India Without Water: ২০৫০ সালে জলশূন্য হবে ভারত, হুঁশিয়ারি রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে
ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল অড্রে আজোউলে জানিয়েছেন সারা বিশ্বজুড়ে সম্ভাব্য তীব্র জলকষ্ট থেকে মুক্তি পেতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া দরকার। জল সবার জন্য অতীব প্রয়োজনীয় জিনিস। এ কারণে সবাইকে একসঙ্গে এর মোকাবিলায় এগিয়ে আসতে হবে।রিপোর্টে জানানো হয়েছে বিশ্বজুড়ে দু বিলিয়ন মানুষ নিরাপদ পানীয় জল খেতে পান না।৩.৬ বিলিয়ন মানুষ নিরাপদ নিকাশি ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত। রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে রিপোর্ট পেশ করার আগে রিপোর্টের প্রধান সম্পাদক রিচার্ড কন্নোর সাংবাদিকদের জানান, অনিশ্চয়তা ক্রমেই বেড়ে চলেছে। তিনি বলেন, এই আসন্ন ভয়ঙ্কর সমস্যা যদি সমাধানের ব্যাপারে সবাই উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটা সারা বিশ্বে সঙ্কটের কারণ হয়ে দাঁড়াবে। শহর, শিল্পে ও কৃষিক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে জল পাওয়া যেমন কমতে থাকবে,তেমনই হু হু করে বাড়তে থাকবে চাহিদা। এই তিনটি ক্ষেত্রে বিশ্বের জল সরবরাহের সত্তর শতাংশ কাজে লাগে।
হুঁশিয়ারি দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও। রিপোর্টে তিনি বলেছেন জল হচ্ছে মানুষের জীবন। বেঁচে থাকার জন্য জল অতীব গুরুত্বপূর্ণ। মানুষের স্বাস্থ্যরক্ষা থেকে বিকাশ, সমৃদ্ধি-সব ক্ষেত্রেই এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যা মানুষ ও পৃথিবীর পক্ষে সমান গুরুত্বপূর্ণ। মানব সমাজ অন্ধের মতো এক বিপজ্জনক পথে হাঁটা শুরু করেছে। জলের বেলাগাম অপচয়, অতিরিক্ত উন্নয়ন ও যথেচ্ছ ব্যবহার, পরিবেশ দূষণ বিশ্বকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন গুতেরেস।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন