদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে। সংগঠনের প্রাণপুরুষ সমিত সমাজে অবহেলিত শিশু কিশোর-কিশোরীদের মুখে হাসি ফোটাতে এবং সত্যিকারের বাসযোগ্য করে তোলার জন্য সঙ্গীদের নিয়ে সর্বত্র ছুটে চলেছেন। তাদের এহেন উদ্যোগে উপমা-যশমিতের অভিনব যন্ত্রটি সংগঠনের মুকুটে নতুন পালক গুঁজল, তাতে কোনও সন্দ...

Bizarre Incident : চোর চুরি করে নিয়ে যাচ্ছে মেয়েদের প্যান্টি, ব্রা...

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : চোরেরা টাকাপয়সা,সোনার গয়না, মোবাইল কিংবা দামি জিনিস চুরি করে থাকে, সবাই এমনটাই জেনে এসেছেন এতকাল।   কখনও একা একা, কখনও দল বেঁধে হাতসাফাইয়ের কাজ সেরে থাকে তারা। এ নিয়ে খবর, ভিডিও মাঝেমাঝেই দেখা যায়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই বললেই চলে। চোর চুরি করবে, কারণ সেটা তাদের রোজগারের পদ্ধতি। কলে কারখানায় তারা খাটতে রাজি নয়। রোজগারের জন্য হাতসাফাই-ই তাদের অবলম্বন। কিন্তু তাই বলে....   মধ্যপ্রদেশে একদল চোরের হদিশ মিলেছে যাদের টাকা,গয়না কিংবা বহুমূল্য জিনিস চুরিতে বড্ড অনীহা! তারা বারান্দায় শুকোতে দেওয়া মেয়েদের প্যান্টি, ব্রা চুরি করে থাকে, যা জানতে পেরে থ পুলিশ। মধ্যপ্রদেশের চাঁদি চোর গ্যাং নামে কুখ্যাত চোরের দলের অদ্ভুত চুরি নিয়ে থানায় অভিযোগ জমা পড়ায় বড্ড ভাবনায় পড়ে যায় তারা। থানায় রোজই জমা পড়ে চুরি ছিনতাই রাহাজানি খুন জখমের অভিযোগ. তাই বলে এমন অভিযোগ! সম্প্রতি এক মহিলা অভিযোগ জানান তাঁর বাড়ির বারান্দায় প্রায়ই বারান্দায় শুকোতে দেওয়া মহিলাদের প্যান্টি,ব্রা চুরি হচ্ছে।    তদন্তে নেমে পুলিশ জানতে পারে এ ধরণের ঘটনাগুলি ঘটেছে জবল...

Sangbedan : প্রান্তিক মানুষকে ভরসা দিতে পুরুলিয়ায় সংবেদন

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : নিখাদ ব্যতিক্রমী। একেবারে শুরু থেকেই ব্যতিক্রমী পথে হেঁটে সমাজসেবা করে আসছে শ্যামপুকুরের স্বেচ্ছাসেবী সংবেদন । সংগঠনের প্রাণপুরুষ সমিত সাহা রোদ ঝড় জল উপেক্ষা করে প্রথম থেকে পাশে দাঁড়িয়েছেন বিশেষভাবে সক্ষমদের। মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু কিশোর-কিশোরীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সমাজের মূলস্রোতে ফেরানোর অলিখিত দায়বদ্ধতা নিজের কাঁধে তুলে নিয়েছেন সমিত এবং তা সফলভাবে পেরেওছেন।     সম্প্রতি তাঁর নেতৃত্বে পুরুলিয়ায় তিন দিন ব্যাপী এক কর্মসূচির আয়োজন করেছিল। সেখানকার প্রান্তিক মানুষের কাছে পৌঁছে তাঁদের সুখ দুঃখের শরিক হতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। সেই দুঃস্থ মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তুলে তাঁদের পাশে দাঁড়ানোর   লক্ষ্যে সমিত সাহার নেতৃত্বে তিনদিন ধরে নানা কর্মসূচির আয়োজন করে সংবেদন । সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রান্তিক মানুষদের সমর্থন জুগিয়ে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে জীবনধারণের রসদ তুলে দেয় তারা। সেইসঙ্গে পরিবেশের উন্নয়নে সহায়তার ব্যবস্থাও করা হয়। প্রান্তিক মানুষদের দৈনন্দিন প্রয়োজনীয়তা বোঝার পাশাপাশি পড়াশোনা এবং পরিবেশ সম্পর্ক...

Woman Eats Soap : যেন কেক, এই মহিলা তারিয়ে তারিয়ে খান সাবান!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ইনস্টাগ্রামে ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটনাগরিকরা । কত কিছুই না দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আমরা যেমন চমকে যাই,তেমনই তাজ্জব হয়ে কোনও কথা খুঁজে পাই   না । ভাবি , আরে এমন জিনিস তো আগে কখনও দেখিনি। তেমনই এক ভিডিওয় দেখা গিয়েছে এক মহিলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ভিডিওটি পোস্ট করেছেন,যাতে দেখা গিয়েছে তিনি একটি সাবান কেক খাওয়ার মতো কামড় দিয়ে খেয়ে চলেছেন। এমন দৃশ্য কি আজব লাগছে না ? এমন ভিডিও কি বিশ্বাস করা যায়! যদি বলা হয় হ্যাঁ, বিশ্বাস করা যায়। তবে এজন্য একটা রহস্য ভেদ করা দরকার। যে রহস্য জানার পর মনে হতে পারে,তাহলে কি.... ।   ইনস্টাগ্রাম রিলের শিরোনাম দেওয়া হয়েছে,আমি সাবান খেতে ভালোবাসি। ব্যাপারটা আসলে সাবানটি হাইপার রিয়েস্টিক কেক। প্রথমে অবশ্য নেটিজেনরা মহিলাকে রসিয়ে রসিয়ে সাবান খেতে দেখে চমকে যাকে বলে তাজ্জব হয়ে গিয়েছিলেন। পরে অবশ্য রহস্য ফাঁস হওয়ার পর তাঁদের তাজ্জব ভাবটা কেটে গিয়েছিল। ভিডিওটি পোস্ট করেছেন কলকাতার এক কেক-পাউরুটি নির্মাতা সুচি দত্ত। যিনি খাদ্য রসিকদের আমোদ দিতে বাস্তব নির্ভর কেক বানিয়ে থাকেন। এই কেকটা তিনি এমনভ...

TMC Will Win 6 Bye-elections: ৬টি উপনির্বাচনেই জিতছে তৃণমূল, কারণটা কি?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : রাত পোহালেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজ্য জুড়ে অস্থির পরিস্থিতির মধ্যেই এবার ওই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে। ঘাসফুল শিবির আত্মবিশ্বাসী উপনির্বাচনগুলিতে তারা ছটি কেন্দ্রে হেসেখেলে জিতবে (TMC Will Win 6 Bye-elections)। উল্টোদিকে লাগামছাড়া দুর্নীতিতে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেড়ে নেওয়ার হুঙ্কার দিয়ে চলেছে বিরোধীরা। তবে সেই হুঙ্কার বাম বা কংগ্রেসের মুখ থেকে শোনা যাচ্ছে না। একতরফা হুঙ্কার দিয়ে চলেছে বিজেপি। আরজি কর কাণ্ড থেকে আবাস দুর্নীতি— শাসকের বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় জমায় গেরুয়া শিবির উৎসাহিত এবার এই ছটি উপনির্বাচনে তাদের ক্ষোভ উগড়ে দেবেন এবং ছটি উপনির্বাচনে মুখ শুকনো করে ফিরতে হবে শাসকদলকে। যদিও বিজেপির এই আশাবাদকে মোটেই সার্টিফিকেট দিতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।  এমনকী তাদের একমাত্র জেতা মাদারিহাটও তারা হারাতে পারে বলেও তাঁদের মত। কারণ এখনও বিজেপিকে এ রাজ্যের শাসকের আসনে বসাতে পারেননি রাজ্যের মানুষ। তাঁরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মানুষকে বিকল্প হিসেবে মনে করতে পারছেন না।...

Sanbedan- A Philanthropic Organizer : ওদের পাশে দিবারাত্র পরম মমতায় শ্যামপুকুরের সংবেদন

ছবি
  বেঙ্গলি নিউজরুম : ওরা আলাদা। ওরা আর পাঁচজনের মতো নয়। সমাজে এইসব বিশেষ ক্ষমতা সম্পন্ন কিশোর-কিশোরীরা একটু যেন অবহেলার শিকার। অনেকেই এদের এড়িয়ে যান, মনে মনে করুণা করেন। কিন্তু এইসব কিশোর-কিশোরী, যারা নিজেদের এমন অবস্থার জন্য নিজেরা দায়ী নয়, তাদের পরম মমতায় কাছে টেনে নিয়েছে উত্তর কলকাতার শ্যামপুকুরের “ সংবেদন ” সংগঠন, যাদের ব্যতিক্রমী পদক্ষেপে এইসব অবহেলার শিকার কিশোর-কিশোরীর জীবনে মাঝেমাঝেই খুশি আনে।     কখনও রাখি বন্ধনের আগে রাখি তৈরি করে ওরা। কখনও কোনও উৎসবে ওদের মতো করে শামিল হয়ে থাকে। দুর্গাপুজো থেকে কালীপুজোয় সবাই যখন নিজেদের মতো করে আনন্দ উপভোগ করে, তখন সংবেদন ওদের নানাভাবে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার উদ্যোগ নিয়ে থাকে। আর এই কর্মকাণ্ডের কর্ণধার হলেন সমিত সাহা, যিনি মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু-কিশোর-কিশোরীদের পাশে দাঁড়িয়ে একের পর এক উদ্যোগ নিয়ে আসছেন। অক্লান্ত এই তরুণ মানবসেবীকে আপনাকে একবার অন্তত সেলাম জানাতেই হবে।  

Man Married Fifteen Women: ডাক্তার,ইঞ্জিনিয়ার সেজে পনেরো জন মহিলাকে বিয়ে!

ছবি
    দি বেঙ্গলি নিউজরুম : আক্ষরিক অর্থেই গুণধর। কোথাও ডাক্তার, আবার কোথাও ইঞ্জিনিয়ার সেজে একজন দুজন নয়। গুণে গুণে পনেরোজন মহিলাকে বিয়ে করেছিলেন বেঙ্গালুরুর বানাসঙ্করী এলাকার বাসিন্দা মহেশ কে বি নায়ক ( Man Married Fifteen Women) । কিন্তু প্রথমে তাঁর প্রতারণা কেউ ধরতে পারেননি। শেষপর্যন্ত ভুলভাল ইংরেজিই ধরিয়ে দিল ওই প্রতারককে। রবিবার তাঁকে গ্রেফতার করে মাইসুরু পুলিশ। ২০২৪ সাল থেকে পঁয়ত্রিশ বছরের গুণধর মানুষটি পনেরোজনকে বিয়ে করেছিলেন। বিয়ের পরই নববিবাহিতার টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছিলেন। এক সফটওয়ার ইঞ্জিনিয়ার মহিলাকে বিয়ে করার পর ওই প্রতারককে ভুল ইংরেজি বলতে শোনায় তাঁর সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর মতো আরেক মহিলাকে ভুয়ো তথ্য দিয়ে বিয়ে করে তাঁর গয়নাগাঁটি নিয়ে পালানোর পর তিনিও থানায় অভিযোগ জানান।      তাঁকে ধরার জন্য পুলিশ একটি টিম তৈরি করে প্রতারককে টুমাকুরু থেকে গ্রেফতার করে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিযুক্ত মহেশ অনলাইনে মহিলাদের আকৃষ্ট করতে তাঁর ভুয়ো প্রোফাইল পোস্ট করে। সেখানে তিনি নিজেকে ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার প...

Lost Son Returned to Mother As Monk : বাইশ বছর নিখোঁজ ছেলে মায়ের কাছে ফিরল সন্ন্যাসী হয়ে

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : এই ঘটনা ১৯২০ সালের ভাওয়াল মামলার সঙ্গে মিল দেখা যায়। সেসময় এক উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো এক সন্ন্যাসীকে ভাওয়ালের রমেন্দ্রনারায়ণ রায় হিসেবে মনে করা হয়েছিল । এক দশক ধরে তাঁকে মৃত বলে ধরে নেওয়ার পর আইনি লড়াই চলে। আমেথির বাসিন্দা রতিপাল সিংয়ের ছেলে পিঙ্কু ২০০২ সালে গুলি খেলা নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়। মা ভানুমতী তাকে বকাবকি করেন এবং রাগবশত বাড়ি ছেড়ে চলে যায়। দু দশক ধরে পরিবারের সঙ্গে পিঙ্কুর কোনও যোগাযোগ ছিল না।   আমেথির খারাউলি গ্রামের মানুষ ছেলেবেলায় নিখোঁজ হওয়া পিঙ্কুকে সন্ন্যাসী হয়ে ফেরায় রীতিমতো হতভম্ব হয়ে যান। তাঁরা তৎক্ষণাৎ দিল্লিতে পিঙ্কুর বাবা-মাকে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে এসে ছেলেকে চিনতে পারেন। মায়ের দু হাতে নিজেকে সঁপে দেয় পিঙ্কু। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি দৃশ্যটি। পরিবার ও গ্রামের লোকজনদের অনুরোধ সত্ত্বেও গ্রাম ছেড়ে চলে যায় সে। এদিকে পিঙ্কুর বাবার অভিযোগ তাঁর ছেলেকে মুক্তি দিতে এগারো লক্ষ টাকা দাবি করেছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে পিঙ্কু যুক্ত , সেই প্রতিষ্ঠান। পিঙ্কুর বাবা জানান এগারো লক্ষ টাকা দেওয়ার ক্ষমত...

Toxic Palmistry : তোমার আয়ু বেশিদিন নেই, বৃদ্ধা জ্যোতিষীর চকোলেট খেয়ে মৃত্যু মহিলার!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : তিনি আর বেশিদিন বাঁচবেন না।  তাঁর হাত দেখে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন  এক বৃদ্ধা হস্তরেখাবিদ। তারপর তাঁকে একটি চকোলেট খেতে দিয়েছিলেন। সেই চকোলেট খাওয়ার পরই বমি করতে শুরু করেছিলেন বছর সাতাশের ব্রাজিলের সেই মহিলা। গুরুতর অসুস্থ হয়ে পড়া ফারনান্দা সিলভা ভালোজ ডা ক্রুজ পিন্টো নামে মহিলাকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। ফারনান্দোর ভাগ্নি বিয়াঙ্কা ক্রিশ্টিনা গ্লোব ওয়ানকে জানিয়েছেন চকোলেট খাওয়ার পর বমি করতে শুরু করে। চোখ দুটো ঝাপসা হয়ে যায়। তারপরই নেতিয়ে পড়ে শরীর। কয়েকঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়।     দুঃখজনক ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। সেদিন ফারনান্দা মাসিও সিটি সেন্টারের করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ম্যাসিও সিটি সেন্টারকে হস্তরেখাবিদদের মক্কা বলে হয়ে থাকে। সেসময়ই এক সন্তানের মা ফারনান্দোকে থামিয়ে দেন এক বৃদ্ধা। তিনি তাঁর হাত একটি বারের জন্য দেখতে চান। বৃদ্ধার প্রস্তাবে রাজি হয়ে হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। বৃদ্ধা হস্তরেখাবিদ তাঁর হাত খুঁটিয়ে দেখে বলেন ফারনান্দোর আয়ু বেশ...

Pet Cat Sets On Fire House: গোটা বাড়িতে আগুন লাগিয়ে দিল পোষা বেড়াল!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ফ্ল্যাটে ঢুকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল পোষা বেড়ালটি । মাঝেমাঝে শরীরের কসরত করে খেলাও করছিল সে, যেমনটা রোজ করে। সেরকমই খেলতে খেলতে কিচেনে ঢুকে পড়েছিল। আসলে বড্ড খিদে পেয়েছিল তার। খাবার খুঁজতে খুঁজতে ঘুরিয়ে দিয়েছিল ইনডাকশন কুকারের সুইচ। আর তার কেরামতিতে চালু গিয়েছিল কুকার। তারপরই লঙ্কাকাণ্ড! দোতলার ফ্ল্যাটে ধরে যায় আগুন। দাউদাউ আগুনে পুড়ে যায় গোটা ফ্ল্যাটটি।   আগুন লাগার খবর ফ্ল্যাট মালিককে ফোন করে জানান পড়শি ফ্ল্যাটের মালিক। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ফ্ল্যাট পরিণত হয়েছে ছাইয়ের স্তূপে।   বেড়ালটি যখন ফ্ল্যাটের ভেতর ঘুরে বেড়াচ্ছিল তখন ফ্ল্যাটের মালিক কোথায় ছিলেন ? সংবাদপত্রের রিপোর্ট থেকে জানা গিয়েছে ডানডান নামে ওই ফ্ল্যাটের মালিক বাইরে কোথাও মহাযোগ করছিলেন। সেসময়ই ফোন করে তাঁকে জানানো হয় তাঁর ফ্ল্যাটে কোনও ঘটনা ঘটেছে। প্রোপার্টি ম্যানেজমেন্ট স্টাফেরা ফোন করে জানান জলদি আসুন, আপনার ফ্ল্যাটে আগুন ধরেছে। খবর পেয়ে দৌড়ে আসেন মালকিন। এসে দেখেন তাঁর ফ্ল্যাট পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ফ্ল্যাটের প্রায় কিছু পুড়ে ছাই।   ডা...

Marriage In the Sky: আকাশে উড়তে উড়তে মালাবদল বর-কনের, হাজির নিয়ন্ত্রিতরাও!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : সবার কাছেই বিয়েটা বিশেষ একটা ব্যাপার। জীবনে এমন মুহূর্ত একবারই আসে। যদিও কেউ কেউ দুবার বা তিন বার বিয়ের পিঁড়িতে বসেন। মালাবদল করেন। তবে অনেকে আবার জীবনের স্মরণীয় মূহুর্তকে মনের মণিকোঠায় রেখে দিতে এমন কিছু করেন,যা চেনা পরিচিতদের সারাজীবনে সেই স্মৃতি থেকে যায়। আর সেই বিয়েটা যেন বাকি সব বিয়ে থেকে অন্যরকম হয়। এমনই এক মহিলা মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে আকাশে বোয়িং ৭৪৭ বিমানকে বিয়ের আসর বানিয়ে মালা বদল করলেন জীবনসঙ্গীর সঙ্গে। মহিলার নাম বিধি পপলি ও বরের নাম হৃদেশ সাইনানি।      বিমানে তিনশো জনেরও বেশি অতিথি ধোপদুরস্ত পোশাক পরে সামিল হলেন সেই চমকে দেওয়া বিয়ের আসরে। বিমান উড়ে গেল দুবাই থেকে ওমান। দুবাইয়ের ব্রিউ নিউজ এ খবর জানিয়েছে। লালরঙের ফেরারিতে চড়ে টারম্যাকে বিয়ে করতে বর এসেছিল বরাত নিয়ে। বিমান দুবাইয়ের বেসরকারি টার্মিনাল জেটেক্স থেকে বর-বউ ও অতিথিদের নিয়ে উড়ে যায় ওমানে। তিন ঘণ্টার সফরে অতিথিদের সাত তারকা হোটেলের খাবার দেওয়া হয়েছিল। বিমানের আসনগুলো বিয়ের থিম মেনে বদল করা হয়েছিল এবং বিয়ের অনুষ্ঠান দেখতে প্রোজেক্টর বসানো হয়েছিল। তিরিশ...

Safety of Bank Locker : আপনার সম্পদ ব্যাঙ্কের লকারে কতটা সুরক্ষিত? কোন পরিস্থিতিতে মিলবে না ক্ষতিপূরণ?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম  : বাড়িতে না রেখে সোনা,রূপো, নগদ টাকা সুরক্ষিত রাখতে ভারতের লক্ষ লক্ষ মানুষ সেগুলো ব্যাঙ্কের লকারেই রেখে থাকেন, যাতে তা নিরাপদে থাকে। ব্যাঙ্কের ভল্টগুলি তৈরি করা হয়ে উচ্চ মাত্রায় নিরাপদ ধাতু দিয়ে যাতে মূল্যবান জিনিসগুলি উপযুক্ত নিরাপত্তায় রেখে দেওয়া সম্ভব হয় (Bank locker Safety)। গ্রাহকেরাও শান্তিতে ঘুমোন সোনাদানা,টাকা পয়সা নিরাপদে আছে বলে। তবে চুরি, আগুন, বন্যা বা প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের মূল্যবান জিনিসগুলি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। যদি কোনও গ্রাহকের মূল্যবান জিনিসগুলি ব্যাঙ্ক লকারে রাখার পর বন্যা , ভূমিকম্প, চুরি, দাঙ্গা, সন্ত্রাস হামলা বা গ্রাহকের অবহেলায় নষ্ট বা ক্ষতিগ্রস্ত হয়, সবাই আশা করেন এই ক্ষতি ব্যাঙ্কগুলিই পূরণ করবে। তারাই দায়িত্ব নেবে। কিন্তু ঘটনা তা নয়। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানাচ্ছে লকারে রাখা মূল্যবান সোনারূপো,টাকা পয়সার ব্যাপারে ব্যাঙ্ক কোনওভাবেই দায়ী থাকবে না। তবে আগুন, চুরি,ডাকাতি, ব্যাঙ্ক ভবনে ধস, বা ব্যাঙ্কের কোনও কর্মীর প্রতারণামূলক কাজকর্মে ব্যাঙ্কের দায়বদ্ধতা কেবল লকারের সারাবছরের ভাড়া একশো গুণের সমান ক্ষতিপূরণ হবে। ক...

ফ্রিজে রাখা চিকেন নুডলস খেয়ে কিডনি বিকল তরুণের!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক :  রাতে হোটেল থেকে আনা খাবারের বাকি অংশ ফ্রিজে রেখে দিয়েছিল বন্ধু ( Remains Of Chicken-Noodles) । সেই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল উনিশ বছরের এক ছাত্রকে। ওই নুডলস চিকেন খাওয়ার পর প্রচণ্ড জ্বরের ( High Fever) পাশাপাশি সারা রাত প্রবল শারীরিক অস্বস্তির পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার জীবন বাঁচাতে বাদ দিতে হল ওই তরুণ ছাত্রের হাতের অংশ! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রিটেনে  (Britain) । ফ্রিজে রেখে দেওয়া চিকেন নুডল খাওয়ার পর ভয়ঙ্কর শ্বাসকষ্ট থেকে পেটে ভয়ানক যন্ত্রণা শুরু হয়। সারা শরীরে দাগ ফুটে ওঠে। ধূসর হয়ে যায় ত্বক। হৃদস্পন্দনের গতি দাঁড়ায় প্রতি মিনিটে ১৬৬। তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়।  চিকিৎসকরা জানিয়েছেন ওই অসুস্থ ছাত্রের কোনও ধরণের এলার্জি ছিল না। এমনকী  সে মদও খায় না। টানা কুড়ি ঘণ্টা ধরে প্রবল কষ্ট চলার পর তার সেই ভয়ঙ্কর যন্ত্রণা,অস্বস্তি দূর হয়। চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসার আগে ছাত্রটির পেটে অসম্ভব ব্যথা হচ্ছিল আর চামড়ার রং বিবর্ণ হয়ে গিয়েছিল। যে ব্যাকটেরিয়া থেকে তার এমন অবস্থা সেটি হল নেইসেরিয়া ...

Ghost Presence In Bhangarh : ভানগড়ের দুর্গে কি সত্যিই অশরীরীর দেখা মেলে ?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ভাঙাচোরা বড় বড় পাথরের তৈরি খিলান পেরিয়ে পোড়ো দুর্গের গভীর অন্ধকারে পা দিলেই ছমছম করে ওঠে শরীর। অথচ বাইরে তখন যথারীতি ঝলমল করছে দিনের আলো । কিন্তু সেখানে রোদ থাকলেও দুর্গের ভেতর আলো নেই একফোঁটাও । ঝুল , মাকড়সায় ভরা ঘরের কোণ থেকে একদল চামচিকে উড়ে গেল ডানা ঝাপটাতে ঝাপটাতে। একটা চাপা , ফিসফিসানি কি শোনা যাচ্ছে ? কানের পাশ দিয়ে কি কারও দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন ? আপনি যদি খুব সাহসী হন , আপনার সঙ্গীও যদি আপনার মতো সাহসী হন , তাহলে একটু অপেক্ষা করুন। তবে দেখবেন , কিছুক্ষণ পরেই আপনার এবং আপনার সঙ্গীর গা কিন্তু একটু ছমছম করে উঠছে। তারপর হয়তো মনে হবে , নাহ , আর বেশি দূর না এগোনোই বুদ্ধিমানের কাজ। কে জানে কখন আবার কোন ঘটনার মুখোমুখি হতে হয় । এই গাঢ় গভীর অন্ধকার মোটেই ভালো ঠেকছে না। এবার মানে মানে করে ফিরে যাওয়াটাই ভালো।   মরুরাজ্য রাজস্থানের ভানগড়ের আজবগড় । সেই আজবগড়ের গভীর জঙ্গলের পাশে রয়েছে বিশাল পোড়ো এই দুর্গ , যা ভারতের ভয়ঙ্করতম ভুতুড়ে বাড়ি বলে পরিচিত। দিনের আলোয় পোড়ো দুর্গের ভেতরে ঢুকতে পারলেও সূর্যাস্তের পর আর ঢুক...

Wife Found Husband As Beggar: দশ বছর পর ভিক্ষুক অবস্থায় স্বামীকে ফিরে পেলেন স্ত্রী!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম :   সিনেমাকেও হার মানায়! দশ বছর ধরে নিখোঁজ স্বামীকে খুঁজে পেলেন স্ত্রী। যদিও নাটকীয়ভাবে ছেলেকে হাসপাতালে গিয়ে দেখানোর সময় সেখানে ভিক্ষুক বেশে ভিক্ষারত অবস্থায় খুঁজে পেলেন স্বামীকে।     সিনেমার চেয়েও রোমাঞ্চকর ঘটনটি ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়ায়। নিজের বাড়ির সামনে ছেড়া কাপড় পরা ভিক্ষুক বেশে আসার পর তাঁর স্ত্রী তাকে চিনতে পারেন। জড়িয়ে ধরেন তাঁকে। আনন্দে কাঁদতে থাকেন। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে অনেকেই চোখের জল সামলাতে পারেননি। একুশ বছর আগে জানকী দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল মোতিচাঁদের নামে ওই ব্যক্তির ।       বালিয়া জেলার সিটি কোতোয়ালি এলাকার দেবকালী গ্রামে তাঁরা থাকতেন।   তাঁদের তিনটি সন্তান হয়।   মোতিচাঁদের মানসিক সমস্যা দেখা দেয়। দশ বছর আগে কারোকে কিছু না বলে আচকাই নিরুদ্দেশ হয়ে যান মোতিচাঁদ। জানকীদেবী ও আত্মীয়রা তন্নতন্ন করে খুঁজেও তাঁর হদিশ পাননি। জানকীদেবী একাই তিন সন্তানকে মানুষ করতে থাকেন। গত সোমবার ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন জানকী দেবী। হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডের সামনে একজন ছেড়া নোংরা কাপড় প...

Abhisek Heads Trinamul ? তৃণমূলের দায়িত্ব অভিষেককে? তুঙ্গে চর্চা

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : তাঁর বয়েস হচ্ছে। এ বয়সে সবকিছু দেখা তাঁর পক্ষে সম্ভব নয়। নবান্ন থেকে রাজ্যের দশকোটি মানুষের দিকে তাঁকে অহরহ নজর দিতে হচ্ছে। দলের সব ব্যাপারে নজর দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। তাই আগামী কিছুদিনের মধ্যে রাজ্যের শাসক দলের গুরুদায়িত্ব দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধে দিতে পারেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , দলের ঘনিষ্ঠ সূত্রে এমনই খবর। যদিও এনিয়ে বহুদিন ধরেই চর্চা চলে আসছিল বঙ্গ রাজনীতিতে। তৃণমূল নেত্রীর পর কোনও প্রবীণ নেতা বা নেত্রী নন, নেত্রীর সঙ্গে থাকতে থাকতে ইতিমধ্যেই রাজনৈতিকভাবে পরিণত হয়েছেন অভিষেক। চিনেছেন বঙ্গ রাজনীতির আঁটঘাট। উত্তাল পরিস্থিতিতেও রাজনীতিতে টিঁকে থাকতে গেলে কীভাবে চলতে হয়, সেটাও ভালো করে জেনে গিয়েছেন। তাঁর বিরুদ্ধে কয়লা কেলেঙ্কারি,লিপস অ্যান্ড বাউন্ডসে দুর্নীতির মতো অভিযোগ থাকলেও তা ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন তিনি। গত লোকসভায় রেকর্ড ভোটে জিতে প্রমাণও করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বিপুল ভোটে জেতার জন্য তাঁর একার ক্যারিশমাই যথেষ্ট।   ঘাসফুল শিবিরের দায়িত্বে অভিষেককে আনার দাবি ঠারেঠোরে...