Master Stroke By Mamata Banerjee: মাস্টারস্ট্রোক মমতার, ফিকে হচ্ছে আরজি কর কাণ্ডের প্রতিবাদ আন্দোলন?

দি বেঙ্গলি নিউজরুম: মোক্ষম মুহূর্তে মাস্টারস্ট্রোক, আর তাতেই কি প্রায় লস্ট গেম উতরে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আরজি কর কাণ্ডে ধর্ষিতা ও নিহত তরুণীর বিচার,চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে গোটা রাজ্যে উত্তাল পরিস্থিতির মধ্যে উৎসবে সামিল হওয়ার বার্তা দিয়ে মাস্টার স্ট্রোক চেলে দিলেন মুখ্যমন্ত্রী। আর সেই মাস্টার স্ট্রোকই আসন্ন উৎসবের আবহে অক্সিজেন জুগিয়ে দিল সরকারকে, যে সরকারের বিরুদ্ধে তেরো বছরে উঠেছে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির অভিযোগ। তলানিতে পৌঁছেছে বিশ্বাসযোগ্যতা। যে প্রশাসনকে দেশের শীর্ষ আদালতও বারবার প্রশ্নের মুখে ফেলেছে, যে সরকারের পুলিশকে পদে পদে হোঁচট খেতে হয়েছে অকর্মণ্যতার লাগামছাড়া অভিযোগে। এখনও তাদের প্রায় প্রতিমুহূর্তে হোঁচট খেতে হচ্ছে।

যদিও আগের ভুরিভুরি অভিযোগ, কেলেঙ্কারি ধামাচাপা পড়ে গিয়েছিল আরজি কর কাণ্ডের মতো তোলপাড় করা ঘটনায়। নিন্দা, ধিক্কার থেকে শুরু করে মুহূর্মুহু আক্রমণের জেরে এমন পরিস্থিতি তৈরি হয় যে একসময় মনে করা হচ্ছিল নবান্নের মসনদ থেকে সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা। কিন্তু সেই বিরুদ্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতে বাঙালির মহা উৎসব দুর্গাপুজোকেই অস্ত্র করলেন বহু সংগ্রামের প্রত্যক্ষ শরিক মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের ধারণা, প্রতি পদে প্রশাসন ব্যর্থ প্রমাণিত হওয়ার পরেও মমতার ধুরন্ধর রাজনৈতিক বুদ্ধিই আরজি করের মতো গুরুতর ইস্যু থেকে রেহাই দিতে সমর্থ হয়েছে।

আপাদমস্তক বাঙালি এবং বাঙালি মনস্তত্ব গুলে খাওয়া তৃণমূল নেত্রী এর আগে একাধিক বিরুদ্ধ পরিস্থিতি সামাল দিয়েছেন। এবার তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় পর্যুদস্ত হওয়া সরকারকে মোটামুটি স্বস্তিজনক অবস্থায় আনতে বাঙালির আবেগকে কার্ড হিসেবে ব্যবহার করেছেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকটি পুজোরও উদ্বোধন করেওছেন। ধুরন্ধর রাজনৈতিক বুদ্ধির জেরে মমতা মানেন সময় অনেক যন্ত্রণার প্রশমন ঘটায়। সময় যত এগোবে, ততই দুর্বল হতে শুরু করবে আন্দোলনের তেজ। এবং প্রতিবাদ-আন্দোলন উৎসব আবহে আগের শক্তি হারাবে। কারণ সারা বছর এই কটি দিনের জন্য মুখিয়ে থাকে বাঙালি। যতই উৎসব জাঁকিয়ে বসবে,ততই আরজি কর কাণ্ডের জোশ কমতে থাকবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!