আরজি করে বাম আমলের সৌমিত্র মৃত্যুরহস্যের ফাইল ফের খুলল রাজ্য!.

 

দি বেঙ্গলি নিউজরুম : আরজি কর কাণ্ড  (RG Kar Incident)
নিয়ে শুধু শহর কলকাতা কিংবা এই রাজ্য নয়, তোলপাড় বিশ্বও। তরুণ চিকিৎসকের ধর্ষণ খুনের আড়াই মাস পরেও প্রতিবাদের তেজ এতটুকু কমেনি। সামিল হয়েছেন সমাজের বিশিষ্ট মানুষ-সহ সাধারণ মানুষ। এই ঘটনার সূত্রে একে একে পর্দাফাঁস হচ্ছে লাগামছাড়া দুর্নীতির। ধর্মতলায় চলছে দশ দফা দাবিতে জুনিয়ার চিকিৎসকদের আমরণ অনশন। প্রতিদিনই তাঁদের এই অনশনে পাশে দাঁড়ানোর বার্তা দিতে হাজির হচ্ছেন সাধারণ মানুষ। এবার দুর্গাপুজোতেও অনেকটা জুড়ে ছিল আরজি কর। আর এসবের মধ্যেই উঠে এসেছে প্রায় তেইশ বছর আগে এই আরজি করে এক শিক্ষার্থী চিকিৎসকের মৃত্যুর ঘটনা। বাম আমলে ঘটা সেই মৃত্যুর রহস্য আজও ভেদ হয়নি। ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল সেসময়। এবার সেই মামলা নতুন করে শুরু করার আবেদন জানিয়েছেন মৃত পড়ুয়ার ভাই শান্তনু বিশ্বাস।  

   ২০০১ সালে চিকিৎসক পড়ুয়া সৌমিত্র বিশ্বাসের মৃত্যুতে সেসময়কার বাম ছাত্র সংগঠনের নেতা এক জুনিয়র চিকিৎসকের ভূমিকা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। সেবারও আত্মহত্যার তত্ত্ব তুলে ধরেছিল হাসপাতাল কর্তৃপক্ষ তথা প্রশাসন। যদিও মৃত ছাত্রের পরিবার কখনওই আত্মহত্যার তত্ত্বের সঙ্গে একমত হয়নি সন্তুষ্ট হননি। সেসময় পর্দাফাঁস হয়েছি পর্ন সংস্কৃতির বিষয়টি, যা নিয়ে সরব হয়েছিল এসইউসিআই-ও। সম্প্রতি সেই অভিযোগে ফের বিদ্ধ হন আন্দোলনের সামনের সারিতে থাকা এক সিনিয়র চিকিত্‍সক। এবার ফের সেই মামলাই উঠতে চলেছে আদালতে।

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!