Allegation Against Leader Of Ruling Party : শাসকদলের নেতার ছেলে হলেই কি সাত খুন মাফ ?

 

দি বেঙ্গলি নিউজরুম: শাসকদলের নেতার ছেলে হলেই কি সাত খুন মাফ (Allegation Against Leader Of Ruling Party?)
আরজি কর কাণ্ডের আবহে স্বাস্থ্যক্ষেত্রে নানা দুর্নীতি,অনিয়ম নিয়ে যখন তোলপাড় চলছে, অনশনে বসেছেন জুনিয়ার চিকিৎসকরা, তখন সামনে এল এক দুর্নীতি-কারচুপির সাড়া জাগানো ঘটনা। বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজির নব নিযুক্ত ক্লিনিকাল টিউটরের নিয়োগ নিয়ে অভিযোগ উঠল, যে ক্লিনিকাল টিউটর অমৃতেশ মাজির বাবা হলেন এসএসকেএমের মতো সুপার স্পেশালিটি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করানো তৃণমূল কংগ্রেসের চিকিৎসক সংগঠনের নেতা নির্মল মাজি, যাকে নিয়ে এর আগে বেশ কয়েকবার খবর সামনে এসেছিল। ঘটনা হচ্ছে ক্লিনিকাল টিউটর পদে নিযুক্ত হতে গেলে এমবিবিএসের পর তিন বছর এমডি ও তার পরেও তিন বছর ডিএম বাধ্যতামূলক। প্রশ্ন, শাসক দলের নেতার ছেলে সেসব পরীক্ষা বসেছিলেন কি? 

   যে চিকিৎসক নেতা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্য! এই অমৃতেশের পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রের সমস্ত সিসিটিভ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে শুধু অমৃতেশই নয়, নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে অর্পিতা বাইনের বিরুদ্ধেও। তিনি অমৃতেশের স্ত্রী। বিভিন্ন মেডিকেল কলেজে আলাদা আলাদা করে মোট তেরোটি বিভাগে চাকরি করেছিলেন। সেই বিভাগগুলি হল মাইক্রোবায়োলজি, নেফ্রোলজি, নিউরো মেডিসিন,হেপাটোলজি, ফিজিওজি, জেরিয়াট্রিক মেডিসিন বিভাগে চাকরি করেছেন অর্পিতা। অনেকের ধারণা খোদ মুখ্যমন্ত্রীর আশীর্বাদ যাঁর মাথার ওপর রয়েছে, তাঁর পক্ষে এ ধরণের কাজ করা নতুন কিছু নয়।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!