DURGA PUJA AND RG KAR: এবারের পুজোয় কতটা ছাপ ফেলতে পারে আরজি কর কাণ্ড, চর্চা শুরু

 দি বেঙ্গলি নিউজরুম: উই ওয়ান্ট জাস্টিস।  আরজি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের রেশ কাটিয়ে বাংলার মানুষ উৎসবে ফিরলেও এবার কোথাও যেন ছন্দপতন! ভিড় হচ্ছে ঠিকই, কিন্তু সেই স্বতঃস্ফূর্ত ব্যাপারটায় খামতি চোখে পড়ছে। যদিও শাসকদল মনে প্রাণে চাইছে বঙ্গের মানুষ এ কদিন উৎসবে মেতে উঠুক। আরজি কর কাণ্ডের প্রতিবাদ-বিক্ষোভের আঁচ থেকে নিজেকে সরিয়ে নিক সবাই। কারণ আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রতিবাদ-আন্দোলন যত তীব্র হতে শুরু করবে ততই চাপের মুখে পড়তে হবে শাসকদলকে।

  গত দু মাস ধরে আরজি কর কাণ্ডে তুলোধোনা হতে হয়েছে রাজ্য সরকারকে। পদে পদে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসনকে। এমনকী সর্বোচ্চ আদালতে কড়া ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছে তাদের। নবান্ন অভিযানে স্লোগান উঠেছিল দফা এক দাবি এক। মুখ্যমন্ত্রীর পদত্যাগ। শুরুতে দৃশ্যত প্রায় ল্যাজেগোবরে হতে হয়েছে ঘাসফুল শিবিরকে। চাকরি দুর্নীতি, গোরু পাচার, রেশন দুর্নীতিকে ছাপিয়ে গিয়েছে আরজি কর কাণ্ড। পরিস্থিতি এমন দাঁড়ায় যে মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এবার হয়তো মসনদ ছাড়তে হবে। সেই পরিস্থিতি থেকে সরকারকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার টোটকা শেষ পর্যন্ত সফল হয়।

  রাজনৈতিক মহলের ধারণা, এ যাত্রা সরকারকে বাঁচিয়ে দিল মুখ্যমন্ত্রীর উৎসব টোটকা। দ্বিতীয়া থেকেই শহর কলকাতা থেকে বিভিন্ন জেলায় মানুষ পুজোমুখী হতে শুরু করায় স্বস্তি ফিরে আসে শাসক শিবিরে,যারা একরকম ধরেই নিয়েছিল এবার সরকার আর থাকছে না। তবে উৎসবে ফিরলেও সেই চেনা আবেগ কি কোথাও দেখা যাচ্ছে? অনেকেই তুলনা টানছেন আগের বছর গুলোর সঙ্গে। করোনা কাল বাদ দিয়ে পুজোয় টগবগ করা শহর, জেলার পুজোগুলোয় যে পরিস্থিতি দেখা গিয়েছিল, এবার তার অভাব টের পাচ্ছেন অনেকেই। আর এই অভাবের কারণ হিসেবে আরজি কর কাণ্ডের ছায়া দেখতে পেয়েছেন কেউ কেউ। সারা পুজো জুড়ে মানুষের আচরণেই স্পষ্ট হবে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা কতটা ছাপ ফেলতে পেরেছে এবারের পুজোয়।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!