Urine Stained Pant :এই ডেনিমের প্যান্ট পরলে মনে হবে প্যান্টে হিসি করে দিয়েছেন, এর কত দাম জানেন?
দি বেঙ্গলি নিউজরুম: প্যান্ট পরে কেউ হাঁটলে মনে হবে প্যান্টে তিনি হিসি করে ফেলেছেন!
নামী ফ্যাশন সংস্থাগুলো তাদের উদ্ভাবনী থিমের জন্য বিখ্যাত। তাদের বিলাসবহুল পোশাকের দামও চমকে যাওয়ার মতো। দাম শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হবেই। ওইসব ফ্যাশনের সংস্থাগুলোর চমকে দেওয়া পোশাক বারবার অনলাইনে ভাইরাল হয়েছে। তাদের মধ্যে আছে ডোলি অ্যান্ড গাবান্নার খাকি স্কি মাস্ক ক্যাপ (Urine Stained Pant)। যা কিনতে গুণেগুণে দিতে হবে বত্রিশ হাজার টাকা। হুগো বস ফ্লিপ ফপস তাদের পোশাকের দাম রেখেছে ন হাজার টাকা। তবে ফ্যাশনের জগতে সবাইকে থিমের লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছে ব্রিটিশ-ইটালিয়ান একটি ফ্যাশন সংস্থা।
তারা প্রস্রাবের দাগ লাগা ডেনিমের প্যান্ট
বিক্রি করছে, যার দাম শুনলে আপনি নিশ্চিত ভিমরি খাবেন। তাদের প্রস্রাবের দাগ লাগা
স্টোন ওয়াশের ডেনিমের প্যান্টের ডিজাইন করেছেন জোরডানলুকা। এই ব্র্যান্ডটি বাজারে
এনেছেন ডিজাইনার লুসা মারচেট্টো ও জর্ডন বোয়েন। তাঁদের ২০২৩ সালে উইন্টার
কালেকশনে ওই প্রস্রাবের দাগ ধরা স্টোন ওয়াশ ডেনিম দুনিয়ার ফ্যাশন ডিজাইনের জগতকে
ভালো করে নাড়িয়ে দিয়েছে।
প্যান্টের একটি বিশেষ অংশে
প্রস্রাবের এমন দাগ ধরা ডেনিমের প্যান্টের দামটাও নেহাত কম নয়। ভারতীয় মুদ্রায়
প্রায় ৬৭ হাজার টাকা। ডেনিমের প্যান্ট পরে কেউ হাঁটলে মনে হবে তিনি প্যান্টে
প্রস্রাব করে ফেলেছেন। তবে প্রস্রাবের দাগ ধরা আসল ডেনিমের পাশাপাশি প্রস্রাবের
হালকা ছোপ ধরা প্যান্টও পাওয়া যাচ্ছে। দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা। সোস্যাল
মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠার পর এমন প্রস্রাবে ভেজা ডেনিমের প্যান্টের নাম দেওয়া
হয়েছে পি স্টেইন ডেনিম। এই ডেনিমের প্যান্ট দেখে কেউই বিশ্বাস করতে পারছেন না
ফ্যাশন এমন হতে পারে। কিন্তু বিশ্বাস করা বা না করা এক জিনিস, এই ডেনিমের জিনস
কিন্তু একেবারে ছক্কা হাঁকিয়ে দিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন