Threat Culture In CESC : এবার সিইএসসিতে থ্রেট কালচারের অভিযোগ, তৃণমূল নেতার দাপটে আতঙ্কে কর্মীরা

দি বেঙ্গলি নিউজরুম: তৃণমূল কংগ্রেস মানেই কি থ্রেট কালচার? আরজি কর,এনআরএসে থ্রেট কালচার নিয়ে তোলপাড়ের মধ্যে এবার সামনে এল সিইএসসিতে থ্রেট কালচারের চাঞ্চল্যকর অভিযোগ। সেখানে মহিলা কর্মীরা তৃণমূল নেতার মানসিক নিগ্রহের শিকার হয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। এমনই এক মহিলা কর্মী শ্রাবণী মিত্র অভিযোগ করেছেন তিনি সেখানকার শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা সমীর পাঁজার থ্রেট কালচারের শিকার হয়ে চলেছেন। নেতার কথা না শোনায় তাঁকে বাড়ি থেকে বহুদূরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ পছন্দমতো অফিসে ট্রান্সফার চাইলে পাঁচ লাখ টাকা পর্যন্ত চাওয়া হয়েছে। এমনকী নেতার কর্মীদের দিয়ে নিয়মিত হেনস্থা করা হয়েছে। দীর্ঘদিন ধরে এমন হেনস্থা চলতে থাকায় ওই মহিলা কর্মী সিইএসসির কর্ণধারকে এ নিয়ে লিখিত অভিযোগ জানান। এরপর তাঁকে পুরনো জায়গায় ট্রান্সফার করা হয়। অভিযোগ সেখানে অফিসে ঢুকতে গেলে তাঁকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা শারীরিকভাবে হেনস্থা করে। অন্যদিকে আরেক মহিলা কর্মীও সমীর পাঁজা ও তার দলবলের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ এনেছেন। মতে সায় না দেওয়ায় বিধবা কর্মীকে অনেক রাত পর্যন্ত অফিসে আটকে কাজ করানো হয়। গত দু বছর ধরে তৃণমূল কংগ্রেস নেতা সমীর পাঁজা ও তাঁর দলবল অত্যাচার চালিয়ে আসছে বলে জানিয়েছেন ওই মহিলা কর্মী। পছন্দের লোক না হওয়ায় অনেকের চেয়ার কেড়ে নেওয়া হয়। সবমিলিয়ে কিছু অফিসারের মদতে অরাজকতা চলছে বলে অভিযোগ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!