No Durga Puja In Bangladesh: ওপার বাংলায় দুর্গাপুজোয় না, সেদেশে কতটা সক্রিয় মৌলবাদী শক্তি?
সারা দেশ জুড়েই চলছে দেবদেবীর মূর্তি ভাঙচুর এবং নির্বিচারে লুঠতরাজ। সব মিলিয়ে এই মুহূর্তে সেদেশ আর সংখ্যালঘুদের বাসযোগ্য নয় বলেই খবর। অভিযোগ, গত কয়েকমাস ধরেই বাংলাদেশে চলছে সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি,ভাঙচুর,অগ্নিসংযোগের ঘটনা। মৌলবাদী শক্তিগুলির বাড়বাড়ন্তের পেছনে রয়েছে পাকিস্তানের প্রত্যক্ষ মদত বলে জানা গিয়েছে। গত সেপ্টেম্বরে ডেলি স্টার তাদের প্রতিবেদনে জানিয়েছে একাধিক পুজো কমিটিকে হুমকি-চিঠি দিয়ে জানানো হয়েছে যদি তারা উৎসব পালন করতে চায় তাহলে তাদের পাঁচ লক্ষ টাকা দিতে হবে। খুলনার ডাকোপ এলাকার একাধিক হিন্দুমন্দির কর্তৃপক্ষ এমন হুমকি চিঠি পাওয়ার পর এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে। ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকার পুজো কমিটিগুলিকে পরামর্শ দিয়েছে নমাজ, আজান চলাকালীন তারা যেন কোনওধরণের গানের যন্ত্র ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখে। সেদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর সরকারের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন