Lost Son Returned To Mother As Monk: বাইশ বছর ধরে নিখোঁজ ছেলে মায়ের কাছে ফিরল সন্ন্যাসী হয়ে

দি বেঙ্গলি নিউজরুম: এই ঘটনা ১৯২০ সালের ভাওয়াল মামলার সঙ্গে মিল দেখা যায়। সেসময় এক উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়ানো এক সন্ন্যাসীকে ভাওয়ালের রমেন্দ্রনারায়ণ রায় হিসেবে মনে করা হয়েছিল। এক দশক ধরে তাঁকে মৃত বলে ধরে নেওয়ার পর আইনি লড়াই চলে। আমেথির বাসিন্দা রতিপাল সিংয়ের ছেলে পিঙ্কু ২০০২ সালে গুলি খেলা নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয়। মা ভানুমতী তাকে বকাবকি করেন এবং রাগবশত বাড়ি ছেড়ে চলে যায়। দু দশক ধরে পরিবারের সঙ্গে পিঙ্কুর কোনও যোগাযোগ ছিল না। গত সপ্তাহে আমেথির খারাউলি গ্রামের মানুষ ছেলেবেলায় নিখোঁজ হওয়া পিঙ্কুকে সন্ন্যাসী হয়ে ফেরায় রীতিমতো হতভম্ব হয়ে যান।

তাঁরা তৎক্ষণাৎ দিল্লিতে পিঙ্কুর বাবা-মাকে খবর দেন। খবর পেয়ে তড়িঘড়ি গ্রামে এসে ছেলেকে চিনতে পারেন। মায়ের দু হাতে নিজেকে সঁপে দেয় পিঙ্কু। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি দৃশ্যটি। পরিবার ও গ্রামের লোকজনদের অনুরোধ সত্ত্বেও গ্রাম ছেড়ে চলে যায় সে। এদিকে পিঙ্কুর বাবার অভিযোগ তাঁর ছেলেকে মুক্তি দিতে এগারো লক্ষ টাকা দাবি করেছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে পিঙ্কু যুক্ত, সেই প্রতিষ্ঠান। পিঙ্কুর বাবা জানান এগারো লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা তাঁদের নেই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!