This young Lady Survives Without Water: জল না খেয়ে ছাব্বিশ বছর বেঁচে আছেন এই তরুণী
দি বেঙ্গলি নিউজরুম : জল না খেলে আমরা তেষ্টায় ছটফট করি। কিন্তু বিশ্বাস করবেন কি, এই মার্কিন তরুণী কিন্তু কুড়ি বছর ধরে জল ছাড়াই কাটছে তার জীবন। জল খেলে আর শরীরে লাগলে দেখতে হবে না, সঙ্গেসঙ্গে মারাত্মক ঘটনা ঘটবে । এমন কিছু ঘটবে,তখনই তাঁকে নিয়ে ছুটতে হবে হাসপাতালে। তাতেও যে রক্ষা হবে কিনা জানা নেই। ( This young Lady Survives Without Water) যেখানে জল ছাড়া মানুষ বাঁচে না, সেখানে টেসা হানসেন স্মিথ নামে ক্যালিফোর্নিয়ার এই তরুণীর জলে ভয়ঙ্কর এলার্জি। জল খেলে বা শরীরের কোথাও লাগলে আর দেখতে হবে না। তারপর এমন কিছু ঘটবে, তাতে জীবন সংশয় হওয়াটা কোনও ব্যাপারই নয়। টেসা কুড়ি বছরের বেশি সময় ধরে বিরলতম এক অসুখে ভুগছেন। এই বিরল রোগকে অ্যাকোয়াজেনিক উরটিক্যারিয়া বলে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। যাকে ওয়াটার অ্যালার্জি বলা হয়। ট্রেসার বয়েস যখন আটবছর,তখনই তাঁর ওয়াটার এলার্জি দেখা যায়। তারপর বছরের পর বছর ধরে বিষয়টি আরও জটিল আকার ধারণ করে। আমেরিকার এবিসি সেভেন ডট কমে এই আশ্চর্য করে দেওয়া খবরটি বেরিয়েছে। সংবাদমাধ্যমকে টেসা যা জানিয়েছেন তা শুনলে যে কারোরই চোখ কপালে উঠ...