Mamata Banerjee"s Indifferent Attitude :জল মাপছেন মুখ্যমন্ত্রী? অনশন মঞ্চে না আসা নিয়ে দানা বাঁধছে রহস্য....

 


দি বেঙ্গলি নিউজরুম: উৎসবে জুনিয়ার চিকিৎসরা আমরণ অনশনে, তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক (Mamata Banerjee Did not React On Fasting Till Death)। জুনিয়ার চিকিৎসকদের এমন মরণপণ লড়াইয়ে বিভিন্ন চিকিৎসকদের পাশাপাশি প্রতিদিনই সামিল হচ্ছেন সমব্যথী নাগরিকরাও। এমনকী বিদেশ থেকেও এসেছেন বহু অনাবাসী। সবার একটাই দাবি, তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চাই। গত দু মাস ধরে আরজি কর কাণ্ডে ফুটছে শহর কলকাতা থেকে সারা রাজ্য।

    ঘটনার দু মাস পরেও অব্যাহত তোলপাড়। উৎসবেও  আরজি কর কাণ্ডে পথে নেমেছে সমাজের সর্বস্তরের মানুষ। কোথাও প্রতিবাদের উৎসব পালন করেছেন নাগরিকরা। প্রতিবাদ ছুঁয়েছে রান্নার হেঁসেলে থাকা অতি সাধারণ গৃহবধূকেও। দুর্গাপুজোয় আমরণ অনশনে সামিল জুনিয়ার চিকিৎসকদের শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ, আশঙ্কা দেখা দিয়েছে নানা মহলে। কিন্তু এই উত্তাল পরিস্থিতিতে আশ্চর্যজনকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া না মেলায় অনেকেই রীতিমতো অবাক। তবে নেতারা এ নিয়ে আক্রমণ করতে থামেননি। 

    মানবিক হিসেবে তুলে ধরা তৃণমূল নেত্রীর এমন নিরাসক্তভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে তৃণমূল নেত্রী একসময় নিজেও ছাব্বিশদিন অনশন করেছিলেন সেই তিনিই এবার ধর্মতলায় অনশন মঞ্চে জুনিয়ার চিকিৎসকদের জন্য প্রকাশ্যে কিছু উদ্বেগ প্রকাশ করেননি। আর এ নিয়েই শুরু হয়েছে চর্চা। দিন কয়েক আগে অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন-সহ বিশিষ্টরা অনশন মঞ্চে আসার অনুরোধ করলেও তাতে সাড়া দেননি মুখ্যমন্ত্রী। এত সবের মধ্যে অবশ্য সোমবার বারোটা নাগাদ আলোচনার জন্য চিকিৎসক সংগঠনগুলির প্রতিনিধিদের ডেকেছেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী বিভিন্ন পুজোর উদ্বোধন করেছেন, ডান্ডিয়া নাচ নেচেছেন কিন্তু একবারও অনশন মঞ্চে আসেননি, যা নিয়ে ঝড় উঠেছে সমালোচনার। তাঁর এমন নিরাসক্তির কারণ কি, তা জানতে শুরু হয়ে গিয়েছে চুলচেরা বিশ্লেষণ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!