Indian Girl Student Begging In USA: ;চুরি গিয়েছে শেষ সম্বলটুকুও, আমেরিকার শিকাগোর রাস্তায় ভিক্ষে অনাহারে কাটানো ভারতীয় ছাত্রীর, বিপন্ন মায়ের চিঠি বিদেশমন্ত্রীকে
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : খাবার জুটছে না। অনাহারে রীতিমতো ধুঁকছেন তিনি। শিকাগোর রাস্তায় তাঁকে দেখা গিয়েছে ভিক্ষে করতে ( Indian Girl Student Begging In USA) । সইদা লুলু মিনহাজ জাইদি নামে ওই মহিলা আমেরিকায় গিয়েছিলেন মাস্টার্স ডিগ্রি করতে। অবস্থার ফেরে তাঁকে প্রাণের দায়ে এখন ভিক্ষে করতে হচ্ছে। ভারতীয় ছাত্রীর এমন মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে নিয়ে এসেছে তেলঙ্গনার মজলিস বাঁচাও তেহরিকের মুখপাত্র আমজাদ উল্লা খান। টুইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা গিয়েছে আমেরিকার শিকাগোর একটি রাস্তায় কোণে বসে আছেন ভারতীয় ছাত্রীটি। সঙ্গে সামান্য কয়েকটি জিনিসপত্র। প্রথমে নিজের নাম বলতে গিয়েও বলতে পারেননি। অনেক চেষ্টার পর কোনওরকমে তাঁর নাম জানাতে সক্ষম হন। তাঁর এমন করুণ হাল কেন, সে ব্যাপারে জিজ্ঞেস করা হলে ছাত্রীটি জানান তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার জন্য রক্ত নেওয়ার পরেই তাঁর অবস্থা এমন হয়েছে। ছাত্রীটির মা সঈদা ওয়াহাজ ফতিমা মেয়ের এমন করুণ হাল জানতে পেরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে সাহায্য প্রার্থনা করেছে। মেয়েকে ভারতে ফেরানোরও আবেদন জানিয়েছেন তিনি। টুইটে...