No Durga Puja In Bangladesh: ওপার বাংলায় দুর্গাপুজোয় না, সেদেশে কতটা সক্রিয় মৌলবাদী শক্তি?

দি বেঙ্গলি নিউজরুম: আরজি কর কাণ্ডের ঝড় সামলে এপারে যখন সবাই উৎসবে সামিল হতে চলেছে,তখন ওপার বাংলায় নিরানন্দের পালা(No Durga Puja In Bangladesh)। ইউনূসের বাংলাদেশে দুর্গাপুজোয় রাশ টেনে প্রতিবেশি দেশকে নিজেদের অস্তিস্ত্বের জানান দিল হাসিনা পরবর্তী জমানায় শক্তিশালী হয়ে ওঠা মৌলবাদী শক্তিগুলি। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং একাধিক মুসলিম সংগঠন সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের বহু এলাকায় দুর্গাপুজো হবে না। পাশাপাশি নমাজ চলাকালীন কোনওভাবেই কাঁসর ঘণ্টা সরিয়ে রেখে নীরবতা পালনের ফরমান জারি করা হয়েছে। সেইসঙ্গে যারা একান্তই দুর্গাপুজো করতে চায়, তাদের পাঁচ লক্ষ টাকা জিজিয়া কর বাধ্যতামূলক দিতে হবে। সবমিলিয়ে হাসিনার বিদায়ের পর বাংলাদেশে অতিমাত্রায় সক্রিয় হয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিরোধী সংগঠনগুলি।

সারা দেশ জুড়েই চলছে দেবদেবীর মূর্তি ভাঙচুর এবং নির্বিচারে লুঠতরাজ। সব মিলিয়ে এই মুহূর্তে সেদেশ আর সংখ্যালঘুদের বাসযোগ্য নয় বলেই খবর। অভিযোগ, গত কয়েকমাস ধরেই বাংলাদেশে চলছে সংখ্যালঘু হিন্দুদের ঘরবাড়ি,ভাঙচুর,অগ্নিসংযোগের ঘটনা। মৌলবাদী শক্তিগুলির বাড়বাড়ন্তের পেছনে রয়েছে পাকিস্তানের প্রত্যক্ষ মদত বলে জানা গিয়েছে। গত সেপ্টেম্বরে ডেলি স্টার তাদের প্রতিবেদনে জানিয়েছে একাধিক পুজো কমিটিকে হুমকি-চিঠি দিয়ে জানানো হয়েছে যদি তারা উৎসব পালন করতে চায় তাহলে তাদের পাঁচ লক্ষ টাকা দিতে হবে। খুলনার ডাকোপ এলাকার একাধিক হিন্দুমন্দির কর্তৃপক্ষ এমন হুমকি চিঠি পাওয়ার পর এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছে। ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বধীন অন্তর্বর্তী সরকার পুজো কমিটিগুলিকে পরামর্শ দিয়েছে নমাজ, আজান চলাকালীন তারা যেন কোনওধরণের গানের যন্ত্র ও সাউন্ড সিস্টেম বন্ধ রাখে। সেদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পর সরকারের তরফে বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা মহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!