পিৎজার ডেলিভারি নিতে এল শিম্পাঞ্জি, দামও মেটালো ডেলিভারি ম্যানকে!

0দি বেঙ্গলি নিউজরুম: মানুষই শুধু বুদ্ধিমান প্রাণী নয়। এমন অনেক ঘটনা ঘটতে দেখা যায় যখন আমরা দেখতে পাই, চেনাজানা অনেক প্রাণী আমাদের চমকে দিচ্ছে (Surpring Incident)। এখন তো মানুষের জায়গা নিচ্ছে রোবোট, কৃত্রিম বুদ্ধিমত্তা। তবে তার আগে জীবজন্তুদের নানান কাণ্ডকারখানা দেখলে আমাদের চমকে যেতে হয়। ঘটনাটি রাশিয়ার। সেখানে সবাই যেমন খাবারের অর্ডার দিয়ে থাকেন, তেমনই অর্ডার করা হয়েছিল পিৎজার। পিৎজা নিয়ে এসেছেন পিৎজা কোম্পানির এক মহিলা কর্মী । এসে ব্যাগ রেখে দরজায় টোকা মেরেছেন। দরজা খুললে পিৎজা দিয়ে দাম নিয়ে চলে যাবেন। কিন্তু দরজা যে খুলল, তাকে দেখে চমকে উঠলেন ওই মহিলাকর্মী। তাজ্জব হয়ে দেখলেন টোকা শুনে দরজা খুলেছে এক জামা জিনসের প্যান্ট জুতো পরা দিব্যি ফিটফাট শিম্পাঞ্জি। দরজা খুলে মানুষের মতো হাত বাড়িয়ে সে পিৎজার বাক্স নিয়ে গেল ভেতরে। তারপর ঘরের ভেতর থেকে রুবল নিয়ে এসে দাম মিটিয়ে দিল পিৎজার। দাম মিটিয়ে দরজা বন্ধ করে চলে গেল যা দেখে চোখ রীতিমতো ছানাবড়া মহিলাকর্মীর। গোটা ঘটনাটি সিসিটিভিতে ক্যামেরাবন্দি করা হয়েছে। বেশ কয়েক মাস আগে ঘটনাটি ঘটেছিল রাশিয়ায়। সিসিটিভির ফুটেজ পরে টুইটারে আপলোড করা হয়। সেটি ভাইরালও হয়।শিম্পাঞ্জিরা সাধারণত চটপটে হয়। তারা এমন কিছু কাজ করে যা মানুষের মতোই। কোনও কোনও সময় তাদের কাপড় কাচতেও দেখা গিয়েছে। এমনকী সিগারেটে সুখটান দিয়ে খবরের কাগজ সামনে রেখে পড়ার ভান করতেও অনেকে দেখেছেন। বিজ্ঞানীরা তাদের মস্তিষ্কের সঙ্গে মানুষের মস্তিষ্কের মিল খুঁজে পেয়েছেন। সার্কাসেও এমন কিছু কাজ করতে দেখা যায় শিম্পাঞ্জিদের, যা শুধু মজাই দেয় না। মানুষের অনুকরণে তাদের নানা কাজকর্ম কাজ চিন্তায় ফেলে দেয়। ,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!