(Mamata Benerjee Success) মমতার ক্যারিশমাতেই আপাতত উদ্ধার শাসকদল? কীভাবে ঘটল এমন ঘটনা...
তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে রাজ্যের পরিস্থিতি যখন ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠতে শুরু করেছিল, তখন প্রকাশ্যে ধর্ষকের ফাঁসির দাবি করে বার্তা দিয়েছিলেন আন্দোলনকারীদের পাশে রয়েছেন তিনি। একইসঙ্গে সিবিআই তদন্তেও তাঁর পূর্ণ সমর্থন আছে বলে বারবার এমনকী দলীয় পতাকা নিয়ে বিচারের দাবিতে পথেও হেঁটেছিলেন। রাস্তায় নেমে হাজার হাজার মানুষের বিক্ষোভ-মিছিলের পাশাপাশি তাঁর নেতৃত্বে পাল্টা পথে নেমে প্রতিবাদ জানিয়েছিল শাসকদলও। যদিও এসবের পেছনে মমতার মস্তিষ্কপ্রসূত রাজনৈতিক চাল নিয়ে কটাক্ষ করেছিল বিরোধীরা। কিন্তু রাজনৈতিক বুদ্ধিতে ধুরন্ধর তৃণমূল নেত্রী তাতে আমল না অবিচল ছিলেন নিজের কাজে। এরপরই ছুটে গিয়েছিলেন বন্যা কবলিত এলাকায়। প্লাবিত অঞ্চলে তাঁর উপস্থিতি কিছুটা হলেও মমতার টোল খাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারে সাহায্য করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও রাস্তাঘাটে তাঁর সমালোচনায় কোনও খামতি ছিল না। সরকারের বিরুদ্ধে একের পর দুর্নীতির অভিযোগের বিভিন্ন প্রকল্প নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েনি রাজ্যের বহু মানুষ।
আরজি কর কাণ্ড নিয়ে জনরোষ থামাতে শেষপর্যন্ত উৎসবে ফিরে আসার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যা মুহূর্মুহু আক্রমণে বিধ্বস্ত শাসকদলকে ঘুরে দাঁড়ানোর মতো একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। সব মিলিয়ে আপাতত কঠিনতম চ্যালেঞ্জ উৎরে গেল তৃণমূল কংগ্রেস, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন