পোস্টগুলি

2024 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Six Times Heart Stopped: ৬ বার হৃদযন্ত্র বন্ধের পরেও অলৌকিকভাবে বেঁচে ভারতীয় ছাত্র!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : এভাবেও ফিরে আসা যায়! আমেরিকার সিয়াটেলে থাকেন মার্কিন-ভারতীয় বংশোদ্ভূত অতুল রাও । পড়াশোনা করেন টেক্সাসের বাইলর বিশ্ববিদ্যালয়ে। তাঁর ফুসফুসে একটি ব্লাড তৈরি হয়, যা হৃদপিন্ডের রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। এই অবস্থাকে বলা হয় পালমোনারি এমবোলিজম। যার দরুণ কার্ডিয়াক অ্যারেস্ট হয় ছাত্রটির। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর তাঁকে নিয়ে যাওয়া হয় লন্ডনের ইমপেরিয়াল হেলথকেয়ার এনএইচএস ট্রাস্ট হ্যামারস্মিথ হসপিটালের হার্ট অ্যাটাক সেন্টারে। স্ক্যান করে দেখা যায় রক্ত জমাট বাধায় হৃদপিন্ড থেকে ফুসফুসে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। সেই অসম্ভব ঘটনা থেকে মুক্তি পাওয়ার পর অতুল মা বাবার সঙ্গে লন্ডনে হাসপাতালের চিকিৎসকদের কৃতজ্ঞতা জানাতে গিয়েছিলেন। গতমাসে রাও চিকিৎসকদের জানান, এমনটা ঘটার পর তিনি অবাক হয়েছিলেন ওষুধে তিনি ঠিকমতো কাজ করতে পারবেন কিনা। বদলে ব্যবসায় যোগ দিতে পারবেন কিনা, তা নিয়েও তাঁর যথেষ্ট সংশয় ছিল। কিন্তু ঘুম থেকে ওঠার মিনিট কয়েক পরেই তাঁর মনে হয়েছিল, তিনি সৃজনমূলক কাজে সময়কে ব্যবহার করতে পারবেন কিনা। তিনি যদি অন্যদের সাহায্যে দ্বিতীয়বার সুযোগ পান, তাহলে...। রাওয়ে প্রি মেডি...

Marriage Of Sickled Girls : শেকলে বাঁধা শৈশব, শেকল বাঁধা অবস্থাতেই বিয়ে শিশুকন্যাদের!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : শেকলে বাঁধা শৈশব! পায়ে শেকল বাঁধা অবস্থাতেই শৈশব কেটে যায়। তারপর ষোলো বছর পড়তে না পড়তেই বিয়ে। পড়াশোনা দূর অস্ত। বলা ভালো দুঃস্বপ্নের চেয়েও বিভীষকার। এটা নাকি আবহমান ধরে চলে আসা ঝাগডা-নাগডা নামে একটা প্রথা বা ঐতিহ্য। যে প্রথা যুগযুগ ধরে মেনে আসছে মধ্যপ্রদেশের রায়গড় জেলার জইটপুরের মানুষেরা। কোনও প্রতিবাদ নেই। নেই কোনও রুখে দাঁড়ানোর চেষ্টা। আর এভাবেই একুশ শতকে ঘটে চলেছে মেয়েদের নীরব শৈশব সংহার। এই গ্রামে বিজেপি আমলেও নেই কোনও বদলের উদ্যোগ। গ্রামের রাস্তাঘাট অতি সংকীর্ণ, ভেঙেচুরে গিয়েছে। হিসেবমতো চলার যোগ্যও নয়। উন্নয়নের কোনও চিহ্নও নেই। এখানে বাঁচার জন্য গ্রামের মানুষ প্রতিনিয়ত কঠিন লড়াই করে চলেছে। এখানে শিশুকন্যাদের মুখে কোনও হাসি নেই।    শেকল বাঁধা অবস্থায় একটু বড় হলে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হয় তাদের। ভালোমন্দ বোঝাও তাদের কারো ক্ষমতা নেই। এ যেন এক পশুর জীবন। কিন্তু এই জীবনকেই মেনে নিয়ে কাটাতে হচ্ছে এখানকার মানুষ নামে দলে মুচড়ে যাওয়া অপরিসীম দারিদ্রে ন্যুব্জ হয়ে পড়া দু পেয়েদের। এখানকার সাতশো শিশুকন্যাকে খোলামেলা শৈশবকে দ...

Prostitute Villages: ভারতের এই গ্রামগুলিতে মেয়েরা জন্মেই পতিতা!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বাকি বিশ্বের সঙ্গে সমানে পাল্লা দিতে ভারত যখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, তখন এ দেশে এখনও এমন কিছু বাস্তব ঘটনা রয়েছে যা আমাদের লজ্জায় মাথা নুইয়ে দেয়। যেমন গুজরাত। ইতিমধ্যেই সমৃদ্ধ রাজ্য হিসেবে নিজেদের তুলে ধরেছে তারা। সেই রাজ্যের গ্রামেই রয়েছে এমন এক ঘটনা, যা এক নিমেষে সব কিছুকে লজ্জায় মাটিতে মিশিয়ে দেয়। গুজরাতের ওয়াদিয়া গ্রাম ( Wadia Village Of Gujarat) । এই গ্রামে প্রাচীন কাল থেকে মহিলারা পতিতাবৃত্তি (All Women Earn Money For Family By Prostitute Profession) করে সংসারের ভরণ পোষণ করে আসছে। মেয়েরা যখন পতিতাবৃত্তি করে সংসারের ভরণপোষণ করে চলেছে,তখন পরিবারের পুরুষেরা সেখানে মধুর খোঁজে আসা লোকজনদের পতিতা জোগাড় করে দিতে দালালের কাজ করে রোজগার করে থাকে। শতকের পর শতক ধরে এই রীতি চলে আসছে। এ গ্রামের সবাই মহিলারাই এই পেশায় যুক্ত। তবে নানাভাবে এই আদিম পেশা বন্ধ করার চেষ্টা করা হয়েছে। মেয়েদের মধ্যে শিক্ষা, গণ বিবাহের ব্যবস্থা করে এই প্রথা বন্ধ করার চেষ্টা করলেও তা কাজে আসেনি। মধ্যপ্রদেশের (Village Of Madhya Pradesh) গ্রামেও রয়েছে এরকমই এক প্রথা। এখানকার গ্রা...

One Lakh Prize For Missing Pet Parrot :হারিয়ে যাওয়া পোষা টিয়ার খোঁজ দিলে নগদ এক লাখ!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : পোষা টিয়া পাখিকে ভীষণ ভালোবাসতেন বাড়ির সবাই। কিন্তু সেই টিয়া পাখি একদিন খাঁচা ছেড়ে উড়ে গেল, যার পরই বাড়ির সবাই রীতিমতো মুষড়ে পড়লেন। প্রিয় টিয়া পাখিকে খুঁজে পেতে চারদিক খোঁজাখুঁজি করেও তার হদিশ মিলল না। টিয়ার খোঁজ না পেয়ে খাওয়া দাওয়াই বন্ধ করে দিলেন বাড়ির লোকজনেরা। ভেঙে পড়া পরিবারের এহেন শোচনীয় অবস্থা দেখে বাড়ির কর্তা স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেন যিনি তাঁদের হারিয়ে যাওয়া পাখির খোঁজ এনে দিতে পারবেন, তাঁকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে (One Lakh Prize For Missing Pet Parrot) । ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের এ মাসের দশ তারিখে বুলন্দশহরে। তবে এখনও পর্যন্ত টিয়ার খোঁজ পাওয়া গিয়েছে কিনা, তা জানা যায়নি। যদিও বিজ্ঞাপন দেখে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা শহর।  

Adhar Card For Street Dog: মালিকের খোঁজ পেতে কুকুরের গলায় আধার কার্ড

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: আজকের দিনে প্রতিটি ভারতীয়ের পরিচয়পত্র হল আধার কার্ড। আধার কার্ড ছাড়া কোনও কাজই সম্ভব নয়। হাসপাতাল,স্কুল, অফিস, ব্যাঙ্ক থেকে সব জায়গাতেই এই কার্ড চাই। না হলে কোনওকাজই সম্ভব নয়। ভারতের প্রতিটি নাগরিকের জন্য আধার কার্ড মাস্ট। এবার সেই আধার কার্ড ব্যাজ পরে মুম্বই বিমানবন্দরের বাইরে ঘুরে বেড়ানো একদল পথ কুকুরের গলায় দেখা গেল ।  কিউআর কোডের মাধ্যমে ইউজারদের ডেটাবেসের বিবরণ দেয়, যার মাধ্যমে কুকুর হারিয়ে গেলে বা অন্য কোনও জায়গায় চলে গেলে স্ক্যান করে সেসম্পর্কে খোঁজ মিলবে।    যেমন কুকুরটির নাম,তাকে যে খেতে দেয় তার যোগাযোগ সম্পর্কে তথ্য, কবে ভ্যাকসিন দেওয়া হয়েছে বা কবেই বা নির্বীজকরণ করা হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগমের ভেটেনেনারি হেলথ সার্ভিসের প্রধান ড.কলিম পাঠান জানান বিমানবন্দরের বাইরে থাকা কুকুরদের কিউআর কোড দেওয়া প্রকল্পের পাইলট প্রোজেক্টের অঙ্গ। এখন দেখা হবে ব্যাপারটা কীভাবে, কতদূর এগোয়। এই ধরণের পরিচয়পত্র যাঁরা কুকুরদের নিয়মিত খাওয়ান, তাঁদের দেওয়া হয়েছে।   “ প ফ্রেন্ড ইন ” নামে এক উদ্যাগের মাধ্যমে এর নকশা তৈরি করেছেন ইঞ্জিনিয়ার...

Babri Maszid-Ram Mandir Controversy In Bengal : এ রাজ্যে ছাব্বিশের ভোটের তাস হতে চলেছে বাবরি-মসজিদ-রাম মন্দির ইস্যু?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বাংলাদেশে লাগাতার অশান্তির আবহে এ রাজ্যে কি নতুন করে অশান্তি সৃষ্টি করতে চলেছে রাম-মন্দির-বাবরি মসজিদ বিতর্ক ? হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় শুরু হয়েছে হিন্দুদের ওপর কট্টরপন্থীদের নির্যাতন। মন্দিরে ভাঙচুর থেকে বিগ্রহ ভেঙে ফেলা, হিন্দুদের সম্পত্তি কেড়ে নেওয়ার মতো ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ। ইসকনকে কেন্দ্র করে শুরু হওয়া অশান্তির জেরে লাগাতার শুরু হয়েছে হিন্দু নির্যাতন, প্রখর ভারত বিরোধিতা। আর এই বিরোধিতার পুরোভাগে রয়েছে খালেদা জিয়ার উগ্রবাদী দল বিএনপি,জামাত-এ-ইসলাম থেকে শুরু করে একাধিক উগ্রপন্থী দলগুলি। কখনও কলকাতা দখল, কখনও বাংলা বিহার ফেরতের হুমকি, আবার কখনও ভারতের সেভেন সিস্টার দখলের হুমকি দিয়ে চলেছে তারা। যা নিয়ে হাসির খোরাকও হচ্ছে বিএনপি ও প্রাক্তন সেনাকর্তা, পুলিশ।    দুদেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পরও থামেনি সন্ত্রাস। আর এমন আবহে এ রাজ্যের মুর্শিদাবাদে আগামী বছরের ছ ডিসেম্বর বাবরি মসজিদ গড়ার ডাক দিয়েছেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আর তারপরই পাল্টা হিসেবে রামমন্দির নির্মাণের কথা ঘোষণা করেছে বঙ্গীয় হিন্দ...

Hundred Years Old Married Same Age Woman: পাত্রের বয়েস একশো, পাত্রীর একশো দু বছর!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বিয়ে করে গিনেস ওয়ার্ড রেকর্ডে নাম তুললেন ফিলাডেলফিয়ার এক দম্পতি। ভালোবাসায় বয়েস কোনও বাধা নয়। কথাটা যে সত্যি মাঝেমধ্যেই আমরা প্রমাণ পাই। মানুষ কোনও নারীকে ভালোবেসে বিয়ে করে, ভালোবাসার পাত্রীর বয়েসের বিচার না করেই। নাীর ক্ষেত্রেও তাই। যাটের প্রৌঢ়কে ভালোবেসে গলায় মালা পরিয়েছেন অষ্টাদশী। কিংবা ষাট বছরের মহিলা সাত পাকে বাঁধা পড়েছেন যুবকের। এমন খবর শুনে আমরা খুব একটা চমকাই না। কিন্তু যদি বলা হয় পাত্রের বয়েস একশো, আর পাত্রীর বয়েস একশো দু বছর... জানলে আপনি কেন, সবারই চোখ কপালে উঠতে বাধ্য। কিন্তু ফিলাডেলফিয়ার একশো বছরের বার্নি লিটম্যান এ বছরের শুরুতে বিয়ে করেছেন একশো দু বছরের মারজোরি ফিটারম্যানকে। দুজনের বয়েসকে যদি একসঙ্গে জোড়া যায়, তাহলে সংখ্যাটা হবে দুশো দুবছর দুশো একাত্তর দিন। তাঁদের এই বয়েসের স্বীকৃতি দিয়ে গিনেস বুকে জায়গা দেওয়া হয়েছে।  তাঁদের এই ভালোবাসার শুরু হয়েছিল ন বছর আগে। ফিলাডেলফিয়ায় তাঁরা সিনিয়র লিভিং ফেসিলিটিতে থাকার সময়ই প্রেমের শুরু হয়। তাঁদের বাসস্থানের কস্টিউম পার্টিতে দুজন দুজনকে দেখে প্রেমে পড়েন। লিটম্যানের সঙ্গে ফিটার...

Man Quits Job Of One Crore : ভাল্লাগছে না, এক কথায় এক কোটির চাকরি ছেড়ে দিলেন যুবক!

ছবি
                             দি বেঙ্গলি নিউজরুম : খবরটা শুনলে যে কোনও মানুষের চোখ ছানাবড়া হতে বাধ্য। নিশ্চয় ভাববেন নির্ঘাত মাথা খারাপ হয়েছে মানুষটার। কিন্তু যাই ভাবুন না কেন এই ঘটনাকে অবিশ্বাস্য মনে হলেও একশোয় একশোভাগ সত্যি। বরুণ হাসিজা নামে বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ, যাঁর সারা বছরের বেতনের অঙ্ক এক কোটি টাকা, তিনি অন্য কোনও জায়গা থেকে চাকরি না পেয়েও চাকরি ছেড়ে দিলেন (Man Quits Job Of One Crore) । শান্তি, সুখ পেতে নিজের জীবনকে এক কোটি টাকা বেতনের নাগপাশে বেঁধে রাখতে চান না। কোটিপতি চাকুরে বরুণ তাঁর এক্স হ্যান্ডেলে নিজের মনের কথা খোলাখুলি জানিয়েছেন। বেঙ্গালুরুর এই আশ্চর্য চাকুরে কোথায় কাজ করতে হবে, তার একটা রূপরেখার ইঙ্গিত দিয়েছেন । এক –এমন কাজ যা আনন্দ আনে। দ্বিতীয়—যে কাজের বাস্তব মূল্য রয়েছে। তৃতীয়- সংস্থার বিকাশ ও যিনি চাকরি করবেন, তাঁর সম্পদ বৃদ্ধি ।      দুর্ভাগ্যজনক ঘটনা হল, তিনি যে সংস্থায় শেষবার চাকরি করেছেন, তাতে চাকরি করে কাঙ্ক্ষিত সুখ পাননি। নিজের অতৃপ্তির কথা জানিয়েছেন বরুণ...

Digital Arrest : আপনি কি ডিজিটাল অ্যারেস্টের শিকার হতে পারেন? কীভাবে আটকাবেন এই প্রতারণা,,,,

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : আচমকাই বেজে উঠতে পারে আপনার ফোন। অচেনা ফোনের নম্বর থেকে ভিডিও কলে ওপার থেকে কড়া গলায় বলে উঠবে, আমি মুম্বই পুলিশ থেকে বলছি। আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। আপনি বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এ কারণে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। আপনার বেআইনি কাজের  তদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিডিও কলে দেখা যাচ্ছে একজন পুলিশ ওপারে বসে আছেন। তিনি একটি নাম বলবেন এবং জানাবেন তিনি মুম্বই ক্রাইম ব্রাঞ্চ আছে ন।    ভিডিওকলে থানার ভেতর যেমন থাকে, তেমনই রয়েছে। এমনকী পুলিশের লোগোও ব্যবহার করা হয়েছে। একেবারে নিঁখুত সবকিছু যা দেখে অবিশ্বাস করার কিছু নেই। ওই পুলিশের পাশে থাকা সিবিআই অফিসারকেও দেখা যায়। তিনিও ভারিক্কী গলায় বলে উঠবেন দেখুন আপনার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা অতি গুরুতর। মুম্বই পুলিশ আপনাকে গ্রেফতার করতে আসছে আপনার বাড়িতে। আপনাকে কেস মেটাতে গেলে কিছু টাকা আরটিজিএস করে টাকা পাঠাতে হবে। সিবিআই অফিসার তাঁর কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থেকে আধার কার্ড, প্যান কার্ডের বিস্তারিত বিবরণ চাইবেন। টাকা পাঠানোর জন্য রীতিমতো চাপ দেওয়...

Jamate-E-islami : বাংলাদেশের জামাতে এ ইসলামির আসল উদ্দেশ্য কি?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম :   বাংলাদেশের রাশ কোনও গণতান্ত্রিক দলের হাতে নয়। রাশ থাকুক মৌলবাদীদের হাতে। সেদেশকে পাকিস্তানের মতো ইসলামি রাষ্ট্র করা হোক। দেশে চালু হোক শরিয়ত আইন।   বাংলাদেশে সাম্প্রতিক হিংসার পেছনে বারবার আঙুল উঠতে শুরু করেছে কট্টরপন্থীদের দিকে। আর এই কট্টরপন্থীদের পেছনে যে সংগঠন রয়েছে,সেই সংগঠনের নাম জামাত-এ-ইসলামি। প্রথমে সংগঠনটির নাম ছিল জামাত-ই-ইসলামি বাংলাদেশ। এটি সেদেশের বৃহত্তম ইসলামি রাজনৈতিক দল হিসেবে পরিচিত। এই মুহূর্তে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কান্তি দাসের গ্রেফতারের ঘটনায় হিংসার আগুনে রীতিমতো জ্বলছে প্রতিবেশি রাষ্ট্র। সংখ্যালঘু হিন্দু, অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে ক্রমাগত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে জামাত। তাদের লোকজনেরা হিন্দুদের ওপর হামলা, অগ্নিসংযোগ,মন্দিরগুলিতে প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে তারা। আর এই কাজে তাদের দোসর খালেদা জিয়ার বিএনপি। এই দুই সংগঠনই চায় বাংলাদেশকে হিন্দু-তথা সংখ্যালঘু শূন্য করতে। এ জন্য রোজই তাদের ওপর চালানো হচ্ছে সন্ত্রাস, হামলা।   এই সংগঠন একেবারে প্রথম থেকেই চায়নি পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশের সৃষ্টি। শেখ মুজি...

How To Make Noodles: কীভাবে নুডলস তৈরি হয় জানলে চমকে উঠবেনই!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: ব্যস্ত সময়ে ( Busy Time) চটজলদি খাওয়ার জন্য নুডুলসের কোনও বিকল্প নেই। শুধু বড়রা কেন , ছোটদের কাছে এই খাবারের কোনও বিকল্প নেই। খিদের সময় এক প্লেট গরম গরম নুডলস পেলে আর কী চাই! বাড়ি , স্কুল কলেজ বা অফিস কিংবা কোথাও বেড়াতে গেলে এক প্লেট গরম গরম ধোঁয়া ওঠা নুডলস পেলে আর কিছু চাই না। খেতে যেমন মুখরোচক , তেমনই খাবার হিসেবে উপাদেয়ও বটে। সময় নেই , বাড়িতে দু মিনিটেই বানিয়ে নেওয়া যায় এই খাবার। রাস্তার স্টলে বা রেস্তোরাঁয় বাড়ির লোক বা বন্ধুদের সঙ্গেও চুটিয়ে খাওয়া চলে। এবং আকছারও তা খাওয়া হয়। সত্যি বলুন তো , গরম গরম নুডুলস পেলে কিছু চাই নাকি! তবে কীভাবে সবার প্রিয় খাবার নুডলস তৈরি করা হয় , সে ব্যাপারে নুডলস খাওয়ার ব্যাপারে দু বার ভাবতে হবে ( How To Make Noodles) ।     বিশেষ করে ভিডিওয় সেই নুডলস তৈরি করা দেখে মনে হতেই পারে , ছিঃ , এই ভাবে আমার-আপনার প্রিয় নুডলস তৈরি হয়! ওমা। এসব কেউ খায় নাকি! ভিডিওয় দেখা গিয়েছে নুডলস কারখানার কর্মীরা স্বাস্থ্যবিধি না মেনে ( Workers Do not Maintain Hygiene) দায়সারাভাবে নুডলস তৈরি করছে। সবাই খালি পায়ে মাটিতে প...

Objectionable Comment By Bangladesh Leader :হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে আপত্তিকর মন্তব্য বাংলাদেশের বিরোধী নেতার, কী বলেছিলেন তিনি?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ইসকনের চিন্ময়কান্তির গ্রেফতারি ঘিরে অগ্নিগর্ভ বাংলাদেশ। ইতিমধ্যেই সেদেশের হিন্দুদের ওপর চলছে ক্রমাগত অত্যাচার। বাংলাদেশের মৌলবাদীদের আক্রমণের নিশানায় হিন্দু সম্প্রদায়ের মানুষ থেকে শুরু করে মন্দির, ধর্মীয়স্থান। জামাতে ইসলাম, খালেদা জিয়ার বিএনপির উগ্র কর্মী-সমর্থকদের হামলায় ধূলিসাৎ হয়েছে মন্দির, উপাসনা গৃহ।    হিন্দু বিদ্বেষের বীজ একেবারে শুরু থেকেই বপন করে এসেছে মৌলবাদী গোষ্ঠীগুলি। হাসিনা ক্ষমতায় থাকাকালীনই হিন্দুদের ধর্মের বই নিয়ে আপত্তিকর   মন্তব্য করে বড়সড় বিতর্কে জড়িয়েছিলেন সেদেশের বিরোধী দলনেতা তারিক রহমান। হিন্দু ধর্মগ্রন্থের কাহিনিকে পর্নোগ্রাফি বলে তুলনা করেছন বাংলাদেশের বিরোধী দল গণ অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক। তাঁর দাবি ছিল হিন্দু ধর্মগ্রন্থগুলি কোনও নীতি শিক্ষা দেয় না। ওগুলি পর্নোগ্রাফির কাহিনি। গণ অধিকার পরিষদের এই যুগ্ম আহ্বায়ক তারিখ বিরোধী দলনেতা নুরুল হক নূরের ঘনিষ্ঠ বলে পরিচিত। নুরুল হক হাসিনার কড়া সমালোচক ছিলেন।      ফেসবুক লাইভে গণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিন্দু ধর্মগ্রন্থের কাহিনির সঙ্গে পর্নোগ্...

This young Lady Survives Without Water: জল না খেয়ে ছাব্বিশ বছর বেঁচে আছেন এই তরুণী

ছবি
দি বেঙ্গলি নিউজরুম :   জল না খেলে আমরা তেষ্টায় ছটফট করি। কিন্তু বিশ্বাস করবেন কি, এই মার্কিন তরুণী  কিন্তু কুড়ি বছর ধরে জল ছাড়াই কাটছে তার জীবন। জল খেলে আর শরীরে লাগলে দেখতে হবে না, সঙ্গেসঙ্গে মারাত্মক ঘটনা ঘটবে । এমন কিছু ঘটবে,তখনই তাঁকে নিয়ে ছুটতে হবে হাসপাতালে। তাতেও যে রক্ষা হবে কিনা জানা নেই। ( This young Lady Survives Without Water)   যেখানে জল ছাড়া মানুষ বাঁচে না, সেখানে টেসা হানসেন স্মিথ নামে ক্যালিফোর্নিয়ার এই তরুণীর জলে ভয়ঙ্কর এলার্জি। জল খেলে বা শরীরের কোথাও লাগলে আর দেখতে হবে না। তারপর এমন কিছু ঘটবে, তাতে জীবন সংশয় হওয়াটা কোনও ব্যাপারই নয়।   টেসা কুড়ি বছরের বেশি সময় ধরে বিরলতম এক অসুখে ভুগছেন। এই বিরল রোগকে অ্যাকোয়াজেনিক উরটিক্যারিয়া বলে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। যাকে ওয়াটার অ্যালার্জি বলা হয়।  ট্রেসার বয়েস যখন আটবছর,তখনই তাঁর ওয়াটার এলার্জি দেখা যায়। তারপর বছরের পর বছর ধরে বিষয়টি আরও জটিল আকার ধারণ করে। আমেরিকার এবিসি সেভেন ডট কমে এই আশ্চর্য করে দেওয়া খবরটি বেরিয়েছে। সংবাদমাধ্যমকে টেসা যা জানিয়েছেন তা শুনলে যে কারোরই চোখ কপালে উঠ...

Bangladesh Turns To Islami State?ইসলামি রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ? কারা রয়েছে এর পিছনে

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম :   গণপ্রজাতন্ত্রী তকমা সরিয়ে  পাকিস্তানের প্রচ্ছন্ন মদতে পুরোপুরি ইসলামি রাষ্ট্র হতে চলেছে বাংলাদেশ? শেখ হাসিনার বিদায়ের পর থেকেই সেদেশে সক্রিয় হয়ে উঠেছে জামাতের মতো উগ্র ভারত বিরোধী সংগঠনগুলি। তাদের সঙ্গে আছে খালেদা জিয়ার বিএনপি ( Bangladesh Turns To Islami State?)। মহম্মদ ইউনূস তদারকি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেদেশে ব্যাপকভাবে শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন। বাদ যায়নি অন্য সংখ্যালঘুরাও। নিগ্রহ, হামলার পাশাপাশি হিন্দুদের ধর্মীয় স্থানে বিগ্রহ ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনা ক্রমাগত ঘটে চলেছে। খুন করা হয়েছে জনা ছয়েক হিন্দুকে। আর এসবই শুরু হয়েছে মহম্মদ ইউনূস দায়িত্বে আসার পরই। পরিস্থিতি ঘোরালো হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কান্তিকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতারের পর থেকে। ইউনূস সংখ্যালঘু নির্যাতন বন্ধে আশ্বাস দিলেও এতটুকু কমেনি নির্যাতন।     ওয়াকিবহাল মহলের ধারণা বাংলাদেশ এখন কট্টর ভারত ও হিন্দুবিরোধী জামাত- বিএনপির পুরোপুরি কব্জায় চলে গিয়েছে। এই মৌলবাদী সংগঠন কোনওভাবেই চায় না বাংলাদেশে সংখ্যালঘ...

Men Walking With Hands And Legs: তুরস্কের এই গ্রামের পরিবারের সবাই চার হাত পায়ে হাঁটেন!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : চেহারায় পুরোদস্তুর মানুষ। মানুষ যেমন হয়, ঠিক সে রকমই। আছে দু হাত, দু পা। আর সব মানুষেরই মতো। কিন্তু এই পরিবারের সবাই হাঁটেন দু হাত দু পা দিয়ে। অনেকটা হামাগুড়ি দেওয়ার মতো। তুরস্কের একটি গ্রামে বাস করেন তাঁরা। সকাল থেকে রাতে রাস্তায় বেরোলে এই পরিবার চারহাত পায়ে হাঁটেন। দোকানবাজার,স্কুল বা যেকোনও কাজে বেরোলেই তাঁদের চার হাত পায়ে হাঁটতে দেখা যায়।   আসলে এঁরা প্রত্যেকেই এক বিরলতম রোগে ভুগছেন। রোগটার নাম সেরেবেলার আটাক্সিয়া। এটা মস্তিষ্কের এক অস্বাভাবিক অবস্থা, যে উপসর্গকে চিকিৎসা পরিভাষায় ডাইসেকুয়ালিব্রিয়াম বা সাধারণভাবে সিএএমআরকিউ বলা হয়। এতে মস্তিষ্কের একটি ক্ষুদ্র অংশে এ ধরণের লক্ষণ তৈরি হয়, যার ফলে স্বাভাবিকভাবে হাঁটার সময় এঁরা কোনও ভারসাম্য পান না। তাই তাঁরা চার হাত পায়ে চলা ফেরা করে থাকেন।  তাঁদের এই বিরলতম উপসর্গকে সেরেবেলার আটাক্সিয়া উপসর্গ বলে চিহ্নিত করেছেন ডেনমার্কের আর্থাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গবেষণায় তাঁরা দেখতে পেয়েছেন এই উপসর্গের ফলে খুবই বিরল মিউটেশন শরীরের কোষে প্রোটিন সরবরাহে বাধার সৃষ্টি করে। এই কারণে ত্রুটিযুক্ত স্...

Next Epidemic: করোনার পর পরের অতিমারির কারণ বার্ড ফ্লু ? কতটা ভয়ঙ্কর হতে পারে এই মারণরোগ

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : করোনা অতিমারির পর বার্ড ফ্লু পরের অতিমারির (Next Epidemic) কারণ হতে পারে ? ঠিক এমনই ইঙ্গিত দিয়েছেন আমেরিকার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রাক্তন ডিরেক্টর রবার্ট রেডফিল্ড। আমেরিকা জুড়ে গোরুদের মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের ক্রমাগত সংক্রমণে উদ্বেগ বাড়ায়, তা নিয়ে একটি টেলিভিশন নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। রেডফিল্ড বলেন, তিনি সত্যি সত্যি ভাবছেন না এমনটা হতে পারে, যেমনটা সবাই ভাবছেন। একইসময় এটা প্রশ্নও নয়। তবে এটা প্রশ্নেরও অনেক বেশি একটা ব্যাপার তা হল ঠিক কখন অতিমারি হানা দেবে। তিনি আরও জানিয়েছে বার্ড ফ্লু মানুষের শরীরের অনুপ্রবেশ করলে তা করোনার তুলনায় বেশি মৃত্যু ঘটাতে পারে। রীতিমতো চমকে দিয়ে প্রাক্তন ডিরেক্টর জানিয়েছেন করোনায় মৃত্যুর হার ছিল ০.৬, সেখানে বার্ড ফ্লুয়ের সম্ভাব্য মৃত্যুর হার ২৫ থেকে ৫০ শতাংশ হতে পারে। সম্প্রতি মার্কিন স্বাস্থ্য দফতরের কর্তারা জানিয়েছিলেন এই মুহূর্তে গোরু থেকে ভাইরাস বাহিত যে বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তার মাধ্যমে সংক্রমিত তিনজনের হদিশ মিলেছে।    সারা বিশ্...

BJP will Leave Battle? ছাব্বিশের ভোটে হারলেই বঙ্গ থেকে বিদায় বিজেপির?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : একুশের মতো ছাব্বিশেও এরাজ্যের বিধানসভা ভোটে কি ফের স্বপ্নভঙ্গ হতে চলেছে বিজেপির ? রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছাব্বিশের বিধানসভা ভোটে আরও অনেক আসন কমে যেতে পারে গেরুয়া শিবিরের ( BJP will Leave Battle?) । যার ফল সরকার গড়ার স্বপ্ন নিয়ে পদ্মশিবিরের রাজ্য সভাপতির হুঙ্কার কার্যত ব্যর্থ হতে চলেছে। সেইসঙ্গে ছাব্বিশের ভোটে বিজেপির ভরাডুবি হলে এ রাজ্য থেকে বরাবরের জন্য তল্পিতল্পা গোটানোর আগাম চেতাবনি দিয়ে রেখেছে বিজেপির রাজনৈতিক অভিভাবক আরএসএস। এটা ওপেন সিক্রেট পদ্মশিবির চলে তাদেরই ইশারায়। মাস কয়েক আগে তাদের মুখপত্র স্বস্তিকায় এ কথা জানিয়ে রেখেছে তারা। সব মিলিয়ে ছাব্বিশের বিধানসভা ভোটে অশনি সঙ্কেত দেখতে শুরু করেছে গেরুয়া শিবির। যদিও ছটি উপনির্বাচনে হারের পরও ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে তারা চ্যালেঞ্জ জানিয়ে চলেছে। তাদের তরফে শোনা যাচ্ছে এ নিয়ে নানা ব্যাখ্যা। তবে একুশের বিধানসভা থেকে গত লোকসভা এবং এবারের উপনির্বাচনে ভরাডুবিতে তাদের হুঙ্কার ভুল প্রমাণ করে ভোট বাক্সে তার বিরূপ প্রতিফলন দেখা গিয়েছে। সবমিলিয়ে এ রাজ্যের মানুষের কাছ থেকে ক্রমশ সরে যেতে চলেছে মোদ...

Taj Mahal Trailing ? আগ্রার এই স্মৃতিসৌধ সমানে পাল্লা দিচ্ছে তাজমহলের সঙ্গে!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম: তাজমহল তৈরি করতে লেগেছিল বাইশ বছর। আর তাজমহল থেকে বারো কিলোমিটার দূরে সোয়ামি বাগে রাধাসোয়ামি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার স্মৃতি সৌধ তৈরি করতে লেগেছে একশো চার বছর। আর সেই চোখ ধাঁধানো সৌধ ইদানীং পর্যটকদের মন কেড়ে নিতে চলেছে। কারো কারো মতে তাজমহলের সঙ্গে সমানে পাল্লা দিচ্ছে সোয়ামি বাগের রাধাসোয়ামি স্মৃতি সৌধ। সাদা মার্ভেলের তৈরি কাঠামোকে চাক্ষুষ করতে প্রতিদিনই দলে দলে আসছেন সেখানে। পর্যটকরা প্রায়শই এই স্মৃতিসৌধের সঙ্গে শাহজাহানের তাজমহলের তুলনা টেনে থাকেন। যাঁরা আগ্রা ঘুরতে আসেন তাঁদের কাছে এই চোখ ধাঁধানো স্মৃতিসৌধ দেখার আকর্ষণ দিন দিন বেড়েই চলেছে।     অনেকেই তাজমহলের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে এই স্মৃতিসৌধের তুলনা টানেন। মোঘর আমলের সৌধের শহর বলে পরিচিত আগ্রায় এই স্মৃতিসৌধের স্থাপত্য সমানে পাল্লা দিচ্ছে বলে অনেকের মত। তাজমহল তৈরি করতে যেমন বাইশ বছর লেগেছিল, তেমনই তা তৈরি করতে মোঘল সম্রাট শাহজাহান নিয়োগ করেছিলেন কয়েকহাজার দক্ষ কারিগরকে। ইতিহাসের পাতা ঘাঁটলে জানা যাবে ওই বিপুল সংখ্যক কারিগর, শিল্পীকে একরকম চোখ রাঙানি দিয়ে তাজমহল ...

Pleasure Squad Of Kim :বছরে পঁচিশটি তরতাজা, সেক্সি মহিলা চাই. কিম জং উনের প্লেজার স্কোয়াডে কোন সুন্দরীরা সুযোগ পান?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : তরতাজা,টগবগে কুমারী মেয়ে হলেই হবে না, হতে হবে সেক্সি. দমবন্ধ করা সুন্দরী। প্রতিবছরই তাঁর প্লেজার স্কোয়াডের জন্য গোটা দেশ ঢুঁড়ে এমনই চনমনে পঁচিশটি কুমারীকে জোগাড় করে আনে বেতনভোগী লোকজনেরা। তবে শুধু সুন্দরী, সেক্সি হলেই হবে না, যে পরিবারে তারা থাকে সেই পরিবার রাজনৈতিক দিক থেকে কোন আদর্শে বিশ্বাস করে, সেটাও খুঁটিয়ে দেখা হয়। আর এই প্লেজার স্কোয়াডের মালিক হচ্ছেন উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উন, যাকে নিয়ে সারা বিশ্বে কম তোলপাড় নেই। ( Pleasure Squad Of Kim jung Un)  তাঁর আপাত সরল শিশুসুলভ মুখের আড়ালে রয়েছে পৃথিবীর ভয়ঙ্করতম নিষ্ঠুর এক শাসক।  তাঁর প্লেজার স্কোয়াড নিয়ে হাঁটে হাঁড়ি ভেঙেছেন সেদেশ থেকে জীবনের ঝুঁকি নিয়ে পালিয়ে আসা এক প্লেজার স্কোয়াডের পরীক্ষায় না উতরোনো ইওনমি পার্ক। সে সুন্দরী হলেও পারিবারিক স্টেটাস পছন্দ হয়নি কিম জং উনের। পার্ক জানিয়েছে কিমের লোকেরা প্রতিটি স্কুলের ক্লাসরুমে ঢুঁ মেরে দেখে কিমের পছন্দমতো কোনও মেয়ে পাওয়া যায় কিনা। এমনকী স্কুলের ক্যাম্পাসেও চলে সুন্দরী মেয়ে খোঁজার কাজ। কোনও সুন্দরী মেয়ে দেখতে পেলে...

Grand Feast By Beggar: ভিক্ষুকের ঠাকুমার মৃত্যুবার্ষিকীতে পাত পেড়ে পেতে খেল কুড়ি হাজার! খরচ শুনলে চমকাবেনই

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : বিশ্বাস করা শক্ত। কিন্তু অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে পড়শি দেশ পাকিস্তানে। এমনিতেই সেদেশ রীতিমতো ধুঁকছে। লোকের হাতে টাকা নেই। খাবার নেই। কিন্তু সেই দুর্দশার মধ্যে এমন এক অবিশ্বাস্য খবর পাওয়া গিয়েছে, যা জানলে মাথার চুল খাড়া হতে বাধ্য। সেদেশের গুজরানওয়ালায় এক ভিক্ষুক পরিবার ধুমধাম করে ২০ হাজার মানুষকে খাওয়াল। সেই মহা ভোজের জন্য খরচ করা হয়েছে এক কোটি পঁচিশ লাখ পাকিস্তানি টাকা। এই মহাভোজের আয়োজন করা হয়েছিল ওই ভিক্ষুক পরিবারের ঠাকুমার চল্লিশতম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ওই ভিক্ষুক পরিবার অতিথিদের নিয়ে আসা ও বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ২০,০০ গাড়ি ভাড়া করেছিল। মহা- মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল গুজরানওয়ালায় রাহওয়ালি রেলস্টেশনের কাছে।  পাকিস্তানের পঞ্জাব থেকে কয়েকহাজার মানুষ এসেছিলেন ওই অনুষ্ঠানে। খাওয়ার তালিকায় ছিল সিরি পায়ে, মোরব্বা-সহ বিভিন্ন খাবার। দুপুরের পর রাতেও ছিল খাবারের এলাহি আয়োজন। নরম তুলতুলে মাংস, নান মটর গঞ্জ ও মাংসের নানা পদ। এই অনুষ্ঠানের ভিডিও সোস্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। অতিথির...

Emote- A Sensory Machine : ইমোতে : কথা বলতে না পারা শিশুদের মুখের ভাষা বোঝানোর অবাক-যন্ত্র

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ওরা জানে, বোঝে অনেককিছু। ওদের খিদে পায়, তেষ্টা পায়। আরও অনেককিছু ইচ্ছে হয়। কিন্তু মুখ ফুটে বলতে পারে না। মুখে মনের ইচ্ছে বলতে না পারার ব্যাপারটা যাতে মুখে না বলতে পারলেও প্রকাশ করতে পারে, সেরকমই এক যন্ত্র তৈরি করেছেন সংবেদন সংগঠনের সদস্যা উপমা ঘোষ এবং যশমিত সিং অরোরা, এবং ইমোতে নামে অভিনব যন্ত্রটির পেটেন্টও তাঁরা নিয়েছেন। তাঁদের এহেন আবিষ্কারের দৌলতে এখন মনের ইচ্ছে প্রকাশ করতে চাওয়া শিশুরা সহজেই নিজের কথা জানিয়ে তাদের দিকে নজর রাখা লোকজনদের সজাগ করতে পারবে।  এই সেন্সর নির্ভর যন্ত্রটি এখন অনেক বাবা মায়ের দুর্ভোগ কমাতে পারবে। বিশিষ্ট সমাজসেবী সমিত সাহার সংগঠন সংবেদনে রয়েছেন উপমারা। এই সংগঠন শুরু থেকে মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু কিশোর-কিশোরীদের সমাজের মূল স্রোতে ফেরানোর জন্য দিনরাত পরিশ্রম করে চলেছে। সংগঠনের প্রাণপুরুষ সমিত সমাজে অবহেলিত শিশু কিশোর-কিশোরীদের মুখে হাসি ফোটাতে এবং সত্যিকারের বাসযোগ্য করে তোলার জন্য সঙ্গীদের নিয়ে সর্বত্র ছুটে চলেছেন। তাদের এহেন উদ্যোগে উপমা-যশমিতের অভিনব যন্ত্রটি সংগঠনের মুকুটে নতুন পালক গুঁজল, তাতে কোনও সন্দ...

Bizarre Incident : চোর চুরি করে নিয়ে যাচ্ছে মেয়েদের প্যান্টি, ব্রা...

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : চোরেরা টাকাপয়সা,সোনার গয়না, মোবাইল কিংবা দামি জিনিস চুরি করে থাকে, সবাই এমনটাই জেনে এসেছেন এতকাল।   কখনও একা একা, কখনও দল বেঁধে হাতসাফাইয়ের কাজ সেরে থাকে তারা। এ নিয়ে খবর, ভিডিও মাঝেমাঝেই দেখা যায়। এর মধ্যে নতুনত্ব কিছু নেই বললেই চলে। চোর চুরি করবে, কারণ সেটা তাদের রোজগারের পদ্ধতি। কলে কারখানায় তারা খাটতে রাজি নয়। রোজগারের জন্য হাতসাফাই-ই তাদের অবলম্বন। কিন্তু তাই বলে....   মধ্যপ্রদেশে একদল চোরের হদিশ মিলেছে যাদের টাকা,গয়না কিংবা বহুমূল্য জিনিস চুরিতে বড্ড অনীহা! তারা বারান্দায় শুকোতে দেওয়া মেয়েদের প্যান্টি, ব্রা চুরি করে থাকে, যা জানতে পেরে থ পুলিশ। মধ্যপ্রদেশের চাঁদি চোর গ্যাং নামে কুখ্যাত চোরের দলের অদ্ভুত চুরি নিয়ে থানায় অভিযোগ জমা পড়ায় বড্ড ভাবনায় পড়ে যায় তারা। থানায় রোজই জমা পড়ে চুরি ছিনতাই রাহাজানি খুন জখমের অভিযোগ. তাই বলে এমন অভিযোগ! সম্প্রতি এক মহিলা অভিযোগ জানান তাঁর বাড়ির বারান্দায় প্রায়ই বারান্দায় শুকোতে দেওয়া মহিলাদের প্যান্টি,ব্রা চুরি হচ্ছে।    তদন্তে নেমে পুলিশ জানতে পারে এ ধরণের ঘটনাগুলি ঘটেছে জবল...

Sangbedan : প্রান্তিক মানুষকে ভরসা দিতে পুরুলিয়ায় সংবেদন

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : নিখাদ ব্যতিক্রমী। একেবারে শুরু থেকেই ব্যতিক্রমী পথে হেঁটে সমাজসেবা করে আসছে শ্যামপুকুরের স্বেচ্ছাসেবী সংবেদন । সংগঠনের প্রাণপুরুষ সমিত সাহা রোদ ঝড় জল উপেক্ষা করে প্রথম থেকে পাশে দাঁড়িয়েছেন বিশেষভাবে সক্ষমদের। মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু কিশোর-কিশোরীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে সমাজের মূলস্রোতে ফেরানোর অলিখিত দায়বদ্ধতা নিজের কাঁধে তুলে নিয়েছেন সমিত এবং তা সফলভাবে পেরেওছেন।     সম্প্রতি তাঁর নেতৃত্বে পুরুলিয়ায় তিন দিন ব্যাপী এক কর্মসূচির আয়োজন করেছিল। সেখানকার প্রান্তিক মানুষের কাছে পৌঁছে তাঁদের সুখ দুঃখের শরিক হতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। সেই দুঃস্থ মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তুলে তাঁদের পাশে দাঁড়ানোর   লক্ষ্যে সমিত সাহার নেতৃত্বে তিনদিন ধরে নানা কর্মসূচির আয়োজন করে সংবেদন । সচেতনতা গড়ে তোলার পাশাপাশি প্রান্তিক মানুষদের সমর্থন জুগিয়ে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে জীবনধারণের রসদ তুলে দেয় তারা। সেইসঙ্গে পরিবেশের উন্নয়নে সহায়তার ব্যবস্থাও করা হয়। প্রান্তিক মানুষদের দৈনন্দিন প্রয়োজনীয়তা বোঝার পাশাপাশি পড়াশোনা এবং পরিবেশ সম্পর্ক...

Woman Eats Soap : যেন কেক, এই মহিলা তারিয়ে তারিয়ে খান সাবান!

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : ইনস্টাগ্রামে ভিডিও দেখে চমকে গিয়েছেন নেটনাগরিকরা । কত কিছুই না দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, যা দেখে আমরা যেমন চমকে যাই,তেমনই তাজ্জব হয়ে কোনও কথা খুঁজে পাই   না । ভাবি , আরে এমন জিনিস তো আগে কখনও দেখিনি। তেমনই এক ভিডিওয় দেখা গিয়েছে এক মহিলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে ভিডিওটি পোস্ট করেছেন,যাতে দেখা গিয়েছে তিনি একটি সাবান কেক খাওয়ার মতো কামড় দিয়ে খেয়ে চলেছেন। এমন দৃশ্য কি আজব লাগছে না ? এমন ভিডিও কি বিশ্বাস করা যায়! যদি বলা হয় হ্যাঁ, বিশ্বাস করা যায়। তবে এজন্য একটা রহস্য ভেদ করা দরকার। যে রহস্য জানার পর মনে হতে পারে,তাহলে কি.... ।   ইনস্টাগ্রাম রিলের শিরোনাম দেওয়া হয়েছে,আমি সাবান খেতে ভালোবাসি। ব্যাপারটা আসলে সাবানটি হাইপার রিয়েস্টিক কেক। প্রথমে অবশ্য নেটিজেনরা মহিলাকে রসিয়ে রসিয়ে সাবান খেতে দেখে চমকে যাকে বলে তাজ্জব হয়ে গিয়েছিলেন। পরে অবশ্য রহস্য ফাঁস হওয়ার পর তাঁদের তাজ্জব ভাবটা কেটে গিয়েছিল। ভিডিওটি পোস্ট করেছেন কলকাতার এক কেক-পাউরুটি নির্মাতা সুচি দত্ত। যিনি খাদ্য রসিকদের আমোদ দিতে বাস্তব নির্ভর কেক বানিয়ে থাকেন। এই কেকটা তিনি এমনভ...

TMC Will Win 6 Bye-elections: ৬টি উপনির্বাচনেই জিতছে তৃণমূল, কারণটা কি?

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : রাত পোহালেই রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রাজ্য জুড়ে অস্থির পরিস্থিতির মধ্যেই এবার ওই কেন্দ্রগুলিতে উপনির্বাচন হতে চলেছে। ঘাসফুল শিবির আত্মবিশ্বাসী উপনির্বাচনগুলিতে তারা ছটি কেন্দ্রে হেসেখেলে জিতবে (TMC Will Win 6 Bye-elections)। উল্টোদিকে লাগামছাড়া দুর্নীতিতে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেড়ে নেওয়ার হুঙ্কার দিয়ে চলেছে বিরোধীরা। তবে সেই হুঙ্কার বাম বা কংগ্রেসের মুখ থেকে শোনা যাচ্ছে না। একতরফা হুঙ্কার দিয়ে চলেছে বিজেপি। আরজি কর কাণ্ড থেকে আবাস দুর্নীতি— শাসকের বিরুদ্ধে একের পর এক অভিযোগের পাহাড় জমায় গেরুয়া শিবির উৎসাহিত এবার এই ছটি উপনির্বাচনে তাদের ক্ষোভ উগড়ে দেবেন এবং ছটি উপনির্বাচনে মুখ শুকনো করে ফিরতে হবে শাসকদলকে। যদিও বিজেপির এই আশাবাদকে মোটেই সার্টিফিকেট দিতে পারছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।  এমনকী তাদের একমাত্র জেতা মাদারিহাটও তারা হারাতে পারে বলেও তাঁদের মত। কারণ এখনও বিজেপিকে এ রাজ্যের শাসকের আসনে বসাতে পারেননি রাজ্যের মানুষ। তাঁরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও মানুষকে বিকল্প হিসেবে মনে করতে পারছেন না।...

Sanbedan- A Philanthropic Organizer : ওদের পাশে দিবারাত্র পরম মমতায় শ্যামপুকুরের সংবেদন

ছবি
  বেঙ্গলি নিউজরুম : ওরা আলাদা। ওরা আর পাঁচজনের মতো নয়। সমাজে এইসব বিশেষ ক্ষমতা সম্পন্ন কিশোর-কিশোরীরা একটু যেন অবহেলার শিকার। অনেকেই এদের এড়িয়ে যান, মনে মনে করুণা করেন। কিন্তু এইসব কিশোর-কিশোরী, যারা নিজেদের এমন অবস্থার জন্য নিজেরা দায়ী নয়, তাদের পরম মমতায় কাছে টেনে নিয়েছে উত্তর কলকাতার শ্যামপুকুরের “ সংবেদন ” সংগঠন, যাদের ব্যতিক্রমী পদক্ষেপে এইসব অবহেলার শিকার কিশোর-কিশোরীর জীবনে মাঝেমাঝেই খুশি আনে।     কখনও রাখি বন্ধনের আগে রাখি তৈরি করে ওরা। কখনও কোনও উৎসবে ওদের মতো করে শামিল হয়ে থাকে। দুর্গাপুজো থেকে কালীপুজোয় সবাই যখন নিজেদের মতো করে আনন্দ উপভোগ করে, তখন সংবেদন ওদের নানাভাবে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার উদ্যোগ নিয়ে থাকে। আর এই কর্মকাণ্ডের কর্ণধার হলেন সমিত সাহা, যিনি মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু-কিশোর-কিশোরীদের পাশে দাঁড়িয়ে একের পর এক উদ্যোগ নিয়ে আসছেন। অক্লান্ত এই তরুণ মানবসেবীকে আপনাকে একবার অন্তত সেলাম জানাতেই হবে।  

Man Married Fifteen Women: ডাক্তার,ইঞ্জিনিয়ার সেজে পনেরো জন মহিলাকে বিয়ে!

ছবি
    দি বেঙ্গলি নিউজরুম : আক্ষরিক অর্থেই গুণধর। কোথাও ডাক্তার, আবার কোথাও ইঞ্জিনিয়ার সেজে একজন দুজন নয়। গুণে গুণে পনেরোজন মহিলাকে বিয়ে করেছিলেন বেঙ্গালুরুর বানাসঙ্করী এলাকার বাসিন্দা মহেশ কে বি নায়ক ( Man Married Fifteen Women) । কিন্তু প্রথমে তাঁর প্রতারণা কেউ ধরতে পারেননি। শেষপর্যন্ত ভুলভাল ইংরেজিই ধরিয়ে দিল ওই প্রতারককে। রবিবার তাঁকে গ্রেফতার করে মাইসুরু পুলিশ। ২০২৪ সাল থেকে পঁয়ত্রিশ বছরের গুণধর মানুষটি পনেরোজনকে বিয়ে করেছিলেন। বিয়ের পরই নববিবাহিতার টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছিলেন। এক সফটওয়ার ইঞ্জিনিয়ার মহিলাকে বিয়ে করার পর ওই প্রতারককে ভুল ইংরেজি বলতে শোনায় তাঁর সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর মতো আরেক মহিলাকে ভুয়ো তথ্য দিয়ে বিয়ে করে তাঁর গয়নাগাঁটি নিয়ে পালানোর পর তিনিও থানায় অভিযোগ জানান।      তাঁকে ধরার জন্য পুলিশ একটি টিম তৈরি করে প্রতারককে টুমাকুরু থেকে গ্রেফতার করে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অভিযুক্ত মহেশ অনলাইনে মহিলাদের আকৃষ্ট করতে তাঁর ভুয়ো প্রোফাইল পোস্ট করে। সেখানে তিনি নিজেকে ইঞ্জিনিয়ার বা একজন ডাক্তার প...

Lost Son Returned to Mother As Monk : বাইশ বছর নিখোঁজ ছেলে মায়ের কাছে ফিরল সন্ন্যাসী হয়ে

ছবি
  দি বেঙ্গলি নিউজরুম : এই ঘটনা ১৯২০ সালের ভাওয়াল মামলার সঙ্গে মিল দেখা যায়। সেসময় এক উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো এক সন্ন্যাসীকে ভাওয়ালের রমেন্দ্রনারায়ণ রায় হিসেবে মনে করা হয়েছিল । এক দশক ধরে তাঁকে মৃত বলে ধরে নেওয়ার পর আইনি লড়াই চলে। আমেথির বাসিন্দা রতিপাল সিংয়ের ছেলে পিঙ্কু ২০০২ সালে গুলি খেলা নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়। মা ভানুমতী তাকে বকাবকি করেন এবং রাগবশত বাড়ি ছেড়ে চলে যায়। দু দশক ধরে পরিবারের সঙ্গে পিঙ্কুর কোনও যোগাযোগ ছিল না।   আমেথির খারাউলি গ্রামের মানুষ ছেলেবেলায় নিখোঁজ হওয়া পিঙ্কুকে সন্ন্যাসী হয়ে ফেরায় রীতিমতো হতভম্ব হয়ে যান। তাঁরা তৎক্ষণাৎ দিল্লিতে পিঙ্কুর বাবা-মাকে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে এসে ছেলেকে চিনতে পারেন। মায়ের দু হাতে নিজেকে সঁপে দেয় পিঙ্কু। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি দৃশ্যটি। পরিবার ও গ্রামের লোকজনদের অনুরোধ সত্ত্বেও গ্রাম ছেড়ে চলে যায় সে। এদিকে পিঙ্কুর বাবার অভিযোগ তাঁর ছেলেকে মুক্তি দিতে এগারো লক্ষ টাকা দাবি করেছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে পিঙ্কু যুক্ত , সেই প্রতিষ্ঠান। পিঙ্কুর বাবা জানান এগারো লক্ষ টাকা দেওয়ার ক্ষমত...